নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

মহান ১০ই মাঘ, গাউসুল আজম মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশ মোবারক

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৮

চলরে মন ত্বরা যাই, বিলম্বের আর সময় নাই,
গাউসুল আজম মাইজভাণ্ডারী স্কুল খুইলাছে।

স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে,
গাউসুল আজম মাইজভাণ্ডারী স্কুল খুইলাছে।

সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই জোয়ান-বুড়া
সিনায় সিনায় লেখাপড়া শিক্ষা দিতেছে।
গাউসুল আজম মাইজভাণ্ডারী স্কুল খুইলাছে।

মাস্টার মাহিনা ছাড়া এলমে লাদুনী পড়া
কাগজ কলম দোয়াত কালির কি দরকার আছে।
গাউসুল আজম মাইজভাণ্ডারী স্কুল খুইলাছে।

স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভাণ্ডারী স্কুল খুইলাছে।

বালক-বৃদ্ধ নর-নারী, করে সবে হুড়াহুড়ি
নাম করে রেজিস্টারি ভর্তি হইতাছে।
গাউসুল আজম মাইজভাণ্ডারী স্কুল খুইলাছে।

কালুবালা বলে এলে, এখন কেন পাশরীলে,
জবানবন্দি দিতে গেলে ঠেকটবি ফেঁরে।
গাউসুল আজম মাইজভাণ্ডারী স্কুল খুইলাছে।

চলরে মন ত্বরা যাই, বিলম্বের আর সময় নাই
গাউসুল আজম মাইজভাণ্ডারী স্কুল খুইলাছে।

স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভাণ্ডারী স্কুল খুইলাছে।

— মহান ১০ই মাঘ, গাউসুল আজম মাইজভাণ্ডারী হযরত সৈয়দ আহমদ উল্লাহ (কঃ) এর পবিত্র বার্ষিক ওরশ মোবারক সফল হোক।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০৬

রাজীব নুর বলেছেন: সেই স্কুলে যারা ভরতি হবে, তাদের জীবন অন্ধকার, বলে রাখি পরিস্কার।

২| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১:১৪

আনু মোল্লাহ বলেছেন: মহান আল্লাহ রাহমানুর রাহীম আমাদেরকে হযরত আহমদ উল্লাহ মাইজভান্ডারী (রাঃ) এর ফয়েয ও বরকত নসীব করুন।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৫৪

রানার ব্লগ বলেছেন: ভান্ডারি মান্ডারি বাদ দিয়া সোজা লাইনে আসেন।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:৫৬

ঢাকার লোক বলেছেন: এ ইস্কুলের ছাত্র যারা
ভুল পথে ছুটছে তারা
গন্তব্য নাইত জানা
হয়ত অন্ধ নয়ত কানা!
কোরান সুন্নার পথে আস,
সোজা পথ ভালবাস।

৫| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:২৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মোল্লা মৌলভীরা যাক,ভালো লোকের যাবার দরকার নাই।

৬| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৬

নতুন বলেছেন: হায়রে আপনিও এই সব পীরের মুরিদ B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.