নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের দিকে ফারাক্কায় গেট খুলে দেবে ভারত!

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৬

বাংলাদেশের দিকে ফারাক্কাবাধের গেট অনেকটাই খুলে দিবে ভারত! কিছুটা হলেও খুশির সংবাদ। তাই না?! তবে বেশী খুশী হওয়ার কিছুই নেই। তারা যে এখন খুলে দিচ্ছে মূলত তাদের অসুবিধা হচ্ছে বলে। পলি জমে বন্যার সৃস্টি হচ্ছে বলে। বাংলাদেশের ভালো ভেবে না! তাই অতিরিক্ত না লাফাই। রামপালে আগ্রাসন, বাণিজ্যক আগ্রাসন প্রভৃতি প্রভৃতি ভাবে দাদারা আরো যেসব বাঁশ দিয়ে যাচ্ছে নিয়মিত- সে দিকেও সচেস্ট হই।

আবারো বলি, ভারত ফারাক্কাবাধ আমাদের ভালোবেসে, আমাদের সুবিধার জন্য খুলে দিচ্ছে না। দিচ্ছে তাদের নিজেদের সুবিধার জন্য। না হলে কেঁদে কেঁদে মরে গেলো তারা এ বাঁধ খুলে দেয় না। দাদারা নিজেদের স্বার্থছাড়া কোন কিছু দেয় না, সেটা তো জানেন, এখন যদি বন্যা না হতো তাহলে জীবনেও এ ফারাক্কাবাধ গেট খুলত না বা খুলে দেওয়ার কথাও উঠত না!

খবরঃ ভারতে বন্যা পরিস্থিতি উন্নতির জন্য দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় পশ্চিমবঙ্গ রাজ্যে ফারাক্কা বাঁধের প্রায় সবগুলো গেট খুলে দেবার নির্দেশ দিয়েছে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩২

বিজন রয় বলেছেন: বর্ষাকালে খুলে দিলে আমরা ডুবে যাবো।

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: এখনও যদি বন্যা না হতো তাহলে জীবনেও এ ফারাক্কাবাধ গেট খুলত না বা খুলে দেওয়ার কথাও উঠত না!

২| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪০

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আগ্রাসন,আগ্রাসন অনেক করলেন , এবার একটু ব্যাঘ্রাসন অভ্যাস করুন।

উপকারিতা
১. মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করে।
২. স্নায়ুতন্ত্র সবল করে।
৩. পেটের মেদ কমিয়ে দেয় এবং পিঠের পেশী সবল ও সতেজ করে।
৪. হাত ও পায়ের পেশী সবল করে।
৫. স্মৃতিশক্তি বৃদ্ধি করে, মস্তিষ্কের অবসাদ দূর হয় ।

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৭

চাটগাইয়া জাবেদ বলেছেন: ভালো বলেছেন, তা এগুলো তো নিজের জন্য, ব্যাঘ্রাসন এ দেশের কি উপকার হবে সাপুরাম ভাইয়া?

৩| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৯

বিজন রয় বলেছেন: হা হা হা ব্যাঘ্রাসন!!

চলেন রামপাল যাই, সুন্দরবন যাই।

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০২

চাটগাইয়া জাবেদ বলেছেন: তাইলে, দেরি কেন, চলেন দাদা খাইয়া আসি ব্যাঘ্রাসন!

৪| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৪

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ভালো বলেছেন, তা এগুলো তো নিজের জন্য, ব্যাঘ্রাসন এ দেশের কি উপকার হবে সাপুরাম ভাইয়া?
চাটগাইয়া জাবেদ ভাই , আপনিও তো দেশেরই অংশ ,আপনার ভালো হলে দেশেরও ভালো হবে।

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ আমি দেশের অংশ, কিন্তু আমি আর দেশ বিশাল ফারাক! আমি ভালো আছি, আপনি আছেন তো? বাকি ১৭ কোটি আছে তো ভালো?

৫| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৭

মহিউদ্দিন হায়দার বলেছেন: আমরা আসলে বিকল্প কিছুই চিন্তা করতে পারিনা। ফারাক্কা এটা ভারতের সাথে আমাদের পুরোনো সমস্যা। এই সমস্যা সমাধান করতে তো পারেই নি বিকল্প কোন পথ দেখাতেও ব্যার্থ হয়েছে আমাদের সরকারগুলু।

৬| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৪

ধ্রুবক আলো বলেছেন: ১০০০% সঠিক কথা বলছেন, কোন ভালো ভেবে ফারাক্কা বাধের গেট খুলা হচ্ছে না। দাদাদের এতো আসো কোত্থেকে ভাবার বিষয় । এই ইস্যু দিয়ে রামপাল প্রজেক্ট সফল করতে চায়। আমাদের ওদের এই দরদ দেখে গলে গেলে হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.