নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলার পথে কত সীমাহীন প্রতিকুলতা ভালো খারাপ আনন্দ বেদনা আর সত্যি মিথ্যা এ সব কিছু মিলিয়ে সামনে এগিয়ে চলা।

হাসান জাবির

আর একটু কাল বেঁচেই থাকি .........বেঁচে থাকার আনন্দে ।

হাসান জাবির › বিস্তারিত পোস্টঃ

নীরবে নিভৃতে পড়ে রয় সুখও স্বপ্ন গুলো

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:০৩

নীরবে নিভৃতে পড়ে রয় সুখও স্বপ্ন গুলো

হাসান জাবির



নীরবে নিভৃতে পড়ে রয়

কোন এক অজানা পথে ।

কোন এক সুখের ঠিকানায়

খুজে বেড়ায় অজানা এক

সাত সমুদ্র তের নদীর পাড়ে।



জীবনের যত আনন্দ বেদনা।

পাওয়া আর না পাওয়ার সুখ স্বপ্ন গুলো

উকি ঝুঁকি দিয়ে বেড়ায় মনের অগোচরে।



সোনার হরিণ হাতের মুঠয়,

এবার কে পায় আমার নাগাল।

প্রিয়তমার হাতের ছোঁয়া আর

সুখও স্বপ্ন গুলো।



বাবা মায়ের দোআ আর ভালবাসা

ছোট ভাই বোনদের প্রিয় বড় ভাইয়া।

কত স্বপ্ন আর আশা নিয়ে তাকিয়ে থাকা !!



সাত সমুদ্র তের নদীর ওপারে আছে

দারিদ্র্যের কষাঘাঁতে না পাওয়ার সব সুখও স্বপ্ন !!!



কোন এক অজানা কারনে,

স্বপ্নের অগোচরে দুঃস্বপ্নের আনাগোনা ।।

শত কষ্টের শত স্বপ্নের সোনার হরিণ

হারিয়ে যায় কোন এক অজানা ঠিকানায়।

নীরবে নিভৃতে পড়ে রয়

আমার সুখও স্বপ্ন গুলো।।









মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:১১

বোকামন বলেছেন:




সম্মানিত হাসান জাবির,
আপনার লেখাটি পড়তে পড়তে নিরবে নিবৃত্তে একখানা ভালোলাগা অনুভব করলাম। তাই পোস্টে ভালোলাগা রেখে গেলাম।

আপনি ভালো থাকবেন :-)

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৩২

হাসান জাবির বলেছেন: প্রিয় বোকামন, আমি কখনই লেখালেখি করিনি । শুধু প্রবাসে থাকি মনের আবেগবশত লিখি, আজ আপনার ছোট একটি মন্তব্য অসাধারন ভাল লেগেছে... অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
দোআ করি আপনিও অনেক ভাল থাকবেন, শুভ কামনা।

২| ০৫ ই জুন, ২০১৩ রাত ২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগল ২য় প্লাস ।

০৫ ই জুন, ২০১৩ ভোর ৪:২৫

হাসান জাবির বলেছেন: সেলিম আনোয়ার ভাই , আপনার কাছেও ভাল লাগল জেনে একটু সাহস পেলাম। অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

৩| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৯

আরজু পনি বলেছেন:

নিভৃতচারী ...কবিতা লেখা চলুক।
শুভকামনা রইল।।

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৯

হাসান জাবির বলেছেন: অনেক ভাললাগার মুহূর্ত গুলোর একটি ...। আমার ব্লগে স্বাগতম @ আরজুপনি। আপনাদের শুভ কামনা আর উৎসাহ অসাধারণ অনুভুতি ।অনেক অনেক ধন্যবাদ, শুভ কামনা ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.