নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

গরীবের হক, গরীবকে বুঝিয়ে দিবেন...

১২ ই আগস্ট, ২০১৯ ভোর ৫:৩৪

কোরবান'টা হয়ত গরীবের জন্য খুবই খুশির দিন। কারন তারা অনেকদিন পর মন ভরে মাংস খেতে পারবে। সারা বছর এই দিনের জন্য অপেক্ষায় থাকে। কখন কোরবান আসবে, এমন দিনটি যদি সারা বছর থাকত এমনি আকুতি গরীবদের! (এইটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা, কারণ ৭/৮ শত টাকা দামের ১ কেজি গোস্ত কিনে খাওয়া সম্ভব না গরীবের!)

তবে মহান আল্লাহতালা বলেছেন, কোরবানের মাংস তিন ভাগের এক ভাগ গরীবদের জন্য। কোরবানের মাংস তিন ভাগের এক ভাগ গরীবদের দেওয়া। তা না হলে কোরবানি শুদ্ধ হবে না! তাই মাংস বন্টনের ব্যাপারে কোরবান দেওয়া ব্যক্তি সচেতন থাকবেন।

গরীবের হক, গরীবকে বুঝিয়ে দিবেন...

মহান আল্লাহ আমাদের সবার কোরবানীকে কবুল করুক...

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


মহান আল্লাহ মানুষকে গরীব বানায়েছেন, মহান আল্লাহ ওদের জন্য মাংসের ব্যবস্হাও করবেন।

২| ১২ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই গরীবের হোক আদায় করবো।

৩| ১৩ ই আগস্ট, ২০১৯ রাত ১২:০২

সাফকাত আজিজ বলেছেন: আমরা কি সত্যি হক আদায় করছি ? আর যারা করছি তারাও কি ঠিক ভাবে করছি, প্রসঙ্গত: নগরীর বিভিন্ন স্থানে আজ (সেকেন্ড হ্যান্ড) গোস্তের কেজি ২০০-২২০ টাকা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.