![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর একটু কাল বেঁচেই থাকি .........বেঁচে থাকার আনন্দে ।
শুরুতে খটকা চলছে তো চলছে যেখানে যাই নিউজ পেপার ,ব্লগ, ফেইসবুক সব জায়গায় একই টপিক কে আস্তিক আর কে নাস্তিক ? কোথাও এর সুদুত্তর পাই না। যে যেভাবে পারছে আমাদের মত আম জনতাকে হাইকোর্ট দেখাচ্ছে।মনে হয় সবাই একেকজন ইসলামের গোডাউন নিয়ে বসে আছে। ইসলাম ধর্মে আছে যার যার ধর্ম তার তার কাছে।কে মানল কে মানল না জোর করে আস্তিক /নাস্তিক বানানো যায় না।ইসলাম শান্তির ধর্ম।কাউকে আস্তিক বানাতে চাইলে ইসলামের আদর্শ অনুসরণ করেন। মানুষ মেরে তো আর আস্তিক বানানো যায় না।মানুষ সৃষ্টির সেরা জীব।আপনারা ইসলাম ধর্মকে স্বার্থের জন্য ব্যবহার করে মানুষ মেরে ফেলবেন।রগ কেটে দিবেন ? স্বার্থের জন্য মসজিদ ব্যবহার করবেন?এক মুসলিম হয়ে আরেক মুসলিম ভাইদের জুম্মার নামাজে নামাজ পড়া অবস্থায় বোমা মেড়ে মেরে ফেলবেন। ধর্মের নামে যা খুশী তাই করবেন আর বলবেন ? আপনাদের মাঝে কোন পাপ / অপরাধবোধ ৭১ এ আপনাদের রাজাকার আলবদর আল সামস নর ঘাতক বাহিনী লক্ষ লক্ষ শহীদের কত হাজার হাজার মা বোন সন্তান হত্যা / ধর্ষণ /বাড়ী ঘর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছেন। লক্ষ শহীদের বিনিময় আমার বাংলাদেশ। কখনো কি একবারের জন্য পরম করুণাময় মহান আল্লাহ এর কাছে বা নিজের স্ত্রী সন্তান এ জাতির কাছে ক্ষমা / লজ্জিত /গ্লানি বোধ করেছেন ? আল্লাহ্ কক্ষনো ছাড় দেয় না। ধর্মের নামে আপনারা কত রকমের জঘন্য কাজ করছেন। আপনাদের কারনে আজ দাড়ি টুপী পাঞ্জাবী পরা কাউকে দেখলে মনে হয় উনি বোধহয় রাজাকার । কিন্তু কেন ?? কথায় কথায় ধর্ম অথবা আস্তিক আর নাস্তিক । আরে থাক না ওরা পরম করুণাময় আল্লাহ্ , গড ,প্রভু্ ,ভগবান ,কোন ধর্ম বিশ্বাস করতে চায় না। যে যেভাবে থাকতে, করতে চায় তাকে সেভাবে করতে দেন চলতে দেন। মানুষের হাতের আঙ্গুল পাঁচ টা পাঁচ রকমের। এরা কতজন ?? এদের বিশ্বাস আর অবিশ্বাস দিয়ে সমাজের কি আসে যাবে। আমরা মানুষরা ভালো খারাপ নিয়া ই সমাজে বাস করি। ইসলাম কি এত সস্তা যে মন চাইল আর টাকা দিয়ে কেজি দরে কিনে ফেলল।বিশ্বের কোটি কোটি মানুষ কি আর এমনি এমনি ইসলাম ধর্ম বা ভিন্ন ধর্মের প্রতি আস্তা বিশ্বাস রাখে ? এ বিশ্বাস রাখাটাই তো আস্তিকতা।সারা বিশ্বে কতজন মানুষ নাস্তিক কোন ধর্ম ই বিশ্বাস করেনা??? খুব সীমিত কিছু মানুষ , ওরাও আবার কোন না কোন সময় এ মহান করুণাময় আল্লাহ্ বা প্রভু , ভগবান,গড যে, যে নামে ই ডাকুক একবার না একবার মাথা নত করতে হয়। যেমন- মানুষের ভালো খারাপ সময় আসে।যখন তার খারাপ সময় আসে একবার না একবার সে মহান আল্লাহ্ এর কাছে মাথা নত করে কেন এমন হল প্রশ্ন করে ?? হয়তবা প্রকাশ্যে বা লুকিয়ে লোক লজ্জ্যার ভয়ে।
আমি চাই না ধর্ম আমাকে গ্রাস করুক । ধর্ম হউক সবার । যার যার ধর্ম তার তার কাছে । আমার ধর্ম আমার কাছে আপনার ধর্ম আপনার কাছে ।
কে আস্তিক আর কে নাস্তিক ~~মৃত্যুর পরে যার যার ইয়া নাফশী সে সে করবে ।
ধর্ম নিয়ে কথা বলিনা বলতে ইচ্ছা ও করে না। কতই বা জানি আমার নিজের মনের ভিতর প্রশ্ন আর উত্তর থেকে এ লিখা। ভুল হলে ক্ষমা করে দিবেন ।
©somewhere in net ltd.