![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।
অনেকে আবেগে কইয়ালাইতেছে এর চেয়ে দেশে সামরিক শাসন আসুক তাও ভালো। সামরিক শাসন আসলে কি হবে তার একটা ছোট্ট উদাহরণ দেয়ার চেষ্টা করা যাকঃ
অপারেটরঃ আমাদের পিজ্জা-শপে কল করার জন্য ধন্যবাদ। বলুন আপনার জন্য ....
আপনিঃ পিজ্জা অর্ডার করবো।
অপারেটরঃ ওকে, আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা একটু বলবেন প্লিজ?
আপনিঃ হুম দাঁড়ান ...... ওকে, আমার আইডি নাম্বার 124621121422145631.
অপারেটরঃ ধন্যবাদ শাহিন সাহেব, আমি দেখছি আপনি আপনি ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়ার ৫ নাম্বার রোডের ১৪ নাম্বার বাড়িতে আছেন,right?
আপনিঃ হ্যাঁ, কিন্তু আপনি কীভাবে জানলেন?
অপারেটরঃ আমাদের কাছে সব তথ্যই আছে।
আপনিঃ হুম বুঝছি। যাই হোক, আমার ২টা ফুল স্পেসাল বিফ পিজ্জা লাগবে।
অপারেটরঃ আমার মনে হয় এটা চুজ আপনার জন্য ঠিক হবেনা স্যার।
আপনিঃ কেন কেন?
অপারেটরঃ স্যার, এখানে আপনার মেডিক্যাল রিপোর্টে দেখাচ্ছে যে আপনার হাই ব্লাড প্রেসার এবং খুব হাই কলেসটেরল রয়েছে। আপনার হেলথ ইনস্যুরেন্স কোম্পানি অবশ্যই আপনার এই চয়েস এর বিরুদ্ধে অবস্থান নিবে, এমনকি আপনার নামে মামলাও করতে পারে।
আপনিঃ shit !!!! তাহলে আপনাদের ভালো আর কোন মেন্যু আছে?
অপারেটরঃ আমাদের কাছে স্পেসাল লো ফ্যাট পিজ্জা আছে যেটা আমার মনে হয় আপনার জন্য খুব ভালো হবে।
আপনিঃ আচ্ছা ওটাই তাহলে ৪টা ফুল ফ্যমিলি সাইজ এর পাঠিয়ে দেন।কত টাকা?
অপারেটরঃ স্যার অতিরিক্ত খাদ্য নষ্ট করা আইন বিরোধী। আপনি, আপনার স্ত্রী আর আপনার ২ সন্তানের জন্য মোট ২টিই যথেষ্ট। আর ২টার দাম পরবে ২৬২ টাকা, ভ্যাট সহ।
আপনিঃ আচ্ছা আমার ক্রেডিট কার্ড নাম্বারটা দিচ্ছি, কেটে রাখেন।
অপারেটরঃ সরি স্যার আপনাকে ক্যাশে পে করতে হবে। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আপনি already আপনার ক্রেডিট কার্ড এর খরচের লিমিট অতিক্রম করে ফেলেছেন।
আপনিঃ এইডাও যাইনা গেছেন? আচ্ছা আপনি পিজ্জা পাঠান, আমি ক্যাশেই দিয়ে দিবো। কতক্ষণ লাগবে? তারাতারি পাঠান, আমি অফিস যাবো।
অপারেটরঃ স্যার আমাদের এখান থেকে পাঠাতে মিনিমাম ৪৫ মিনিট লাগবে। আপনার খুব বেশী তারা থাকলে অফিস যাওয়ার পথে আপনার মোটর সাইকেলে করেই আপনি পিজ্জা এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি দেখতে পাচ্ছি আপনার অফিসের রুট আমাদের শপের উপর দিয়েই গিয়েছে।
আপনিঃ আমি মোটরসাইকেল চালাই জানলেন কীভাবে?
অপারেটরঃ আমি দেখতে পাচ্ছি আপনার একটা গাড়ি আর একটা মোটর সাইকেল আছে। কিন্তু কিস্তির টাকা সময় মতো শোধ করতে না পারায় আপনার গাড়িটি কয়েকদিন আগে সিজ করা হয়েছে। তাই এখন আপনার তো মোটরসাইকেল ছাড়া অফিসে যাওয়া ছাড়া উপায় নেই।
আপনিঃ ধুর শালা। কোন বালছাল দেশে আছি? নিজের প্রাইভেসি বইলা কি কিছু নাই? পাদ মারলেও সরকার টের পাইয়া যায়।
অপারেটরঃ স্যার, আপনার ভাষা সংযত করুন। পরশুদিন এমনিতেই একজন সামরিক ব্যক্তির সাথে রুক্ষ ভাষায় কথা বলার অপরাধে আদালতে আপনার শুনানি আছে। আপনি নিশ্চয়ই আরও কোন ঝামেলায় জড়াতে চান না?
আপনিঃ আ, আম, সরি .......
অপারেটরঃ আচ্ছা স্যার তাহলে আপনার পিজ্জা বাসাতেই পাঠিয়ে দিচ্ছি। আর কিছু লাগবে সাথে?
আপনিঃ হ্যাঁ, আপনাদের অ্যাড এ দেখলাম পিজ্জার সাথে একটা করে কোক ফ্রি আছে। কোক ২টা কিন্তু দিতে ভুলবেন না।
অপারেটরঃ সরি স্যার, আমাদের অ্যাড এর নিচে লেখা ছিল শর্ত প্রযোজ্য, সেটা মনেহয় আপনি খেয়াল করেননি। আপনার ডায়াবেটিকস আছে। ডায়াবেটিক্স রোগীরা এই অফারটি পাচ্ছেননা।
আপনিঃ কেউ আমারে এক্ষনি মাইরালা। যেইভাবে পারোস মাইরালা
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৪
তেপান্তর মন বলেছেন: আর্মি যেহেতু নামতেছে সুতরাং আগে দেখা যাক তারা কতদূর অবস্থা নিয়ন্ত্রনে আনতে পারে।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৭
বাক স্বাধীনতা বলেছেন: অ।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
তেপান্তর মন বলেছেন: নাম নিছেন বাঁক স্বাধীনতা।
মন্তব্য দেইখা তো মনে হইতেছেনা যে আপনের বাঁক স্বাধীনতা আছে
খালি একটা অক্ষর মুখ দিয়া আইর হইলো?
১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০
তেপান্তর মন বলেছেন: বাক স্বাধীনতা **
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৮
ভিটামিন সি বলেছেন: অ ভাই কইছে অ। তাইলে আমিও অ।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
তেপান্তর মন বলেছেন: আমিও তাইলে অ।
আর কি কমু?
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮
নিজাম বলেছেন: ভাল লেখা। ধন্যবাদ।
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
তেপান্তর মন বলেছেন: আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫১
হাসিব০৭ বলেছেন:
তবুও ভালো সবাই আইন মাইনা চলতে বাধ্য হইব। আর হ বাঙ্গালীদের জন্য চীরজীবনই সামরিক শাসন দরকার কেননা ঠ্যালায় পরলেই আমরা ভাল হইয়া চলি
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
তেপান্তর মন বলেছেন: কথা সত্য
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪
HHH বলেছেন: একদম উচিৎ শিক্ষা হইছে
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪
মদন বলেছেন: কেউ আমারে এক্ষনি মাইরালা। যেইভাবে পারোস মাইরালা
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
উদাস কিশোর বলেছেন: গ্রাম্য একটা প্রবাদ আছে !
ঠ্যালার নাম বাবাজি !
হাসিব০০৭ এর সাথে একমত
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
উদাস কিশোর বলেছেন: গ্রাম্য একটা প্রবাদ আছে !
ঠ্যালার নাম বাবাজি !
হাসিব০৭ এর সাথে একমত
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪২
পাঠক১৯৭১ বলেছেন: সামরিক শাসন আসার সম্ভাবনা কম, জরুরী অবস্হার দরকার।