নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

চমৎকার রাজনীতি শিখতে চাইলে; শিখতে হবে কেবল আওয়ামীলীগের কাছেই!

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:২৯

কোটা সংস্কার আন্দোলনকারীদের কাঁচা মিঠে আশ্বাস দিয়ে আপাতত ইস্তফা দিয়েছিলো, আন্দোলনটাকে বাঁচিয়ে রাখতে, আবার একেবারে ঝেড়ে ফেলেও দিলেন না মাদার অফ হিউম্যানিটি।

ফুটবলের ভরপেট মৌসুমে দেশের অধিকাংশ মানুষ স্বভাবত বুঁদ হয়ে থাকবে ফুটবল নামক আফিমে। সেদিন আবার ব্রাজিলের খেলা ছিল - কানার কানারা দেখেও দেখবেনা, সবার জানা। পাড় মাতালের সামনে ধর্ষণ বা খুন হলেও তার যেমন বিকার থাকেনা, আমাদের অধিকাংশের অবস্থা এমনটিই ছিল। কোটা সংস্কার পক্ষবাদী নিরীহ, অসহায় ছাত্রগুলোর বিরুদ্ধে অমানবিক অত্যাচার শুরু করে দিল, বীরদর্পে লালসায় পোষা দেশের অন্যতম ছাত্রসংঘটন, সনস অফ হিউম্যানিটি।

ছাত্রগুলোর দোষ কোথায় ছিল? প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কথাটুকুই মনে করিয়ে দিয়েছিলো।

আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চই ফুটবল নিয়ে ব্যস্ত ছিলেন। এমন অবস্থানে বসে আছেন, যেন কিচ্ছুটি হয়নি!

আমরা নেইমারের পায়ে বুটের চাপ নিয়ে উদ্বিগ্ন সময় গুজারিশ করছি! আমার দেশের সোনার ছেলেরা অসহায় শিক্ষার্থীদের গোড়ালি হাঁটুর উপর হাতুড়ি দিয়ে পেরেক ঠুকছে, সেদিকে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই!

আমাদের মত নিশ্চিন্ত জাতি আর ক’টা আছে ? যারা নিজেদের প্রয়োজনটুকু বুঝতে শিখছিনা। জাফর ইকবাল স্যারের জন্য বলছি, থাক স্যার অহেতুক নিজের ইচ্ছের বিরুদ্ধে যেয়ে একমাস পর কোন কলাম লিখে জাতিকে অনুপ্রাণিত বা মৃদ্যু ধমক দেবার দরকার নেই। কি দরকার এত চাপ নেবার ? যেখানে স্বয়ং প্রধামন্ত্রী থেকে সাধারণ জনগণ বিকারহীন!

তার চে’ বরং ছাত্রলীগের জন্মদিনের শুভেচ্ছা সম্বলিত গর্বের ইতিহাস প্রচার করি। প্রধানমন্ত্রীর নাতি নাতনিদের ঘরোয়া ছবি প্রচার করে, ক্যাপশন দেই- দেখেছো এই আমাদের প্রধানমন্ত্রী বাচ্চাদের সাথে খেলে, বিরিয়ানি রাঁধে। পৃথিবীর আর কোন প্রধানমন্ত্রীর এমন দৃষ্টান্ত আছে ?

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।
বিশেষ করে শেষের টুক অসাধারন।

২| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনার পোষ্টে ক্ষোভ আছে, কিন্তু পড়ার মতো, ভাবার মতো কিছু নেই।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৩

রাকু হাসান বলেছেন: সুন্দর....।জাতি হিসাবে হুজুগে যে আমরা বারবার প্রমাণ রেখে যাচ্ছি .......।হার্ড লাইনে গিয়ে ঠিক এই সুযোগ টা কাজে লাগাচ্ছেন দলটি ।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৬

মোগল সম্রাট বলেছেন: প্রধানমন্ত্রীর অন্তর শুধু রোহিঙ্গাদের জন্য কাঁদবে! সুতরাং দেশের মানুষ সব একসাথে মরলেও তার কিছু যায় আসেনা।

৫| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৯

ব্লু হোয়েল বলেছেন: আন্দোলনকারীদের কাঁচা মিঠা আশ্বাস দিয়ে টক-ঝাল এর মাধ্যমে তেল ফ্যাট তুলে নিচ্ছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.