নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য “করোনা বৃদ্ধির সংক্রমণ” স্থগিত!

০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৩



গাড়িতে সামাজিক দূরত্বের নামে ৬০% ভাড়া বৃদ্ধি করা হলো, তারপর সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে ৬০% ভাড়া বেশি দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্রে গিয়ে ডলাডলি, ঠেলাঠেলি, সাপ্টাসাপ্টি করে পরীক্ষা কেন্দ্রে গেলো।

তার কেন্দ্রে সবাই ডলাডলি, ঠেলাঠেলি করে আবার ৬০% ভাড়া বেশি দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি ফিরলো!

বাংলাদেশে করোনা ভাইরাস শুধু গাড়িতে বসার সময় ছড়ায়, আর অন্যকোন সময়ে তা ছড়ায় না!



তারপর তা দেখে মানে, মেডিকেল ভর্তি পরীক্ষা উপলক্ষে “করোনা বৃদ্ধির সংক্রমণ” স্থগিত করার পর আজকের বায়তুল মোকাররম মসজিদে জুম্মার নামাজের পরে “করোনা ভাইরাস” পতনের আন্দোলনের অবস্থান!

এমন দেশের এমন রুলস দেখে ইতালি প্রবাসী ছেলেটার মতো বলতে ইচ্ছে করে–
“আই ফাক ইউর সিস্টেম, আই ফাক বাংলাদেশি সিস্টেম!”

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনি ভুল ব্যাখ্যা দিয়ে জাতিকে সন্দেহে ফেল দিতে চাচ্ছেন। দেখুন, এখানে আমাদের সন্তানেরা করোনা দূর করার জন্যই মেডিকেল ভর্তিযুদ্ধে যুক্ত হয়েছে। সফল যুদ্ধে সাহস যোগাতে তাদের সাথে তাদের পরিবার আসছেন যেমন পূর্বেকার যুগে যুদ্ধের পেছনে থাকতো যুদ্ধ স্পৃহা বৃদ্ধিতে সহায়ক দল।

আর বায়তুল মুকাররমে এরা করোনাকে বিদায় করতেই এমন দু'আ ও আন্দোলনায়োজন করেছে।

দেখুন, এসব বলতে আমারও খারাপ লাগে। কী একটা দেশ! রাম লীলার শেষ নাই!

২| ০২ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: মানুষ আর কবে সচেতন হবে?

৩| ০২ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

জিল্লুর রহমান রিফাত বলেছেন: "সারারাত এক বিছানায় ঘুমিয়ে সকালে বাসে ৬০ শতাংশ ভাড়া বেশি দিয়ে
স্বামী-স্ত্রী আলাদা সিটে বসে অফিসে যাওয়াকেই
সামাজিক দূরত্ব বলে!
বাংলাদেশ

৪| ০২ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

জিল্লুর রহমান রিফাত বলেছেন:

ফেইসবুক পাড়ার এ মন্তব্য টা ভাল্লাগছে।

৫| ০২ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনার পোস্টের শেষের লাইন দুটি সঠিক নয়।
আমি বাংলাদেশকে ভালোবাসি।

I love Bangladesh
Bangladesh is my LOVE.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.