![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর একটু কাল বেঁচেই থাকি .........বেঁচে থাকার আনন্দে ।
এই প্রজন্মের যে যুবক
হাসান জাবির
এই প্রজন্মের যে যুবক নীল খামে মোড়ানো কাগজে
লিখতে চেয়েছিল ভালোবাসার কবিতা।
এ ফাল্গুনের হলুদ সাজে,
ভালোবাসা দিবসের।
প্রজন্ম চত্বর শাহবাগের আন্দোলনের,
এ আগুনে তার কলম থেকে বেরুচ্ছে
কেবল বারুদের গোলা।
এ ভালোবাসা দিবসে,
একটি প্রেমের গান বাধবে বলে।
কতদিন থেকে একটি প্রিয় মুখের
কথা ভেবে জমিয়ে রাখা শব্দের মালা।
প্রজম্ম চত্বর শাহবাগ এ এসে,
শব্দ গুলো সব এলোমেলো হয়ে যায়!!
এখন প্রিয় মুখের অবয়বে দেখে
একটি মানচিত্র।
ভালোবাসার শব্দ গুলো তার
কমনীয়তা হারিয়ে হয়ে উঠেছে!!
অবাক বিস্ময়ে আবিস্কার করে নিজের অস্তিতে!!!
একজন মুক্তিযোদ্বা ---
যে দেশ কে ভালোবাসে
যে মা কে ভালোবাসে
যে মানচিত্র কে ভালোবাসে
যে লাল সবুজের পতাকা কে ভালোবাসে,
সেই ই তো সবচেয়ে বড় প্রেম।।
সবাই কে ফাল্গুনের হলুদ বা বাসন্তী সাজে ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯
হাসান জাবির বলেছেন: স্বাগতম আমিনুর ভাই,নতুন ব্লগার আমার ব্লগে আসার জন্য ফাল্গুনের ও ভালোবাসা দিবসের অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬
আমিনুর রহমান বলেছেন: ভালো লাগলো।