নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

যাদের চুলকায়, পাগলা মলম দুই বেলা!

০১ লা জুন, ২০১৭ রাত ১২:৪০


চালের কেজি ২২ টাকা

গরুর মাংসের কেজি ১৮০ টাকা

গ্যাসের দুই চুলা ২৫০ টাকা

বিদ্যুৎ প্রতি ইউনিট ১.৬০ পয়সা

ব্যাংকে ২৮০০০০ টাকা প্রযন্ত Tax Free.

পলিথিন নিষিদ্ধ অভিযান

নকল মুক্ত পরিক্ষা সফল মাইলফলক

বৃক্ষরোপণ অভিযান ছিল

যুব উন্নয়ন প্রশিক্ষণ ছিল

মধ্যপ্রাচ্যে শ্রমিক যাচ্ছিল

ইহা ঈশাখার আমলে নয়, ইহা ২০০৬ সালের চিএ। যখন বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে ছিল না, তখন এই চিএ ছিল বাংলাদেশে।
আর ২০১৭ সালে বাংলাদেশ যখন মহাসড়কে তখন সাধারণ মানুষ খাদের কিনারায়।

আপনার চুলকানি হলে, মলম লাগান, তবে সেটার দামও বেড়েছে!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৭ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:


পোস্টে, বলার মতো কিছু বক্তব্য আছে; কিন্ত সাথে অপ্রয়োজনীয় ইমোশান যোগ করে, পোস্টকে অসুন্দর করেছেন!

২| ০১ লা জুন, ২০১৭ রাত ১:২৬

সচেতনহ্যাপী বলেছেন: সায় না দিয়ে পরলাম না।।

৩| ০১ লা জুন, ২০১৭ ভোর ৬:৩৪

লাল মাহমুদ বলেছেন: জিনিস যেটা ভাল দাম তার একটু বেশি,,,,

৪| ০১ লা জুন, ২০১৭ সকাল ৭:৫৪

কলাবাগান১ বলেছেন: সাথে খাম্বা ছিল কিন্তু বিদ্যুত ছিল না....গ্রেনেড ছিল..হাওয়া ভবন (ডিফ্যাক্টো গভ:) ছিল...জর্জ মিয়া ছিল..।

৫| ০১ লা জুন, ২০১৭ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: কথা তো সত্য বলেছেন।

৬| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:০৬

ঢাকাবাসী বলেছেন: আম্লির কিছু লোকের পকেটে কিন্তু ম্যালা টাকা জমেছে, হাজার হাজার কোটি!

৭| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১:৪৭

আততায়ী আলতাইয়ার বলেছেন: বিএনপি সময় এম্পি মন্ত্রীরা যা খাইসে এই আওয়ামিলীগের সময় তৃনমূল তা খাইতেসে আর এম্পি মন্ত্রীরা তো বহুৎ দূর। চাটগাইয়া জাবেদ ভাই দ্রব্যমূল্যের যে লিস্ট দিসেন তা সেই সময় বর্ধিত দ্রব্যমূল্য ছিলো যা নিয়ে পত্রিকাওয়ালা বেশ চওড়া কভারেজ দিত। মাগার এই সরকারের আমলের দ্রব্যমূল্য নিয়ে পত্রিকা অনেক চুপ। আওয়ামিলীগ বেশ ভালো মিডিয়া সাপোর্ট পায়

৮| ০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৪৩

ফ্রিটক বলেছেন: উন্নয়নের দিকে দ্রতগতির কারনে এগুলির দাম বৃদ্ধিতে নজর দিতে পারি নাই। আর একটি বার ভোট দেন উন্নয়নের জোয়ারে বাংলাদেশকে ভাসাইয়া সোমালিয়া নিয়ে যাব।

৯| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০১

মিথুন আহমেদ বলেছেন: আহা এসব কথা এভাবে বলতে নেই। উন্নয়নের জোয়ারে আমরা ভেসে যাচ্ছি, দামের কেন উন্নয়ন হবে না?

১০| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:১৪

আখেনাটেন বলেছেন: কিছু হেরফের হলেও কথা মন্দ বলেন নাই। যদিও এখনকার সাথে তখনকার তুলনা চলে না। তবে এখন যেটা আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে মানুষের প্রতিবাদের টুঁটি চেপে ধরা হয়েছে। সাথে মিডিয়াও। যা ভয়ংকর দেশের ভবিষ্যতের জন্য।

১১| ০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

রায়হান চৌঃ বলেছেন: খোকা..... এসব বলতে নেই

১২| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৬

সবুজ২০১২ বলেছেন: যতবার এরা ক্ষমতায় আসে ব্যাংকের টাকা লুট করে,শেয়ার বাজার ধ্বংস করে আর সাধারণ মানুষকে উন্নয়নের রূপকথার গল্প শোনায় আর সাাধারণ মানুষও তা গো গ্রাসে গিলে।কারণ বাংলার জনগণ পুরনো দিনের কথা খুব তাড়াতাড়ি ভুলে যায়।ভারতের এই আজ্ঞাবহ সরকারের পক্ষে জনসাধারণের দু:খ-কষ্ট বোঝা অসম্ভব।এরা তো আর নিজের টাকায় বাজার সদাই করে না যে দ্রব্যমুল্য বৃদ্ধি এদরে ভাবাবে।প্রতি সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও আমাদের পরিসংখ্যান ব্যুরোর ৫% মূল্যস্ফিতি দেখিয়ে এরা বলে যে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে আর আমরা মধ্যবিত্তরা গরীবে পরিণত হচ্ছি.....................................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.