নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
আপনারা এসে টিকা নেবেন, এটা আপনার কর্তব্য। ভয়ের কোন কারণ নেই। - ডাঃ জাফরউল্লাহ স্যার
হ্যাঁ আমরা জানি ডাঃ জাফরউল্লাহ স্যার একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি স্পষ্টবাদী ও সত্য বাদী। স্বাস্থ্যখাতে ওনার অবদান অতুলননীয়। গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতাও তিনি।
গতকাল দেখলাম, ডাঃ জাফরুল্লাহ স্যার করোনা'র টিকা নিয়েছেন, নিতেই পারেন। টিকা নেওয়া কিংবা না নেওয়া, একান্তই ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। (আমাদের দেশে তো টিকা নেওয়া এখনো বাধ্যগত করা হইনি!)
ওনার নামের আগে যেহেতু ডাঃ শব্দটা লাগানো আছে, তাই টিকা সম্পর্কে তিনি জ্ঞান রাখেন না, এটা মানতে আমি নারাজ!
গতকাল যে টিকা তিনি নিজের শরীরে নিলেন, আমি নিশ্চিত করে বলতে পারি এই টিকা সম্পর্কে তিনি প্রথম থেকেই খুব ভালো করে জানতেন হয়তো!
কিন্তু কথা হলো, টিকা সম্পর্কে জ্ঞান রেখেও তিনি উল্টাপাল্টা কথা বলে সাধারণ মানুষ (যাদের টিকা সম্পর্কে জ্ঞান কম) তাদেরকে বিভ্রান্ত করলেন কেন ?
এই মহামারির সময়েও টিকা'র মতো একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ওনার এই উদ্দেশ্যপ্রণোদিত নোংরামি'র কারন কি ?
করোনা সনাক্তকরণের কীট নিয়েও তিনি ঠিক একই ভাবে বিভ্রান্তির সৃষ্টি করেছিলেন। এটার কারণ কি ?
(কোন রাজনৈতিক ইস্যু না, সাধারণ মনে জানতে চাওয়া মাত্র!)
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৮
এমেরিকা বলেছেন: আমার এখনও সন্দেহ আছে এই টিকা গুলিস্তানে কোন ছাপড়া ঘরে রাতের অন্ধকারে তৈরি কিনা!
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
চাঁদগাজী বলেছেন:
জাতির প্রতি অবদানের চেয়ে, জাতির থেকে বেশী নিয়েছেন উনি; টিকা নিয়ে যা বলেছেন উনি, উনাকে জ্ঞানী মানুষ বলে মনে হয় না।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫০
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: প্রথম ভ্যাকসিনটা যদি আমাদের দেশের প্রথম সারির লোকেরা নিতেন তাহলে এমন কথা হয়তো উনি বলতেন না...
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: জাফর সাহেব এর বিশ্রাম দরকার।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২২
রানার ব্লগ বলেছেন: টিকাটা মুরগির ভ্যাক্সিন কি না এটা নিয়ে উনি সন্দেহ প্রবন ছিলেন