নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

কোটা পদ্ধতির সংস্কার চাই যারা, তারা রাজাকার! - বাংলাদেশ কোটা লীগ

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৭

একদা এক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ই বলেছিলেন, "মুজিবের পিঠের চামড়া দিয়ে ডুগডুগি বানিয়ে বাজাবো!"

সংসদে দাঁড়িয়ে সেই মতিয়া চৌধুরী দেশের মোট জনসংখ্যার ৯৭ শতাংশ মানুষ যাদের কোটা নাই তাদের রাজাকারের বাচ্চা বলে উচ্চকন্ঠে কথা বলছেন!

আমাদের মতো রাজাকারের বাচ্চাদের লজ্জা পাওয়ার কিছু নাই বরং লজ্জা তো তাদের লাগা উচিত , প্রকৃত মুক্তিযোদ্ধারা ভিক্ষা করে, অভাব অনটনে দিন পার করে, ভাতা থেকে বঞ্চিত, মৌলিক সুযোগ সুযোগ সুবিধা পায় না যেখানে তাদের সন্তানের কোটা সুবিধা আকাশের চাঁদের মতোই!!

আর অন্যদিকে প্রতিবছর মুক্তিযোদ্ধা সদস্য সংখ্যা হাল নাগাদ করে নব্য মুক্তিযোদ্ধা তথা তাদের কোটা নিশ্চিত করার জন্য আপনার ই লজ্জা পাওয়া উচিত! প্রকৃত মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধাগুলো কথিত মুক্তিযোদ্ধাদের দখলেই।

মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে বলে তাদের সন্তান, নাতি নাতনি কোটা সুবিধা ভোগ করলে তথাকথিত ৯৭% রাজাকারের বাচ্চাদেরও তো তাদের কথিত বাবাদের মতো ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত। দেশের সিংহভাগ মানুষকে ফাঁসিতেই ঝুলানো হোক এই অপরাধে!

মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু যেন ব্যবসায়িক কোন পণ্যদ্রব্য! হাসির বস্তুতে পরিণত করা হচ্ছে লাল সবুজের পতাকা, জাতির স্বপ্নদ্রষ্টা এবং মহান মুক্তিযুদ্ধকে। এই লজ্জা আমাদের সবার!

মন্তব্য ২৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঠিকই বলেছেন। সংস্কার চাইলেই রাজাকার হয়ে যাচ্ছে।

২| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৪

কাউয়ার জাত বলেছেন: অগ্নিকন্যার ক্ষোভের আগুন মুতিয়া নিভাইয়া দেয়া হোক।

৩| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৮

কামরুননাহার কলি বলেছেন: নির্বাক কবিরা।

৪| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মহিলার মাথায় সমস্যা আছে।

৫| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: অগ্নিকণ্যা মতিয়া চৌধুরী

মোটা ভাত কাপড়ের জীবন বাংলার অগ্নীকণ্যার।এখনো বদলাননি একটুও। মোটা কাপড় পরেন। চলাফেরা সাদামাটা। নেই সাজগোজ। সরকারি গাড়ি কিংবা অফিসে এসি থাকলেও ব্যবহার করেন না। সরকারের প্রভাবশালী মন্ত্রী হলেও চলার পথে পুলিশ প্রটেকশনের গাড়ি নেওয়ার প্রয়োজনমনে করেন না।
----কপি-পেষ্ট

কথা কি সত্য???

৬| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: @ নিজাম ---------আপনার বক্তব্য যেমন সত্য -----------তেমনি ....ডুগডুগি বাজানোর কথাও সত্য। কোটা সংস্কার অবশ্যই মুক্তিযোদ্ধাদের সম্মান খাটো করে না....দেশের ইতিহাসের সকল আন্দোলনের সুতিকাগার এই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানকার ছাত্র আন্দোলন সবসময়ই ভালোর জন্য হয়। ধন্যবাদ।

৭| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১২

যাযাবর চখা বলেছেন: দেশে এখন রাজাকার বলে বাল (BAL) বিরোদী হইলে। বাল দল, তার বাল নেতা নেএী।

৮| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৭

*** হিমুরাইজ *** বলেছেন: নায্য অধিকার চাইলেই রাজাকার!

৯| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৩

ব্লগ সার্চম্যান বলেছেন: সবকিছুর শেষ আছে ভাই এদের ভণ্ডামীরও একটা সময় শেষ আসবে।

১০| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: ফাঁসি চাইলে মুক্তিযোদ্ধার সন্তান, কোটা চাইলে রাজাকারের বাচ্চা!

১১| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: ফাঁসি চাইলে মুক্তিযোদ্ধার সন্তান, কোটা চাইলে রাজাকারের বাচ্চা

১২| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৬

চাটগাইয়া জাবেদ বলেছেন: ফাঁসি চাইলে মুক্তিযোদ্ধার সন্তান, কোটা চাইলে রাজাকারের বাচ্চা!

১৩| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৬

চাটগাইয়া জাবেদ বলেছেন: ফাঁসি চাইলে মুক্তিযোদ্ধার সন্তান, কোটা চাইলে রাজাকারের বাচ্চা

১৪| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৮

চোরাবালি- বলেছেন: কোটা ধারীদের পাশ মার্ক ৫০
মেধাবীদের ৮০।
দারুন আমাদের সমাজ ব্যবস্থা।
যত ইচ্ছে মুক্তিযোদ্ধা ও তার বংশানুক্রমে সকলকে ভাতা দিক। কোটা প্রথার অবসান চাই।

১৫| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১১

চোরাবালি- বলেছেন:
মুক্তিযোদ্ধারা দেশের স্বার্থে যুদ্ধ করেছিল নিজেদের আখেরের জন্য না। অবশ্যই মুক্তিযোদ্ধারা কোটার বিপক্ষে থাকবে যদি তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা হয়ে থাকে।

১৬| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কোটা পদ্ধতির সংস্কার চাই যারা, তারা রাজাকার!

১৭| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: যোগ্যতা ছাড়া কোন কোটাতেই চাকরি পাওয়া যায় না, পাইনি এতদিন।

১৮| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

পদ্মপুকুর বলেছেন: একজন রাজাকারের ছেলে বা মেয়ের সাথে যদি মুক্তিযোদ্ধার মেয়ে বা ছেলের বিয়ে হয় (অহরহই হচ্ছে), তাহলে তাদের সন্তানরা কি মুক্তিযোদ্ধা কোটা পাবে? তারা কি মুক্তিযোদ্ধার প্রজন্ম না কি রাজাকারের প্রজন্ম হবে?

১৯| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আজ খুব মনে পড়ছে সাকা চৌধুরীকে...

২০| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



কোটার ট্যাটায় সাধারণেরা হয়েছে বিদ্ধ,
আন্দোলনের গরমে দেশ এখন সিদ্ধ।

২১| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৩

ধূসর সপ্ন বলেছেন: !!

২২| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দেশটাই চালাচ্ছে এই সকল মেধাহীন বলদরা, আর জনগণ ঘুরেফিরে এই সকল বলদকে সারাজীবন পূজা করে ভোট দিয়ে ক্ষমতায় বসাচ্ছে | এই সকল নেতা/নেত্রীদের কাছ থেকে এই ধরণের ফালতু প্রলাপ ছাড়া আর কি শুনার আশা করেন ?

২৩| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: মূল রাজাকার ত তারা (মতিয়া চৌ.)। মুক্তিযুদ্ধ নামক ছাউনির তলে কোনরকম মাথাগোঁজে টিকে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.