নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
কাতার আরবদের শক্তি অক্ষুণ্ণ রেখে আরও শক্তিশালী করতে চায়,অন্যদিকে সৌদি আরব পশ্চিমাদের পা চাটতে চায়!
সৌদি আরব ও কাতার দুইটি রাষ্ট্রেই রাজতন্ত্রের উপর দাঁড়িয়ে আছে, যা ইসলাম সমর্থন করেনা। তবে আমি আমার দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক রাজনীতিতে দুইটি রাষ্ট্রের বাদশা/আমিরের মধ্য কিছু পার্থক্য খোজে পাই তাহলো-
এক: সৌদির বাদশা ফিলিস্তিন ইস্যুতে পরোক্ষভাবে ইসরাইলের পক্ষে ছিলেন কারণ ফিলিস্তিনে মুসলিম নির্যাতনের পরও ওনার নিরবতা অ্যামেরিকাকে খুশি করে তার ক্ষমতা স্থায়ীকরার ইঙ্গিত বহন করে।
অপর দিকে হামাসের পক্ষে কাতারের মিডিয়া আল জাজিরা টেলিভিশন সংবাদ প্রাচার করে এবং মুসলমানদের নির্যাতনের চিত্র বিশ্ববাসির কাছে তুলে ধরে মুসলমানদের পক্ষে অবস্থান নিয়েছে।
দুই: মিশরে যখন জনগনের ভোটে নির্বাচিত ইসলামপন্থীদের মুসলিম ব্রাদারহুড সরকারকে এক বৎসরের মাথায় অবৈধ ভাবে স্বৈরশাসক সিসি ক্ষমতাচ্যুত করল তখন তিনি স্বৈরশাসক সিসির পক্ষ নিলেন এবং বর্তমানে তিনি জনগনের ভোটে নির্বাচিত ইসলামপন্থীদের দল মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসীদল হিসাবে প্রচারনা চালাচ্ছেন।
অপর দিকে মুসলিম ব্রাদারহুডের পক্ষে কাতারের মিডিয়া আল জাজিরা টেলিভিশন সংবাদ প্রাচার করে এবং মিশরের সংখ্যাগরিষ্ট মুসলমানদের নির্যাতনের চিত্র বিশ্ববাসির কাছে তুলে ধরে মুসলমানদের পক্ষে অবস্থান নিয়েছে।
তিন: সৌদি আরবের বাদশা মুসলিম হয়ে ইয়ামেনে মুসলমানদের উপর হামলা করে ইতিহাসের পাতায় খলনায়ক হিসাবে নাম লিখালেন, সৌদি আরবের বাদশার হামলায় ইয়ামেনের মুসলমানদের নির্যাতনের ভয়াবহতার একটি প্রতিবেদন আজও টেলিভিশনে দেখে গা শিউরে উঠল।
#সৌদি আরব ও কাতার ইস্যুতে আমি কাতারের পাশে আছি!
আল্লাহ সৌদি আরবের বাদশাকে হেদায়ত দান করুন, মুসলমানদের পক্ষে অবস্থান নেয়ার জন্য কবুল করুন, আমিন।
২| ০৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৫১
খরতাপ বলেছেন: আপনার থাকা না থাকায় কিছু যেয়ে আসেনা। সৌদি আমেরিকার অনুগত, ভারতও তাই। বাংলাদেশের আওয়ামী সরকার ভারতের অনুগত। তাই বাংলাদেশ সৌদির পক্ষে।
৩| ০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
দেখছেন, আপনিও পক্ষ নিচ্ছেন; অথচ, পক্ষ নেয়ার কিছু নেই; আরব ও বাকী মসলমানেরা চাপ দেয়ার দরকার ছিলো যে, এই ২ দেশের ভুলের জন্য তেলের পয়সায় আমেরিকা ভাগ পেয়ে আসছে।
আপনি বুদ্ধিমান নন।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৪২
বিজন রয় বলেছেন: সৌদি আরব আমেরিকার পা চাটার গোলাম!
এটা তো অনেক পুরানো ব্যাপার।
আর পাকিস্তান??