নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলার পথে কত সীমাহীন প্রতিকুলতা ভালো খারাপ আনন্দ বেদনা আর সত্যি মিথ্যা এ সব কিছু মিলিয়ে সামনে এগিয়ে চলা।

হাসান জাবির

আর একটু কাল বেঁচেই থাকি .........বেঁচে থাকার আনন্দে ।

হাসান জাবির › বিস্তারিত পোস্টঃ

আমার মা~~~ও একজন মানুষ!!! ছোট গল্প,কবিতা নাকি রম্য আমি বলি এটা আমার স্বার্থপরতা

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৪

আমি বলি এটা আমার স্বার্থপরতা

হাসান জাবির



আমি একজন মানুষ

সেই জন্মের আগ থেকেই আমি ছিলাম স্বার্থপর

দশ মাস দশ দিন মায়ের গর্ভে থাকতে

ধীরে ধীরে আমার বেড়ে উঠা।

খাবারের অরুচিতেও আমার দিকে তাকিয়ে মা আমার

জোর করে খেয়ে শত কষ্টে উগলিয়ে ফেলা।

কত যে লাথি ঘুসি ঢুস দিয়েছি আমার গর্ভধারিণীকে মাকে

আমার লাথি ঘুসি ঢুস খেয়েও ব্যাথায় কাতর

মা আমার নড়া চড়ায় হেসে উঠে আনন্দের ধারায়

সারাদিন কত কল্পনার ছবি আঁকে আমায় ঘিরে

জীবন মৃত্যুর সন্দিখনে পৃথিবীর আলোয় আলোকিত করে

তার নাড়ী ছেঁড়া ধন,

জন্মের পরেও ছিলাম আমি স্বার্থপর

নিংড়ে নিলাম মায়ের বুকের দুধ, নিংড়ে নিলাম মায়ের সব ভালোবাসা

নিংড়ে নিলাম বাবা মায়ের আদর ভালোবাসা সব ধন সম্পদ

সব কিছুতে দাবি ছিল আমার আর আমার

এখনও আমি স্বার্থপর আমি একজন মানুষ।



আমার মা আমাদের তিন ভাইয়ের ( সাব্বি জাবির শাওন ) আম্মা , আমার আব্বার সাব্বিরের মা, আমাদের তিন ভাইয়ের বউ দের (শাশুড়ি ) মা।আর আমাদের তিন ভাইয়ের স্বর্গ নিহা সুহান ইশান এর দিদু ~~

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৮

হাসান জাবির বলেছেন: কখনো বড় হয়ে বলা হয়নি, মা আমি তোমাকে ভালোবাসি।আমার মেয়েকে প্রায় প্রতিদিন ফোন করি বলি আব্বু আই লাভ ইউ ।মেয়ে আমার এখন শুধু ছোট্টও করে বলে টু ইউ !! আব্বুকে আই লাভ ইউ বলতে লজ্জ্যা পায়।আমিও পারি না মাকে বলতে। আমার মা সব সময় মনের মাঝে আছে আই লাভ ইউ আম্মা।

২| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কবিতা কবি.....ভালো লেগেছে......

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৮

হাসান জাবির বলেছেন: ধন্যবাদ @ সেলিম আনোয়ার ভাই, আপনার লেখা ও কবিতা অনেক চমৎকার। মন্তব্য করতে পারি না নিয়মের জন্য আপনাদের ব্লগে! ঘুরে ফিরে দেখি ভাল লেখা পড়তে ভালো লাগে। আবার ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য ।ভালো থাকবেন ।

৩| ০৫ ই জুন, ২০১৩ ভোর ৫:৩০

খেয়া ঘাট বলেছেন: আপনার লিখাটি ভালো লেগেছে। মায়ের সাথে ছবিটি আরো বেশী ভালো লেগেছে। পৃথিবীর সব মায়েরা সন্তানদের নিয়ে সুখে থাকুক।

০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:১৮

হাসান জাবির বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট আপনার পুরু খেয়া ঘাট নিয়ে আমার ব্লগে স্বাগতম
।আপনার মন্তব্য টি চির চেতনা হয়ে মা ও সন্তানদের আগলে রাখুক।
পৃথিবীর সব মায়েরা সন্তানদের নিয়ে সুখে থাকুক ...। সুবিনয় আপনার ,অনেক অনেক শুভ কামনা ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.