নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

আবারো ১৫ দিনে শেয়ারবাজার থেকে ২৭ হাজার কোটি টাকা গায়েব!

২৩ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

আমরা হুজুগে বাঙালী প্রথমে কল্লাকাটা, তারপরে মিন্নি, ঠিক তারপর প্রিয়া সাহা সর্বপরি যখন মাথা নুয়াইয়া গণপিটুনিতে মত্ত তখন আমাদের পাছার পকেট (শেয়ারবাজার) থেকে গত ১৫ দিনে ২৭,০০০ কোটি টাকা গায়েব!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:



ষ্টক-মার্কেট পড়ে গেলে, টাকা গায়েব হচ্ছে কিনা, সেটা বুঝতে অনেক কিছু জানার দরকার আছে! আসলে কি হচ্ছে, সেটা আপনি বুঝেন না; ফলে, আপনার ১ বাক্যের পোষ্ট প্রমাণ করেছে যে, আপনি হয়তো আদার বেপারী। মার্কেট কি ক্রাশ করেছে, নাকি কারেকশান হচ্ছে? আপনি এই প্রশ্ন বুঝতে পারবেন তো?

২| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


আপনার পোষ্টগুলো অসুন্দর হচ্ছে; চিটাগং'এর লোকদের নাম ডুবাচ্ছেন?

৩| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: চাঁদগাজীর কথা বুঝতে চেষ্টা করুন।

৪| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৯

মা.হাসান বলেছেন: চমৎকার পোস্ট। আপনি দৈনিক প্রথম আলোয় প্রত্যেকদিন কলাম লেখেন, তাইনা?

৫| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪২

ডার্ক ম্যান বলেছেন: শেয়ার বাজার দিনমজুরদের জন্য নয়

৬| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৯:০৬

কলাবাগান১ বলেছেন: "শেয়ার বাজার দিনমজুরদের জন্য নয়"
এই ২৭ হাজার কোটি টাকা তো টাকা তো আকাশ থেকে আসে নাই....বাস্তবে তো ছিল..।তখন কিন্তু কোন কমপ্লেইন ছিল না...

ফটকার বাজার ...। যেমন বাড়ে তেমন কমেও...। বিট কয়েন এর দাম দেখলেই বুঝা যায়.।
জুলাই ০৫ ২০১৩ বিটকয়েন এর দাম ছিল $65.53 USD আর ডিসেম্বর ১৭ ২০১৭ এর দাম হয় $20,089.00 USD ..আপনার মত অনেকেই মনে করেছিল এর দাম এভাবেই বাড়বে থাকবে...।কিন্তু এখন দাম প্রায় অর্ধেক

৭| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৯:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজীব নুর বলেছেন: চাঁদগাজীর কথা বুঝতে চেষ্টা করুন

৮| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


@কলাবাগান,

আপনি বলেছেন, "ফটকার বাজার ...। যেমন বাড়ে তেমন কমেও...। বিট কয়েন এর দাম দেখলেই বুঝা যায়.। "

-ষ্টক মার্কেট "ফটকার বাজার" নয়; ওখানকার গড় বিনিয়োগকারী আপনার থেকে অনেক বেশী বুদ্ধিমান হওয়ার কথা।

৯| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১০:৫৮

মোগল সম্রাট বলেছেন: শেয়ার বাজারেও কি কল্লা লাগবে? দরবেশ ও জিন জাতি উদ্ধার কার্য শুরু করলে।আবার খারায়া যাবে। হে হে গরুর দালালে মতিঝিল কি এখন গিজগিজ করে বদ্দা?

১০| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১:২৯

নতুন বলেছেন: যেই টাকা হারালে আপনি পথে খুব বেশি কস্ট পাবেন না তেমন টাকা সেয়ার বাজারে, ফরেক্স মাকেটে বিনিয়োগ করতে হয়।

এটা এক রকমের ফটকার বাজারই বটে। আর যারা না বুঝে বিনিয়োগ করে তারাই ধরা খায়।

১১| ২৪ শে জুলাই, ২০১৯ ভোর ৫:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
শেয়ার বাজারের সব টাকা আপনার পকেটের?
প্রথমআলোও লিখেছে ২৭,০০০ কোটি টাকা লোপাট!

লোপাট টা কি জিনিস?
শেয়ারের দাম উঠবে নামবে, এটা হয়।
এখন শেয়ারের দাম পড়ে গেছে। তবে এই মুহূর্তে কয়েক লাখ বিনিয়োগকারি যদি তাদের সব শেয়ার কমদামে বেচে ফেলে তাহলে বলা যাবে বিক্রেতারা সম্মিলিত ভাবে লোকসান দিল ২৭,০০০ কোটি টাকা।
কোন বোকাও ধসের সময়ে শেয়ার বেচে না। অপেক্ষা করে।
অথচ কুপির আলো লিখেছে ২৭,০০০ কোটি টাকা লোপা!

১২| ২৪ শে জুলাই, ২০১৯ ভোর ৫:৪৪

বিষন্ন পথিক বলেছেন: ডার্ক ম্যান এর সাথে সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.