নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

পাইক্কাদের পেঁয়াজ খাব নাহ!

২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০৬

আজ বিকালে করাচি থেকে পাইক্কাদের ৮২ টন পেঁয়াজ দেশে ঢুকেছে!

আচ্ছা, তরকারির সাথে পাইক্কাদের পেঁয়াজ ভিতরে গিয়ে আমাদের চেতনার ক্ষতি হবে না তো??

কয়েকদিন আগে খাটেরতলার ভীর মুক্তিগোদ্ধা জাফর ষাঁড় বলেছেন "পাকিস্তানের নাম শুনলে ট্রুথব্রাশ করেন"!

এখন ষাড়ের কাছে প্রশ্ন "তরকারির মাধ্যমে পাকিদের পেঁয়াজ পেটে গেলে চেতনা কি দিয়ে পরিষ্কার করবেন ?

বড় আব্বুর একজন একাত্তরের ছোটখাটো মুক্তিযোদ্ধা, তিনি পাইক্কাদের হাতেই মৃত্যুবরণ করেন। তারপরও ভয়ে আছি পাকি পেঁয়াজ কিনে আবার কবে পরিবারে রাজাকারের ট্যাগ কপালে জুটে!

আফসোস আমার পরিবারের কেউ পেঁয়াজ ছাড়া ২২ প্রকার রান্না করতে পারেনা! দোয়া করবেন সবাই "গণভবনের মত যেন আমার পরিবারেও যাতে এই বছরটা পেঁয়াজ ছাড়া তরকারি খেতে পারি। পরিবারের জন্য সবার দোয়াপ্রার্থী...

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাইক্কা পেঁয়াজ হারপিক দিয়ে
ধুয়ে নিবেন তা হলে পাইক্কা চেতনার
জিবানু আপনাকে ্এটাক করতে পারবেনা।

২| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
পেঁয়াজ বাংলাদেশ সরকার আনছে না।
পেঁয়াজ আনছে বেসরকারি ব্যবসায়ীরা, রাশিয়ান বিমানে। এরা যেখানে দাম কম পাবে সেখান থেকে আনবে, প্রয়জনে জাহান্নাম থেকে আনবে।
সমস্যা টা কি? লাফালাফি করার কি আছে?

৩| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১:১৩

জগতারন বলেছেন:
অভিশপ্ত ও নিকৃষ্ট নরপশুদের দেশ পাকিস্থান।
সেই দেশে যে সকল মানুষ বাস করে তাহাদের পাইক্কা বলে।

পাইক্কা অর্থ; পাপী নরপশু।

৪| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ২:০৭

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশের মানুষ এমনই অপদার্থ আর পিয়াজখেকো জাতিতে পরিণত হয়েছে যে ষেষ পর্যন্ত পাকিস্তান থেকেও এই জিনিস আমদানী করে খেতে হবে!!!
পাকি পোষাকের জন্য অনেক মেয়ে পাগল !!!!
এমনই নষ্ট আর নিকৃষ্ট এই জাতি।

৫| ২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৮

নুরহোসেন নুর বলেছেন: পাকিরা তো আর ফ্রীতে পেঁয়াজ দেয়নি দিয়েছে অর্থের বিনিময়ে,
জাফর স্যারেরা না খাক, দেশের অধিকাংশ মানুষ খোঁজ খবর নিবেনা পেঁয়াজ পাকিস্তান থেকে এসেছে নাকি ভারত থেকে।
তারা পেঁয়াজ খাবে।
কিছু লোক ছাড়া পাকিস্তানি পেঁয়াজ খাওয়ার কারনে তাদের চেতনা নষ্ট হবেনা।

৬| ২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১৬

আখ্যাত বলেছেন:
পাকিস্তানকে আমরা কতদিন ঘৃণা করবো

৭| ২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪২

হাবিব ইমরান বলেছেন:

চেতনা নষ্ট হবার আর বাকি রাখলেন কই? পেয়াজের মধ্যেও আমরা ইদানীং চেতনা খুঁজি। সব জায়গায় চেতনা খুঁজতে গেলে মুক্তিযদ্ধের সঠিক মান রক্ষা হয় না। চেতনা এতোই সস্তা আর নিম্নমানের হয়ে গেছে যে আমরা এখন সাধারণ জিনিষেও চেতনা খুঁজে বেড়াই।

বাঙালির মধ্যে বর্তমান সময়ে তিনটা গ্রুপ আছে শক্তিশালী।
১. পাকিস্তান বিরোধী।
২. ভারত বিরোধী।
৩. পাকিস্তান-ভারত বিরোধী।

১ নাম্বার গ্রুপ - এদের আড়ালের খবর জানি না। এরা মানুষের সামনে চেতনা বিক্রি করে। লোকদেখানো চেতনা। দেশে কত প্রকার পাকিস্তানি পণ্য আমদানি হয় তারা তা জানেই না।
২ নাম্বার গ্রুপ - এরা হিন্দীগান শুনতে শুনতে ভারতকে গালি দেয়। হাজার প্রকার নাজায়েজ গালিও এরা দিয়ে দেয়।
৩ নাম্বার গ্রুপ - এরা উভয়টার ভারসাম্য রক্ষা করে প্রতিশোধ নেয়। উভয় দেশকেই এরা গালি দেয়। পাকিস্তানি মুরগি খায় ভারতের পেয়াজ দিয়ে। এর থেকে বড় প্রতিশোধ আর হয় না। শত্রুদেশের পণ্যকে আগুনে জ্বালিয়ে তছনছ করে দেয়। :D

৮| ২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: গতকাল এক পোয়া পেঁয়াজ কিনেছি ২০ টাকা দিয়ে।

৯| ২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: প্রয়োজন আবিষ্কারের জননী ।

পরিবর্তনশীল পৃথিবীতে এখন কোনও দেশই ,কোন দেশের স্থায়ী বন্ধু বা শত্রু নন ।তা সে ভারত, পাকিস্তান,চায়না,রাশিয়া কিংবা আমেরিকা যেই হোকনা কেন ।

এটি বেহুদা । সর্বদা দেশপ্রেমের প্রশ্ন উত্থাপন করা যে কোন বিষয়ে , যে কোন কিছুর সাথে ।

১০| ২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

ঢাবিয়ান বলেছেন: আজকের যুগে এই বিশ্বে বন্ধু রাস্ট্র, শত্রু রাস্ট্র বলে কিছু নাই। দেশীয় পন্য পর্যাপ্ত না হলে আমদানীকারকরা যে দেশ থেকেই পন্য আনুক না কেন , তা কেবলই দ্বিপাক্ষিক ব্যবসা। লুটপাঠের অংশীদারেরা এইগুলা নিয়ে রাজনীতি করে নিজ নিজ হীন স্বার্থে।

১১| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৩

শোভ বলেছেন: ফাকিস্তান( পাকিস্তান) থেকে পেয়াজ সরকার আমদানি করেনি আর পাইক্কারা পেয়াজ মাগনা দেয়নি । বেসরকারি ভাবে আমদানি করেছে । হ্যা আমি পাইক্কাদের ঘৃনা করি তাদের তৈরি এবং তাদের উৎপাদিত কোন পন্য আমি ব্যাবহার করি না । আমি দেশি পেয়াজ খাই এখন থেকে তারকিস পেয়াজ খাব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.