নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম মাদানী ওরফে শিশু বক্তাকে আটক করেছে।
অনেকদিন ধরে বিভিন্ন বিষয়ে উস্কানিমূলক কথা বলে লাইমলাইটে আসার অপচেষ্টা করছে এই পিচ্চি।
এইটুকু একটা বাচ্চা, যে এখনো একা জামা কাপড়ও পরা শেখেনি হয়তো, তাতেই কিছু সংখ্যক ধর্ম ব্যবসায়ীদের আস্কারা পেয়ে অনেক বড় বেয়াদব হয়ে উঠেছে!
এই বেয়াদব বাল পাকনাকে হালকা-পাতলা শিক্ষা দিয়ে শিশু সংশোধনালয়ে পাঠিয়ে সুশিক্ষা দেওয়া হোক।
এবং সেই সাথে বেয়াদবের প্রশ্রয়দাতাদের আইনের আওতায় এনে উপযুক্ত শিক্ষা দেওয়া হোক।
২| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪৩
শাহ আজিজ বলেছেন: আহা এই ন্যাটাকে আমার খুব পছন্দ তার পাকনা কথাবার্তার জন্য । ওকে অন্য শিশুদের ভিতরে রাখলে সেই শিশুরাও ওর মত পাকনা হয়ে যাবে । দেখেন ওসিরে ওয়াজ শুনাইয়া ভাগছে কিনা । চাল্লু মাল ।
৩| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪৪
অক্পটে বলেছেন: ওকে শিশু সংশোধনালয়ে পাঠালে ওখানকার সব শিশুরই বা..... পেকে যাবে।
৪| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৭
অক্পটে বলেছেন: ওতো শিশু নয়। ৪/৫ বছর আগে শুনেছিলাম তার ২২ বছর বয়স। তার গঠনই এমন। তাছাড়া আমরাওতো হুজুগে বাঙ্গালী। তাই তাকে শিশু ভাবতে ও বলতে পছন্দ করি। তাকে আটকানোর মূল কারণ হল তার মোদি বিরোধী বক্তব্য। আর কিছুই নয়।
৫| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: শিশুবক্তা দুষ্টলোক। একে টাইট দিতে হবে।
৬| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩১
মোতাব্বির কাগু বলেছেন: অল্প বয়সে পাকিলে বাল, তার দুঃখ চিরকাল
৭| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩৪
মীন বলেছেন: বেয়াদব মানলাম,কিন্তু তার আটক মানতে পারলাম না ভাই।
৮| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২৮
স্থিতধী বলেছেন: একে দেখে শিশু তো মোটেও মনে হচ্ছেনা, কেবল বামন লাগছে আরকি।
৯| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৬
মেরুভাল্লুক বলেছেন: বড় হুগুরদের পুটু মারা খেয়ে বাল পেকে গেছে এই লোকের
১০| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:০৩
রাজীব নুর বলেছেন: পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।
১১| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১:০৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শিশু নির্যাতন গ্রহনযোগ্য নয় !
সে ভুল করলে ও আমরা ভুল করতে পারিনা ।
.......................................................................
অভিবাবক এর হাতে নিয়ম মতে হস্তান্তর ও সতর্কবাণী
দিয়ে সংশোধনের সুযোগ দিতে হবে ।
১২| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৩:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওনার বয়স ২৪ বছর
বিয়ের কথাবার্তা চলছে !!
১৩| ২৬ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫২
মোঃ মেহেদী হাসান সজীব বলেছেন: ঐ শালা শিশু না... ঐডা শালা বাটুল। বালপাকনার বয়স আপনার চাইতেও বেশী।
১৪| ২৬ শে মার্চ, ২০২১ দুপুর ১:৪৭
কলম চোর বলেছেন: আসলে সে বাল পাকনা নয়। তার বয়স আনুমানিক ২৭/২৮
তার শারীরিক গ্রোথ কম বিধায় তাকে বাল পাকনার আঁটি মনে হয়।
১৫| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ১:২৪
দাদুচাচা বলেছেন: বনসাই হুজুর
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৩২
ইসিয়াক বলেছেন: আমি এর বক্তব্য শুনলাম সেদিন আমার এক ছাত্রের মায়ের মোবাইলে। উনি আবার এই বাচ্চা বক্তার খুব ভক্ত। চটকদার কথাবার্তা য় ওস্তাদ এই ছেলে । আবার উস্কানিমূলক কথাও বলে।