![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর একটু কাল বেঁচেই থাকি .........বেঁচে থাকার আনন্দে ।
আমাদের আলপু মিয়া ভাই চাকুরি করেন সরকারি অফিসে।সব সময় ন্যায় নীতি আদর্শ সদা সত্যবাদী ভাবে জীবন যাপন করতেন।ভোরে ঘুম থেকে উঠে নামাজ কালাম শেষ করে।পত্রিকা পড়া চাই ই চাই।একদিন পত্রিকা পড়তে না পারলে উনার দিন টাই মাটি। দুই ছেলে তিন মেয়ে আর স্ত্রী সুখের সংসার ।দিন চলে যায়।ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন।ছেলেরা /মেয়েরা বড় হয়ে গেল।ছেলে মেয়েদের বিয়ে সাদি দিলেন সবাই যার যার অবস্থানে ভালো আছেন।হঠাৎ উনার পঁয়তাল্লিশ বছরের সংসারের প্রিয়তমা স্ত্রী কাউকে কিছু না বলে এ দুনিয়া থেকে বিদায় নিলেন ।যেন সমস্ত পৃথিবী ভেঙ্গে পড়ল উনার মাথায় ।কি করবেন কিছুই কুল কিনারা ভেবে পাচ্ছেন না ।ছেলেরা প্রবাসে,মেয়েরা স্বামীর বাড়ি।সবাই ব্যাস্ত শুধু ব্যাস্ত না আলপু মিয়া ভাই।সারা জীবন নিয়ম নীতি মেনে চলা লোকটা সংসারের নিয়ম নীতির কাছে পরাজিত এক বাবা।
সাদা সার্ট পরা কলারেতে ময়লা
হেটে চলে যায় যে লোকটা
তুমি হয়ত ভাববে বেটা ফেলে আছে
অফিসেতে কেরানির পদ টা
সাদা সার্ট পরা লোকটা
ঘরে তার পাঁচ সন্তান
ছোট ছেলে আজকাল নেশা করে ফিরে
বড় ছেলে বেকার বসে
স্ত্রীর পাশে শুয়ে আলিঙ্গন নেই সেখানে
সন্তান বোজে না বাবার কষ্ট
যতদিন না সে নিজে বাবা হবে
সেই বাবা সবচেয়ে সুখী
যাকে তার সন্তান বোজে।
©somewhere in net ltd.