![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর একটু কাল বেঁচেই থাকি .........বেঁচে থাকার আনন্দে ।
কুমিল্লা মহানগরীর ব্যস্ততম কান্দিরপার পূবালী, লিবার্টি, টাউন হল মুক্তমঞ্চ এ এখন ছাত্র ছাত্রী, সাধারন জনতা্, চাকরিজীবী,ব্যবসায়িদের কণ্ঠে শধুই এক আওয়াজ তোমার আমার ঠিকানা -পদ্মা মেঘনা যমুনা,ফাঁসি চাই ফাঁসি চাই যুদ্বাপরাধিদের ফাঁসি চাই।
অপর দিকে টাউন হল মাঠে গন সঙ্গীত ও গন স্বাক্ষরে মুখরিত ছিল মুক্তমঞ্চ ।বিকালে দিগন্ত টিভি সম্প্রচার বন্ধ করে দিয়েছে প্রতিবাদী মানুস।পূবালী চত্বরে রাজাকারদের আলপনা আকার পাশাপাশি মোমবাতি ও ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশের মানচিত্র নির্মাণ করে ছাত্র ছাত্রীরা।মশাল জ্বালিয়ে মিছিল করেন। রাজাকার বিরোধী নাটক গান কবিতা আবৃত্তি এবং গন সাক্ষর নেয়া হয়। এতে শিশু থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। যুদ্বাপরাধিদের বিচারের দাবিতে একযোগে সারাদেশের মানুষের সাথে কুমিল্লার মানুষ ও গন আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। গতকাল বিকাল ৪ টা থেকে ৪ টা ৩ মিনিট পর্যন্ত তিন মিনিটের জন্য যে যেখানে যে অবস্থানে ছিলেন সব কাজ ফেলে যুদ্বাপরাধিদের ফাঁসির দাবি জানিয়ে দাঁড়িয়ে যান কুমিল্লার লাখো মানুষ।৩ মিনিটের নিরবতায় স্তব্দ হয়ে যায় পোরো কুমিল্লা।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
হাসান জাবির বলেছেন: আমি অনেক মিস করি এ পূবালী চত্বর।প্রতিদিন খবর নেই, এ প্রজন্ম আবার ঘোষণা করছে পদ্মা মেঘনা যমুনা-তোমার আমার ঠিকানা, ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ,রাজাকার আল বদর যুদ্বাপরাধিদের ফাঁসি চাই ফাঁসি চাই।