নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
যদি ঘুম ভেঙ্গে না যেত এবং টুইটার লগিন না করতাম, তাইলে জানতে পারতাম না যে আজকাল আমাদের বাংলার বাঘদের ভয় পেয়ে ব্যত্রিক্রমভাবে বাংলাদেশ ক্রিকেট এর পরাজয় কামনাও করা হয়েছে! (সাবাশ টিম টাইগার্স তোমরা এগিয়ে চলো, ভয় পেয়ে তোমাদের পরাজয় এখন বিশ্বই করবে! তাতে কোন কিছু যায় আসে না, শুকুনের কথায় গরু মরে না!)
আচ্ছা, বাঘের গর্জনে কে না ভয় পায় বলুন? 'বাঘ ধরে ধরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না' তাইতো বাঘের পরাজয় সবারই কাম্য! মূল কথা হচ্ছে 'টিম ইন্ডিয়া' আমাদের 'টিম বাংলাদেশ'কে কত ভয় পাই দেখুন...
গতকাল বাংলাদেশ-ওমানের মধ্যে সুপার টেন এ যাওয়ার ম্যাচ শুরুর আগে পরোক্ষভাবে আমাদের টাইগারদের পরাজয় কামনা করে এবং ওমানের বিজয় প্রার্থনা করে এ টুইট করেছেন ভারতের স্পিনার বোলার রবিচন্দ্রন অশ্বিন। সে তার এ টুইট'টাতে যা বলেছে, ‘‘বাংলাদেশ-ওমানের ম্যাচটি দেখতে অপেক্ষায় আছি। যদি বাংলাদেশ জিতে তবে পুরো দেশ খুশি হবে, কিন্তু যদি ওমান জেতে তবে খুশি হবে ক্রিকেট’’
তো এবার অশ্বিন এর কাছ থেকে জানতে ইচ্ছে করে, ওমান তো হেরেছে তো 'ক্রিকেট' বেজার নাকি নাকি তোমরা(টিম ইন্ডিয়া)?
বাংলাদেশ জিতছে আমরা পুরো দেশ খুশী, আর হ্যাঁ! আর গতকাল যদি ওমান জিততো তাহলে 'ক্রিকেট বিশ্ব' খুশী হত, নাকি 'ক্রিকেট ইন্ডিয়া' খুশী হত সেটা আমরা জানি। টিম ইন্ডিয়া যে আমাদের দামাল ছেলেদের ভয় পায় সেটা আরেকবার প্রমান করলো অশ্বিনের বাংলাদেশের পরাজয় কামনা করে এ টুইটে
আসলে প্রথম কথা হচ্ছে, ওমানের জন্য অশ্বিনের বিজয় প্রার্থনা করার কারণ হচ্ছে, তারা ভয়ে আমাদের টাইগারদের মুখোমুখি হতে চাই না বিশ্বকাপে। হলে তো সহজে কাপ নিতে দিবে না তাদের। তাই না? না হলে সে কিভাবে বলে ওমান জিতলে ক্রিকেট খুশী, আর বাংলাদেশ জিতলে শুধুই বাংলাদেশ খুশী?
১৫ ই মার্চ, ২০১৬ রাত ২:০১
চাটগাইয়া জাবেদ বলেছেন: আমিও তো তাই বললাম, ভারত আমাগো টাইগারদের ভয় পেয়েছে, বাঘের গর্জন বুঝতেই তো পারছে তারা
২| ১৪ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪৫
কলাবাগান১ বলেছেন: শুকুনের দোয়ায় গরু মরে না সেটা সবাই জানে।
কিন্তু এখানে ইংরেজী এর একটা আলাদা বক্তব্য আছে। পুরা বিশ্বেই আন্ডার ডগ দের প্রতি সহমর্মিতা জানান হয়।
যেমন বার্সার সাথে আমাদের আবাহনীর খেলা হলে তখন ও এই কথাটাই প্রযজ্য হবে
"খেলায় বার্সা জয়ী হলে বার্সার সমর্থকরা খুশী হবে কিন্তু আবাহনী জিতলে পুরা ফুটবল বিশ্ব (খেলা) টাই জয়ী হবে"।
যাহোক সে কি এটা মিন করেছে কিনা জানি না...
ওয়ার্ল্ডকাপে ইন্ডিয়াকে হারিয়ে ই এই টুইটের জবাব দেওয়া উচিত.......অনলাইনে তুচ্ছ তাচ্ছিল্য করে না
১৫ ই মার্চ, ২০১৬ রাত ২:০৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনার কথায় যুক্তি আছে, সেটা আমিও চিন্তা করেছি কিন্তু তার কিছু আচারনে তা চিন্তা বাদ দিয়ে দিলাম। তাছাড়া পাকি ইন্ডিয়াদের বিশ্বাস নাই, তারা কোন কারণ ছাড়াই আমাদের সাথে শত্রুতা করবে!
ইনশাআল্লাহ্ ওয়ার্ল্ডকাপে ইন্ডিয়াকে হারিয়েই এই টুইটের জবাব আর কেউ না দিলেও আমি দেব!
৩| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৫
বিজন রয় বলেছেন: গত রাতে জবাব পেয়ে গেছে অশ্বিন। এবার মাঠেও পাবে।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ২:১২
চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম! ইনশাআল্লাহ্ মাঠেও উপযুক্ত জবাব দেবে আমাদের সোনার ছেলেরা।
৪| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অশ্বিনের পশ্চাদ্দেশে দুই ডজন লাথি দিলাম। লাথি লাথি লাথি লাথি লাথি লাথি লাথি লাথি লাথি লাথি লাথি লাথি লাথি লাথি লাথি লাথি লাথি লাথি লাথি লাথি লাথি লাথি লাথি লাথি
১৫ ই মার্চ, ২০১৬ রাত ২:১৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: এ লাথি হয়তো এখন পড়বে না, তবে খেলার মাধ্যমে লাথিটা বেশ ভালোই পড়বে, তাই টিম টাইগার তাদের পরাজয় করে যে লাথি দেবে সেটাই হলে অশ্বিনের পশ্চাদ্দেশে হাজার লাথি!
৫| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৬
ফাহিম আবু বলেছেন: রেন্ডিরা ভয় পাইছে !!
৬| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২২
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: কলাবাগানের সাথে একমত।
তার বক্তব্যতে বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ কিছু যে ছিল না , তা অনেকটাই নিশ্চিত। ওমান ক্রিকেট বিশ্বে অন্যতম দেশ হিসাবে আবির্ভূত হত এটাই ছিল তার বক্তব্যের সারমর্ম। এসব নিয়ে জল ঘোলা করা গর্ধব আর বোকা লোকদের কাজ। যা ফেইসবুক এ বিভিন্ন পেজ গুলোতে গেলেই আপনাদের মত কিছু উচ্চাকাঙ্খী ফ্যান দের ভিতর দেখা যায়। পরস্পর শ্রদ্ধাবোধ বলতে যে ব্যপারটি সেটা অনেকটাই লোপ পাচ্ছে কথার বাকযুদ্ধে।
৭| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৪
কলাবাগান১ বলেছেন: @আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম,
আপনার মত লোকের কাছ থেকে এমন অপরিপক্ব কমেন্ট আশা করা যায় না। আপনি কি ইংরেজীটা বুঝতে পারেন নাই?
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৬ ভোর ৬:১২
নুর আমিন লেবু বলেছেন: আসলেই রেনডিয়া ভয় পাইচে। হাহাহা