নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলার পথে কত সীমাহীন প্রতিকুলতা ভালো খারাপ আনন্দ বেদনা আর সত্যি মিথ্যা এ সব কিছু মিলিয়ে সামনে এগিয়ে চলা।

হাসান জাবির

আর একটু কাল বেঁচেই থাকি .........বেঁচে থাকার আনন্দে ।

হাসান জাবির › বিস্তারিত পোস্টঃ

আসমানী

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

আসমানী

জসীম উদ্দীন

আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,

রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।

বাড়ি তো নয় পাখির বাসা-ভেন্না পাতার ছানি,

একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।

একটুখানি হওয়া দিলেই ঘর নড়বড় করে,

তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।



পেটটি ভরে পায় না খেতে , বুকের ক'খান হাড়,

সাক্ষী দেছে অনাহারে কদিন গেছে তার।

মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ- রাশি

থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি।

পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস,

সোনালী তার গার বরণের করছে উপহাস।

ভোমর- কালো চোখ দুটিতে নাই কৌতক - হাসি,

সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি।

বাঁশীর মত সুরটি গলায় ক্ষয় হল তাই কেঁদে।

হয়নি সুযোগ লয় যে সে-সুর গানের সুরে বেঁধে।



আসমানীদের বাড়ির ধারে পদ্ম -পুকুর ভরে

ব্যাঙের ছানা শ্যাওলা -পানা কিল-বিল-বিল করে।

ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিয়ে জলে ,

সেই জলেতে রান্না খাওয়া আসমানীদের চলে।

পেটটি তাহার দুলছে পিলেয় , নিতুই যে জ্বর তার,

বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর।

খোসমানী আর আসমানী যে রয় দুইটি দেশে,

কও তো যাদু ,কারে নেবে অধিক ভালবেসে ?



বি দ্র ঃ ছোট বেলার অবুজ মনের কান্না বিজড়িত স্বরে এ কবিতা মুখস্ত করা । এখনও যখন এ কবিতা গুলো পড়ি মনটা কেঁদে উঠে সেই ছোট বেলার মতও করে ।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.