নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

একজন ফুরিয়ে যাওয়া ব্লগার

মেঘ বলেছে যাবো যাবো

শরৎ! খুব প্রার্থিত শরৎ! নরম রোদের বিস্তৃতি পাহাড়বালিকার কাঁধ ছুঁয়ে ফিরে যায় মার্সেনারি পাখিদের ডানায় বর্ষণের পাঠশালা শেষ হয়ে গেলে সব মেঘেরা যায় পাহাড়ে বেড়াতে তখন এ্যামেচার কিছু মেঘ এসে ভীড় জমায় আমার জানলায় শরতের ক্যানভাসে আমি আর আমার জানলাবর্তী মেঘ... মেঘগুলো শুধু বলে যাবো যাবো ... --- অমিত চক্রবর্তী

মেঘ বলেছে যাবো যাবো › বিস্তারিত পোস্টঃ

This Time for Africa! !:#P

২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:২০





বিশ্বকাপ জ্বর যে কি ভয়াবহ জিনিস তা সেই পিচ্চিকাল থেকেই মোটামুটি ধারণা হয়ে গেছে। আর দশজনের কথা ছেড়েই দিলাম, বিশ্বকাপ আসলে নিজেই যেভাবে ফাল পাড়াপাড়ি শুরু করি তাতে আর অন্যদের দোষ ধরি ক্যাম্নে? আমাদের দেশে এখন পর্যন্ত ফুটবল ক্রেজের চেয়ে ক্রিকেট ক্রেজটাই বেশি দেখা যায়, অথচ ভাবলে অবাক লাগে, পৃথিবীতে এমন অনেক দেশ আছে যারা ওভাবে ক্রিকেট খেলেই না। খুব স্বাভাবিক, ক্রিকেট অনেক দীর্ঘ সময়ের খেলা, অত সময় নিয়ে ধৈর্য ধরে খেলা দেখা বা ফলো করাটা কঠিন। এখন তো টি টুয়েন্টি এসে গেছে, এখন একটু কম সময় লাগে কিন্তু বেসিক্যালি ক্রিকেট অনেক ধৈর্য্য ধরে দেখার খেলা, যেখানে ক্রিকেটে লাঞ্চ আওয়ারই ধরা হয় ৪৫-৫০ মিনিট সেখানে ফুটবলে ৪৫ মিনিটে একটা ম্যাচের পুরো আদ্ধেকটা শেষ হয়ে যায়! তবে আমার মনে হয়েছে ফুটবল অনেক বেশি শারিরীক পরিশ্রমের খেলা, একটানা অতটা সময় যেখানে ননস্টপ দৌড়ে বেড়াতে হয় সেখানে অনেক বেশি ফিজিক্যাল স্ট্যামিনা লাগার কথা। এছাড়াও বিভিন্নরকমের ফাউল, ধাক্কা-গুঁতো খাওয়া ও দেয়া, কথা নাই বার্তা নাই ধুমাধুম উলটে পড়ে ডিগবাজি খাওয়া... সব মিলিয়েই আমার ধারণা হয়েছে যে ফুটবল খেলতে ক্রিকেটের চেয়ে বেশি শারিরীক সক্ষমতা লাগে। (এটা অবশ্য আমার ধারণা, আসলেই তাই কিনা কে জানে!) /:)



খেলা নিয়ে মনে আছে অনেক স্মৃতিই, আবার ভুলেও গেছি প্রচুর। গত ২ বারের ('০২ & '০৬) কথা বলি। প্রত্যেকবারই অনেকগুলো ম্যাচ দেখেছি, মোটামুটি ফলোআপেও রেখেছি, কিন্তু অদ্ভুত ব্যাপার, কোন দু'টো টিম চ্যাম্পিয়ন হয়েছিলো আর কোন দু'টো রানার আপ, মনেই করতে পারি না! '৯৮ বিশ্বকাপের সময় একটা কাজ করেছিলাম তা হলো প্রথম রাউন্ড শেষ হবার পর মহা উৎসাহে নিজে নিজে ফিক্সচার লিখেছিলাম কিন্তু পরে দেখি যা লিখেছি প্রায় সবই ভূল, খুব অল্পের জন্য মিলতে গিয়েও মেলেনি। তারপর থেকে আর এই কাজে হাত দেই না, ফার্স্ট রাউন্ড শেষ হলে ভ্যাব্লার মত অপেক্ষায় থাকি, কখন টিভিতে/কাগজে ফিক্সচারটা দেবে আর আমি সুবোধ প্রাণীর মত সেটা কপি করে নেবো! :D



এবারের টুর্নামেন্টে সেভাবে সাপোর্ট করা হচ্ছে না কাউকেই। ঠিক ঐ অর্থে ফেভারিট কোনও টিম নেই, টানটান উত্তেজনাময় যেকোনও ম্যাচই দেখতে ভালো লাগে কাজেই ওরকম কোনও ম্যাচ হাতের কাছে পেলে আপনা থেকেই একটা সমর্থন দাঁড়িয়ে যায়। তবে আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্টারদের মাত্রাতিরিক্ত লাফালাফি ঝাঁপাঝাঁপি দেখে চরম ত্যক্ত-বিরক্ত হয়ে একটা ছবি বানিয়েছিলাম সেটা হলো এরকমঃ







ব্যক্তিগতভাবে আর্জেন্টিনা বা ব্রাজিলের প্রতি আমার কোনও বিদ্বেষ নেই, They have quite good players & are quite good teams as a whole, আমার খারাপ লেগেছে এদের ভক্তদের নর্তন কুর্দন এবং মারামারি, অন্য কোনও ব্যাপার নেই এখানে।



চাকরি এবং সাংসারিক ব্যস্ততা এখন এত বেড়ে গেছে যে অনেকগুলো ভালো ভালো খেলা দেখতে পারিনি। আসলে প্রথম রাউন্ডে যেভাবে হুড়মুড় করে একসাথে এতগুলো খেলা হয় সেখানে সবগুলো দেখা অতটা সম্ভবও না। বেশির ভাগ ভালো ভালো খেলাগুলো হয় মাঝরাতে আর ঠিক ঐ সময়েই ঘুমে চোখ জড়িয়ে আসে (কেন যে চোখ বন্ধ করে খেলা দেখা যায় না!) :(( তবে তুমুল এনজয় করেছি ক্যামেরুন আর ডেনমার্কের খেলা, কামড়াকামড়ি ম্যাচ যে কাকে বলে তার প্রকৃষ্ট উদাহরণ ছিলোঐ ম্যাচটা। ক্যামেরুন বাদ পড়ে গেলো দেখে একটু খারাপই লেগেছিলো। গতকাল কোরিয়া আর উরুগুয়ের খেলা দেখেও খারাপ লাগলো খানিকটা, বেচারা কোরিয়ার পায়ে বল ঘুরছে সারাক্ষণই কিন্তু গোলগুলো দিচ্ছে উরুগুয়ে, জিতেও গেলো তারাই। একবারের চ্যাম্পিয়ন পরেরবারে প্রথম রাউন্ডেই পটল তুললে কেমন যেন একটা হাস্যকর টাইপের আনন্দ হয়, এবার সেটাই হলো ইতালিকে দেখে (ফ্রান্সকে দেখেও হলো কিছুটা)। কাজটা ঠিক হলো না বোধহয়।



পাবলিক এবার মনে হয় চরম বিরক্ত হয়েছে ভুভুজেলা'র আওয়াজ শুনে। কিন্তু সত্যি, আমার ভুভুজেলার শব্দ এত বোরিং লাগেনি যতটা লেগেছে এবারের থিম সংটা শুনে। Waving Flag গানটা সবাই এত পছন্দ করে (আমার বেশ কিছু কলিগ অলরেডি এটাকে মহা আনন্দে রিংটোন বানিয়ে ফেলেছেন!) অথচ আমার এত চরম বিরক্তি লাগে কেন? গানটার সুরে মনে হয় একটু মেলোডি বা একটু ভ্যারিয়েশন কম আছে, সেজন্যই এমন লাগে হয়তো। আমার বরং অনেক বেশি ভালো ওয়াকা ওয়াকা গানটা। রিয়ালি রকিং!



অনেককেই অনেকরকম প্রেডিকশন করতে দেখছি এবার। গুড, চলতে থাকুক প্রেডিকশন- রিভার্স প্রেডিকশনের খেলা। আমি তো ফুটবল বুঝিই কম, আমার কেবল বিভিন্নরকম কথা শুনে মাথা ঝাঁকাতেই বেশি ভালো লাগে। আমার এই পথ চাওয়াতেই আনন্দ। :)

মন্তব্য ১৯২ টি রেটিং +৩৮/-১

মন্তব্য (১৯২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:২৪

কথক পলাশ বলেছেন: (কেন যে চোখ বন্ধ করে খেলা দেখা যায় না!) =p~ =p~ =p~
স্পেন আর চিলির খেলাটা দারুণ লেগেছে।

২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৩২

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ;)

স্পেন আর চিলি? হ্যাঁ দেখেছিলাম, তবে একটু অন্যমনষ্কের মত বোধহয়। :D ভালো লেগেছে।

২| ২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৩০

শেখ আমিনুল ইসলাম বলেছেন: "টানটান উত্তেজনাময় যেকোনও ম্যাচই দেখতে ভালো লাগে কাজেই ওরকম কোনও ম্যাচ হাতের কাছে পেলে আপনা থেকেই একটা সমর্থন দাঁড়িয়ে যায়। "

এই রহম ম্যাচ কেবল টিনারাই উপহার দিবার পারে :D :D B-) B-) :P :P
পোস্টে পিলাস B-)

২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৩৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ও আচ্ছা তাই নাকি? জানতাম না তো! :-/

৩| ২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৩১

মোঃ ফাহিমুজ্জামান বলেছেন: কেন যে চোখ বন্ধ করে খেলা দেখা যায় না =p~ =p~

২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৩৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: লাইনটা ম্যালা হিট খায়া গেলো দেখি! ;)

৪| ২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৩৭

আবু সালেহ বলেছেন:
ওয়াকা ওয়াকার চেয়ে ওয়েভিং ফ্লাগ গানটাই আমার পছন্দ বেশী...আমার আশেপাশে সবাই সাকিরার গানটাই পছন্দ করে কিন্তু আমার কেন জানি ঐ গানটাই বেশী ভালো লাগে......... :P :P

২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:২২

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আপনারও দেখি একই অবস্থা! :|

৫| ২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৪২

শ।মসীর বলেছেন: ওয়াকা ওয়াকা আসলেই রকিং, কেমন একটা জোশ ভাব আছে, আর ওয়েভিং ফ্ল্যাগ ভাল লাগার কারন হচ্ছে সেটাতে আসলে জীবনেরই জয়গান গাওয়া হয়েছে, কে না চায় শেষ পর্যন্ত জীবনটা জিতে যাক ......।

২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:২৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হ্যাঁ ওয়েভিং ফ্ল্যাগ এর লিরিক অবশ্য ভালো, এটা স্বীকার করতেই হবে। :)

৬| ২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৪৬

জিকসেস বলেছেন: আপনার লেখা পরলাম। এখন আমারটাও পরেন :)

২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:২৬

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: পড়বো নিশ্চয়ই। আমি আসলে আজকাল অনেকের লেখাই ফলো করতে পারি না। তবে আপনি ভালো লেখেন এটা আমি জানি। :)

৭| ২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৪৮

স্বপ্নকথক বলেছেন: দুইডা গানই ভাল্লাগে। খেলা উপভোগ করছি কাইল! ঘানা আর ইউএসএ!! উফ!! হার্টবিট বেড়ে গিছিলো!

২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:২৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আচ্ছা! আর বাজিতে হাইরা যে পয়সা খোয়াইতে হৈসে ঐটা ভাল্লাগে নাই??!! :P

৮| ২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৫২

অমিত চক্রবর্তী বলেছেন: Tsamina mina Zangalewa.... This Time for Africa! :) ;

আমি তো পুরা ১০৯ ডিগ্রী জ্বরে ভুগতেছি। এখন আমার সাধ বলো আহ্লাদ বলো একমাত্র চাওয়া স্পেন কাপ নিলে হয়।

আর ইয়ে..... ব্রাজিল নিলেও খারাপ লাগবে না, মানে ওরা খুবই পরতিভাভান। :D

২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আসলে আমিও ভেবে দেখলাম স্পেন কাপ নিলে মন্দ হয় না, পর্তুগাল নিলে আরও ভালো হয় (ব্যাপক বিজ্ঞ ভাব নেয়ার ইমো) B-) আসলে ব্রাজিল তো খেলে ভালো, কিন্তু কাপ তো অনেকবার নিলো। এবার কি একটু অন্য কাউকে জায়গা ছেড়ে দেয়া যায় না? ;)

৯| ২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৫২

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
ওয়েভিং ফ্ল্যাগ নিয়া এতবড় কতা!!!!??


ওয়ার্ল্ডকাপের থিমসং টা নিয়া কিছু কমু না, কিন্তু অরিজিনাল গানটার মিউজিক্যাল কন্টেন্ট, লিরিক, মেসেজ অনেক অনেক দারুণ আর উন্নতমানের। ওয়াকা ওয়াকা তো খুফ সিম্পল একখান গান! ভিডিওতে দেখলাম শাকিরা বরাবরের মতোন ঝাঁকি দিতাছে......পাবলিক এখনও পপ কালচারের গ্ল্যামার আর সিম্পলিসিটি থেকে বাইর হইল না!

আমি ব্যক্তিগতভাবে মনে করি বহু বছর পরে ফিফা ওয়েভিং ফ্ল্যাগ এর মত একটা চমৎকার গান থিম হিসেবে নিয়ে খানিক স্মার্টনেসের পরিচয় দিলো।



লেখায় প্লাস...

২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: কমেন্টে মাইনাস (রাগে দুঃখে ক্ষোভে চুল ছেঁড়ার ইমো) X( :((

১০| ২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৫৩

সোনালী দুখ: বলেছেন: আপনার মত প্রায় সব খেলাই দেখলাম কিন্তু মনে করতে পারছিনা কে কোন খেলায় জিতছে আর কে গোল করছে ,
তবে আর্জেনটিনার সব গোল আর খেলা মনে আছে :D

২৭ শে জুন, ২০১০ রাত ১১:৫৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হাহা! একেই বলে যোগ্য সাপোর্টার! :)

১১| ২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৫৮

নৈশচারী বলেছেন: আপ্পি,শারিরীক>শারীরিক টাইপোটা ঠিক করে ফেলো! হে হে হে! ভেবুপার বানান ভুল ধরতে পেরে নিজেকে রীতিমত হিরো হিরো লাগতেসে! B-) B-)
পোস্টটা খুব মজার হইসে! আমি তো আজকের খেলা শুরু হওয়ার জন্য ওয়েটই করতে পারতেসি না!

২৮ শে জুন, ২০১০ রাত ১২:০৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: রিয়ালি! কোনও বানান ভূল হলে সাধারণতঃ লেখার সময়েই আমি সেটা ধরতে পারি, কেমন যেন উলটো উলটো লাগে... এবার পারলাম না কেন? ... নাহ, বয়স হয়ে যাচ্ছে দেখি (চিন্তিত ইমো)।

আজকে জার্মানি জিতলো একটা ম্যাচে। দেখি নেক্সটটায় কি হয়। আর্জেন্টিনা বলে কথা! :)

১২| ২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:০৭

স্বপ্নকথক বলেছেন: ভূল= ভুল। B-)

আমিও ধরছি রে!

২৮ শে জুন, ২০১০ রাত ১২:০৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: জ্বি না ব্রাদার, ভুল=ভূল। বুচ্ছেন? X((

১৩| ২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:১৫

নস্টালজিক বলেছেন: এ পর্যন্ত আমার কাছে সেরা থিম সং মনে হইসে ৯০'ইতালি বিশ্বকাপ এর টা।
শুনে দেখো,ভালো লাগবে।
এই সেই গান-

২৮ শে জুন, ২০১০ রাত ১২:০৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ওকে, বাফার দিলাম। দেখি কেমন ছিলো গানটা। :)

শুধু গান দিলেই হবে? এক্সপেরিয়েন্সও কিছু শেয়ার করেন শুনি। :)

১৪| ২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪২

বৈদ্যুতিক আঘাত বলেছেন: হে হে... অবস্থা তো ভালোই। :)

আমার কাছে এবার সবচাইতে ভালো লাগছে পর্তুগাল-ব্রাজিলের ম্যাচটা। X( X( X( এমন সুন্দর খেলা আমি জীবনেও দেখি নাই। অবশ্য এত সুন্দর খেলা দেখার আশা করে সেদিন খেলাটা দেখতে বসি নাই। তয় যা দেখাইছে, মাশাআল্লাহ। পৃথিবী ত্যাগ করার পরও মনে থাকবে। X( X( (মাঝখান থেকে পুরাই দুই ঘন্টা বেহুদা গেছে)। :((

তারপর? আপনার খবর কি? কেমন আছেন? :)

২৮ শে জুন, ২০১০ রাত ১২:১৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমি আছি ভালো আল্লাহর রহমতে। মজার কথা শোনো, ব্রাজিল- পর্তুগালের ম্যাচ দেখে মহাবিরক্ত হয়ে ফেসবুকে একটা স্টেটাস দিয়েছিলাম, সেখানে কয়েকটা চরম হাসির কমেন্ট পেয়েছিলাম। নমুনা দ্যাখোঃ

১. এই ম্যাচের প্লেয়ার অভ দ্য ম্যাচ হলো রেফারি (হলুদ কার্ডের বহর দেখে) =p~

২. এই ম্যাচে মাঠে কোনও গোলপোস্ট না থাকলেও হতো। =p~ =p~

১৫| ২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪৮

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
মেঘু আফা মাইন্ড খাইলেন নাকি কমেন্টে? না খাইলে দুক্ক পামু কিন্তু...

এইবার আমিও স্পেনের দিকে চায়া আছি, কি হয় দেখি। বার্সেলোনারে ভালো পাই কয়েই এই অবস্থা......

২৮ শে জুন, ২০১০ রাত ১২:১৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমিও ইস্পেন, ফর্থুগাল, জার্মানি, নেদারল্যান্ঠ এইগুলানের দিকে চায়া আছি (লগে বেরাঝিল হার্জেন্ঠিনা তো আছেই!) ;)

১৬| ২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫২

জিকসেস বলেছেন: নস্টালজিক বলেছেন: এ পর্যন্ত আমার কাছে সেরা থিম সং মনে হইসে ৯০'ইতালি বিশ্বকাপ এর টা।

এইটা সিনিওর রা প্রায় সবাই বলে। আর সেরা বিশ্বকাপ ১৯৮৬। (ব্রাজিল এর সাপোর্টার রাও বলে)

২৮ শে জুন, ২০১০ রাত ১২:১৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: '৮৬ বিশ্বকাপের সময় একেবারে কুটি ছিলাম, কিছুই মনে নাই। '৯০ এর সময় প্রচুর মজা করেছি, অনেক কিছু মনেও পড়ে কিন্তু থিম সংটা তো ভুলে গেছি! :|

১৭| ২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:০২

সায়েম মুন বলেছেন: খেলাধূলা নিয়ে কিছু বললাম না।
বাচ্চা কাচ্চাদের জিনিস নিয়ে বললে তারা আবার মাইন্ড খাইতে পারে :-B

২৮ শে জুন, ২০১০ রাত ১২:৩২

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আর যিনি বাচ্চা কাচ্চাদের ছবি প্রোফাইলে লাগিয়ে রাখেন তিনি যেন কি? B:-)

১৮| ২৭ শে জুন, ২০১০ রাত ১১:৩২

কালীদাস বলেছেন: অনেকদিন খেলা দেখিনা, কাউকে এবার সাপোর্টও করছিনা-খেলাটা কম বুঝি বলে। এখন পর্যন্ত ১মিনিটও খেলা দেখিনি এবারের ওয়াল্ডকাপে:|

আপনার পোস্ট দেখে ফার্স্টে ভয় পেয়েছিলাম আপনিও আবার দলাদলি শুরু করলেন নাকি, শেষের ফ্ল্যাগটা দেখে শান্তি পেলাম :P :P

থিম সং ২০০২এরটা সবচেয়ে ভাল লেগেছিল। কার গান জানি না যদিও :|:

২৮ শে জুন, ২০১০ রাত ১২:৩৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: বলেন কি ব্রাদার? এখন পর্যন্ত ১ মিনিটও খেলা দেখেননি? পারলেন কি করে না দেখে থাকতে?!! :-/

দলাদলি তো আসলে আমার ডিপার্টমেন্ট না ব্রাদার, ওটা যারা করতে চায় তারা করবে। আমি বড়জোর দলাদলির বিরোধিতা করতে পারি। ;)

থিম সং আজ পর্যন্ত মনে হয় একটা শুনি নাই। লিঙ্কু দিয়া যাইতারেন।

১৯| ২৭ শে জুন, ২০১০ রাত ১১:৪৭

হাসান মাহবুব বলেছেন: আমি ৯০ থেকে বিস্বকাপ দেখি। তখন অবশ্য কয়েকটা ম্যাচ দেখসিলাম। কোন দলকেই সাপোর্ট করতামনা। দেখসিলাম হৈলো, কলম্বিয়া-ক্যামেরুন ম্যাচ( রেনে হিগুইটা একটা আজিব গোল খাইসিলো, ভিডিওটা দেখি পরে দিতে পারি কিনা), যুগোস্লাভিয়া-আরব আমিরাত ম্যাচ, রোমানিয়া-আয়ারল্যান্ড ম্যাচ আর ফাইনাল ম্যাচ। মজার ব্যাপার হৈলো ফাইনালে আমি জার্মানির সাপোর্টার ছিলাম। কিন্তু খেলা শেষে আর্জেন্টিনার জন্যে এত খারাপ লাগলো যে, তখন থেকে আর্জেন্টিনার সাপোর্টার। এবং এখনও আছি। কিছুই দিতে পারেনাই তারা, কিন্তু তাতে কিছু এসে যাবেনা। ভালোবাসা থাকবেই। ২০০২ এ ডায়েরি লেখসিলাম, এইবার আবার লেখতাসি।

৯০ এর থিম সংটা শুনিনাই আগে। এখন শুনলাম। ব্যাপক লাগলো। অসাধারণ! রানা ভাইয়ারে ধইন্যা।

বিশ্বকাপ নিয়ে কত স্মৃতি! বলে শেষ করা যাবেনা। দুইটা কথা বলতে যায়াই বিশাল কমেন্ট হয়া গেল!

২৮ শে জুন, ২০১০ রাত ১২:৪১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: '৯০ বিশ্বকাপের কথা আমারও অনেক মনে পড়ে। চতুরে জিরোদা'র পোস্টে শেয়ার করসিলাম অনেকগুলা, পড়ছিস বোধহয়। রজার মিলা'র সেই কোমর দোলানো নাচ এখনও মনে পড়ে। আর আর্জেন্টিনা ফাইনালে হারার পর ম্যারাডোনার সেই কান্না... ভোলা সম্ভব না।

একটা পোস্ট দেয়ার ইচ্ছা ছিলো শুনসিলাম। ;)

২০| ২৮ শে জুন, ২০১০ রাত ১২:২১

গৌতম রায় বলেছেন: যে দলগুলো বিশ্বকাপ জয় করেছে, তারা ছাড়া অন্য যে কোনো দল জিতলেই আমি খুশি। তবে তুলনামূলকভাবে 'ছোট' কোনো দল জিতলে আমি বেশি খুশি হবো।

২৮ শে জুন, ২০১০ রাত ১২:৪৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: সেম হেয়ার। ব্যতিক্রম কিছু দেখতে ইচ্ছে করে। ব্রাজিল বা আর্জেন্টিনা হারলে ভক্তদের কি অবস্থা হয় সেটাও কেন জানি দেখতে লোভ হয়। ওদের পাগলামি দেখেই হয়তোবা। :-B

২১| ২৮ শে জুন, ২০১০ সকাল ৮:০৩

কালীদাস বলেছেন: ইদানিং হয় রসকষহীন পেনড্রাইভ হয়ে যাচ্ছি অথবা বুড়া হয়ে যাচ্ছি :-< :-<, লক্ষণ দেখে মনে হচ্ছে বাকি খেলাতেগুলোতেও ১মিনিটও দেখা হবেনা......

নাহ, ঐ গানটা যে কার বুঝলাম না। ইউটিউবে একটা চক্কর মেরেছি বটে, কিন্তু ঠাহর করে উঠতে পারলাম না।

পরে কোথাও সোর্স খুঁজে পেলে জানাব।

২৮ শে জুন, ২০১০ দুপুর ১২:১১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: রসকষহীন পেনড্রাইভ টার্মটা এই প্রথম শুনলাম। :-/

২২| ২৮ শে জুন, ২০১০ সকাল ৮:০৭

কালীদাস বলেছেন: বাকি খেলাগুলোও দেখা হয় কিনা নিজেরই সন্দেহ লাগছে...

ঐ গানটা যে কার বুঝে উঠতে পারলাম না, ইউটিউবে একটা চক্কর মেরে দেখলাম।

দেখি, সোর্স খুঁজে পেলে জানাব আপনাকে!

(আজব! পয়লাবার পুরাটা লিখেছিলাম কমেন্ট দেখলাম উপরের টুকু শুধু হয়েছে! অর্ধেক আবার লিখতে হল.....সামহোয়ারইন আমাকে খাটাল শুধু শুধু :(( :(( :(( )

২৮ শে জুন, ২০১০ দুপুর ১২:১৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: এই জাতীয়কাজ আমাদের পেয়ারের সামু প্রায়শই করে থাকে। এগুলো তার জন্য কোনো ব্যাপার না (যদিও আমাদের জন্য অনেক বড় ব্যাপার)! :((

২৩| ২৮ শে জুন, ২০১০ দুপুর ১২:২২

সমুদ্র কন্যা বলেছেন: এবার আমি বোধহয় খেলা দেখা শুরু করলাম গতকাল থেকেই। সবসময় যেটা হয়, এখন ভাল্লাগছে না করে করে কিছু ভাল খেলা মিস করে ফেলি, এবারো তাই হয়েছে। কালকে জার্মানীর খেলা জটিল লেগেছে। আর আগের খেলার মধ্যে মনে আছে শুধু ৯৮ এর ফাইনাল। ছোটভাইকে খেপানোর জন্য ফ্রান্সের সাপোর্ট করেছিলাম:)

আমার কাছে ওয়েভিং ফ্ল্যাগই বেশি ভাল লাগে। ওয়াকা ওয়াকা একদম ভাল লাগে নাই।

২৮ শে জুন, ২০১০ রাত ১১:৫২

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: মাত্র গতকাল থেকে দেখা শুরু করলা? বলো কি! আচ্ছা এবারে তোমার প্রেডিকশন কি বলো শুনি।

ওয়াকা ওয়াকা ভালো না লাগায় মাইনাস। :P

২৪| ২৮ শে জুন, ২০১০ বিকাল ৩:০৭

নীল ভোমরা বলেছেন: আর্জেন্টিনা আর ব্রাজিল-কে নিয়ে সবসময়ই মাতামাতি.... কিন্তু এ'বার এই দুইটি দলেল খেলা দেখে মনে হয়নি... এবার বিশ্বকাপ যাবে লাটিন আমেরিকায়। কিন্তু ইউরোপিয়ান দল-গুলিতো সব আগেই বাড়ীর টিকেট কেটে ফেলেছে। শুধৃমাত্র জার্মানীর খেলা দেখে মনে হয়েছে.... স্পীড আর স্কিল মিলিয়ে চমৎকার খেলছে ওরা। স্পেনের উপরও ঠিক ভরসা পাচ্ছিনা!

২৮ শে জুন, ২০১০ রাত ১১:৫৬

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হ্যাঁ ভাইয়া আমিও এবার আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখে ভরসা পাচ্ছি না। তবে শেষ পর্যন্ত কি হয় কিছুই কিন্তু বলা যায় না। বিশ্বকাপ বলে কথা, প্রতি পরতে পরতে চমক! :)

২৫| ২৮ শে জুন, ২০১০ বিকাল ৫:৩৪

শিরীষ বলেছেন: কান্নাকাটি'র কথা বলে ভয় দেখিয়ে লাভ নেই। কাপ শেষ পর্যন্ত আর্জেন্টিনার B-)

(বি দ্রঃ মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত)
===================

২৮ শে জুন, ২০১০ রাত ১১:৫৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হেহেহে! কান্নাকাটি কে করবে শুনি? আমি, না আপনি? ;) =p~

২৬| ২৮ শে জুন, ২০১০ বিকাল ৫:৩৮

আদনান_ফিরদাউস বলেছেন: উহু!! কাপ শেষ পর্যন্ত স্পেনের B-)

২৮ শে জুন, ২০১০ রাত ১১:৫৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হুম অনেকেই অবশ্য বলছে এই কথাটা। লেটস সি হোয়াট হ্যাপেনস! ;)

২৭| ২৮ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫৫

কায়কোবাদ বলেছেন: দেশে এত্ত স্পেনিয়ার্ড আইলো কই থিকা!!! :||


ওয়াকা ওয়াকা ভালু না। ওয়েভিং ফ্ল্যাগের ধারেকাছেও নাই ....

আর খেলার কথা আর কি কইতে হয়? খেলার জন্য ঘুম- লেখাপড়া- খাওয়া সব মাথায় উঠছে /:)

২৮ শে জুন, ২০১০ রাত ১১:৫৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আরে হাত মিলান মিয়া! আমারও খেলার দুঃখে পায়ের রক্ত মাথায় উঠছে! B-)

২৮| ২৮ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:১৬

সোহরাব সুমন বলেছেন: This Time for Africa!

২৯ শে জুন, ২০১০ রাত ১২:০০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ইয়েয়েয়েয়ে! !:#P

২৯| ২৮ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৮

শূণ্য উপত্যকা বলেছেন: দুইদলের সমর্থকদের কান্ডকারকানা ভাল লাগে না।যেন নিজেরাই মাঠে নেমেছে।থিম সংটা তো জটিল।
শাকিরার কন্ঠ ভাল লাগে না কখনই।কেমন জানি পুরুষালী

২৯ শে জুন, ২০১০ রাত ১২:০৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হাহা! আমার কাছে শাকিরার কন্ঠ কেমন লাগে জানো? পাইপের মত। =p~ তাই বলে ভয়েসটা খারাপ না অবশ্য।

দুইদলের সমর্থকদের কান্ডকারকানা ভাল লাগে না।যেন নিজেরাই মাঠে নেমেছে।

কঠিনভাবে সহমত!

৩০| ২৯ শে জুন, ২০১০ রাত ১২:০৯

পল্লী বাউল বলেছেন: ওয়াকা ওয়াকা পছন্দ করি বলে আপনার ভাবীর ঝাড়ি খেতে হয়েছে। আমি নাকি সুর ও লিরিক এর চেয়ে গায়িকার জন্যই ওয়াকা ওয়াকাকে বেশী পছন্দ করি। ......... আস্তাগফিরুল্লাহ।

কেমন চলছে আপনাদের ? ভাল থাকবেন।

২৯ শে জুন, ২০১০ রাত ১২:২৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমাদের চলছে ভালোই আপনাদের দোয়ায়। তবে ভাবী ভূল বলেছেন বলে আমার মনে হয় না। হাজার হলেও আপনি হলেন পল্লী বালুল, নাকি বলেন? ;)

৩১| ২৯ শে জুন, ২০১০ রাত ১২:১১

শিরীষ বলেছেন: আপনার পজিশনিং বেশ রহস্যময় তবে ৩টার মধ্যে মাত্র ১টা অফসাইড (বিতর্কিত) গোল নিয়ে বেশি আফসোস দেখাতে গিয়ে আপনি আপনার নিরপেক্ষতা হারিয়েছেন :D

২৯ শে জুন, ২০১০ রাত ১২:২৪

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ধুর মিয়া, কি যে বলেন! ঐটা আর্জেন্টিনা না হয়ে অন্য কোনও দেশ হলেও ঠিকই বলতাম। আমি আপনার মত না, বুচ্ছেন? /:)

৩২| ২৯ শে জুন, ২০১০ রাত ১২:২৭

কাঙাল মামা বলেছেন: ইয়াহু!! এই দ্বিতীয় একজনরে পাইলাম যার কাছে ওয়াকা ওয়াকা ভালো লাগছে ফ্লাগের চেয়ে। (পয়লা জন ব্ল্যাক ব্যান্ডের ভোকাল জন)...ওয়াকা ওয়াকাতে একটা মেলোডি আছে, মাঝে একটা মিউজিক দেয়, সেটাও অন্যরকম।

ভুভুজেলা ভালা পাই, এটি এখন আমার রিংটোন :!> :#>

আপনার এলসিডি তাইলে বেহুদাই কিনলেন!! আমারে সস্তায় দিয়া দেন..

২৯ শে জুন, ২০১০ সকাল ১১:৫৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আরে না না, কি কউ! দুইজনে মিল্লা এলসিডিটার বারোটা বাজাইতেসি। যতই খেলা সামনের দিকে আগাইতেসে ততই বারোটা বাজানোর হার বাড়তেসে। ফাইনাল নাগাদ কি যে হয় আল্লাই মালুম। :P

ভুভুজেলা দিসো রিংটোন! মাইনষে পিডায় নাই? X((

৩৩| ২৯ শে জুন, ২০১০ রাত ১২:৩৬

শিরীষ বলেছেন: মিয়া মানে কি?

২৯ শে জুন, ২০১০ দুপুর ১২:০০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: মিয়া মানে তো শিরীষ। এটাও জানেন না দেখছি। আপনি খালি নামেই কবি! X(

৩৪| ২৯ শে জুন, ২০১০ সকাল ১০:৫৮

মএসএইসভূইয়া বলেছেন: amio '90 te brasil va argentina match dekhe tokhon thekei Argentina er tader,90 er keeper guykochiya er bokto hoye gechi......

২৯ শে জুন, ২০১০ দুপুর ১২:১২

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: তাই নাকি? ভালো তো! :)

৩৫| ২৯ শে জুন, ২০১০ সকাল ১০:৫৮

মএসএইসভূইয়া বলেছেন: er MESSSI te bhivore

২৯ শে জুন, ২০১০ দুপুর ১২:১৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: একেই বলে মহা আর্জেন্টিনা ভক্ত!

৩৬| ২৯ শে জুন, ২০১০ দুপুর ২:১৭

শিরীষ বলেছেন: মিয়া মানে শিরীষ নয়।

২৯ শে জুন, ২০১০ দুপুর ২:২৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হবে হয়তো...

৩৭| ২৯ শে জুন, ২০১০ বিকাল ৪:০১

রাজসোহান বলেছেন: This Time for Africa! !:#P

২৯ শে জুন, ২০১০ বিকাল ৪:০৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: খুব খুশি মনে হচ্ছে! ;)

৩৮| ২৯ শে জুন, ২০১০ বিকাল ৪:৩৮

রেজোওয়ানা বলেছেন: আপু ওয়াকা ওয়াকার এই গানটা দেখেছেন...........?

http://www.youtube.com/watch?v=ibqtKBpSQ3s (লিংক দিতে পারছি না, সাম ইনের জঘন্য অবস্থা)


২৯ শে জুন, ২০১০ বিকাল ৫:১৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ও আপা কোথায় পেলেন এই গান? আমি তো হাসতে হাসতে শেষ! হাহাহাহাহাহাহা =p~

৩৯| ২৯ শে জুন, ২০১০ বিকাল ৪:৪৯

রাজসোহান বলেছেন: পোস্টটা পড়ার পর ভালো লাগলো B-)

২৯ শে জুন, ২০১০ বিকাল ৫:১৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: যাক, পড়ার আগেই যে ভালো লেগে যায়নি তাতেই আমি খুশি। :|

৪০| ২৯ শে জুন, ২০১০ রাত ৯:০৭

সত্যবাদী মনোবট বলেছেন: সাবাই এতো কমেন্টস করে আমি কি করি........ :( :P /:) Click Here

৩০ শে জুন, ২০১০ রাত ১২:১৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আপনিও ওটাই করুন যেটা বাকিরা করে।

৪১| ৩০ শে জুন, ২০১০ রাত ২:৩৭

জেরী বলেছেন: ওয়াকা ওয়াকা গানটা বেশীরভাগ ছেলেরাই পছন্দ করেছে। তাও আবার গান কম গায়িকারে দেখার জন্যই .....:#) :#)

৩০ শে জুন, ২০১০ সকাল ১১:২৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আসলে আমারও ঐ গানে গায়কাকে দেখতে খুবই ভালো লাগে (পোলাপাইনের আর কি দোষ দিমু কন?) :!> আচ্ছা ঐ ছুঁড়ি (শাকিরা) কি প্লাস্টিক সার্জারি করেছে? খোমা বদলে গেছে কেমন যেন (চিন্তিত ইমো)।

৪২| ৩০ শে জুন, ২০১০ সকাল ৯:১২

সত্যবাদী মনোবট বলেছেন: আপুরে আমিও তো কমেন্টস করার জন্যই কিন্তু এসে দেখি লাড্ডুঘুড্ড। সবাই অনেক আগে আইসা গেছে :P B:-)

৩০ শে জুন, ২০১০ সকাল ১১:৩২

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: এরকম অবস্থায় পড়লে সবসময় ছোটবেলার ছড়াগুলোর কথা মনে করবেন।

আগে গেলে বাঘে খায়
পিছে গেলে সোনা পায়। :P

৪৩| ৩০ শে জুন, ২০১০ সকাল ১১:৫৪

ফয়সালরকস বলেছেন:
এইহানে কি আর কমেন্ট করুম??

লাড্ডু-গুড্ডু...

নস্টালজিক বলেছেন: এ পর্যন্ত আমার কাছে সেরা থিম সং মনে হইসে ৯০'ইতালি বিশ্বকাপ এর টা।

একমত!

৩০ শে জুন, ২০১০ দুপুর ১২:১৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ভাইডি বাঁইচ্চা আছেন? ম্যালাদিন পর দ্যাখলাম আপ্নেরে। আছেন কিমুন? পুলাডা ভালা আছে? :D

৪৪| ৩০ শে জুন, ২০১০ দুপুর ১২:২১

ই য়া দ বলেছেন: রেজোওয়ানা আপুর দেয়া লিন্কের গান দেখে অনেক মজা লাগলো :D

আমার কাছে তো এখন অরিজিনালটাই ভালো লাগছে সবচেয়ে বেশি!

৩০ শে জুন, ২০১০ দুপুর ১২:৩৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমারও জটিল মজা লাগসে গানটা। ... আচ্ছা তুমি ফুটবল নিয়ে ঝাক্কাস একটা পোস্ট দিয়েছো, না? দেখবো দাঁড়াও। :)

৪৫| ৩০ শে জুন, ২০১০ দুপুর ১২:৪৫

জেরী বলেছেন: কয়জন শাকিরার খোমা দেখে সব্বাইরে তো দেখি তার কোমর দুলানো নিয়ে বাতচিৎ করতে /:)

৩০ শে জুন, ২০১০ দুপুর ১:১৬

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আসলেই কিন্তু ছুঁড়ি কোমর দোলায় খুব সুন্দর। ;)

৪৬| ৩০ শে জুন, ২০১০ দুপুর ১:০০

হতাশার স্বপ্ন বলেছেন: সেইরাম মজা পাইলাম ;)

৩০ শে জুন, ২০১০ দুপুর ১:১৬

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: দইন্যভাদ দইন্যভাদ B-))

৪৭| ৩০ শে জুন, ২০১০ দুপুর ১:২২

শয়তান বলেছেন: আম্রার বালুলের দেখি মান সুলেমান দফারফা :#)

=p~ =p~ =p~

৩০ শে জুন, ২০১০ দুপুর ১:২৬

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হাইসেন না মিয়া! আপ্নের কারণেই উনার লাহান ভালা মাইনষের আইজ এই হাল। X((

৪৮| ৩০ শে জুন, ২০১০ দুপুর ১:৩৮

ই য়া দ বলেছেন: সে রকম কিসু নাহ!
(আগডুম বাগডুম লিখে কোন রকম চালিয়ে দিয়েছি :) হে হে :) )

৩০ শে জুন, ২০১০ বিকাল ৩:০৬

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমার মত ফুটবল বোদ্ধা (!)দের জন্য আগডুম বাগডুম লেখাই ভালো। :D

৪৯| ৩০ শে জুন, ২০১০ দুপুর ১:৩৯

শয়তান বলেছেন: তাও ঠিক ;) এরম গুনাবলী চাপা থাকে না কোখনও =p~

৩০ শে জুন, ২০১০ বিকাল ৩:০৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: নেক্সটবার উনি পুনরায় ঢাকা আগমন করিলে তখন আপনারও এরকম কিছু গুণাবলী বাহির করা হইবেক। ;)

৫০| ৩০ শে জুন, ২০১০ বিকাল ৪:৫৮

আনিকা শাহ বলেছেন: Wavin' Flag আমার ভাল লাগে। প্রথমে শুনে ভাল লাগে নাই, পরে যখন শুনলাম, মনে হল গানটায় খুব উৎসাহব্যঞ্জক ব্যাপার আছে। পরে অরিজিনাল ভারসনটা শুনে বুঝলাম যে উৎসাহ দেওয়াটাই গানটার উদ্দেশ্য ছিল।

Waka Waka ভাল্লাগে। শাকিরা যা করে আমার তা-ই ভাল্লাগে। :D

আপনার জন্য Wavin' Flag এর লিরিকস্। হয়ত এটাও শুনেছেন, তারপরও। :)


When i get older, they'll call me freedom
Just like a Waving Flag.

When I get older, I will be stronger,
They'll call me freedom, just like a Waving Flag,
And then it goes back, and then it goes back,
And then it goes back

Born to a throne, stronger than Rome
But Violent prone, poor people zone,
But it's my home, all I have known,
Where I got grown, streets we would roam.
But out of the darkness, I came the farthest,
Among the hardest survival.
Learn from these streets, it can be bleak,
Except no defeat, surrender retreat.

So we struggling, fighting to eat and
We wondering when we'll be free,
So we patiently wait, for that fateful day,
It's not far away, so for now we say

So many wars, settling scores,
Bringing us promises, leaving us poor,
I heard them say, love is the way,
Love is the answer, that's what they say,
But look how they treat us, Make us believers,
We fight their battles, then they deceive us,
Try to control us, they couldn't hold us,
Cause we just move forward like Buffalo Soldiers.

But we struggling, fighting to eat,
And we wondering, when we'll be free
So we patiently wait, for that faithful day,
It's not far away, but for now we say,

When I get older, when I get older
I will be stronger, just like a Waving Flag,
Just like a Waving Flag, just like a Waving flag
Flag, flag, just like a Waving Flag

৩০ শে জুন, ২০১০ বিকাল ৫:০৬

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: থ্যাঙ্কস! শাকিরা যা করে তা-ই ভালো লাগে? তাহলে তো ওকে চিঠি দিয়ে এই কাহিনী জানাতে হয়। ;)

৫১| ৩০ শে জুন, ২০১০ বিকাল ৫:০৬

সিনসিয়ার বলেছেন: বেশ বেশ............

৩০ শে জুন, ২০১০ বিকাল ৫:০৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: শুরুতে একটা 'আহা' লাগালে ভালো হতো (আহা বেশ বেশ!) :!>

৫২| ৩০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩১

নৈশচারী বলেছেন: বাহ তোমার এই নতুন মাইনাস সঙ্গীটা কে? লাস্ট তিনটা পোস্টেই একটা করে মাইনাস দেখছি!

৩০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমি নিজেই এখনও ধরতে পারিনি। :|

৫৩| ৩০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩৯

নৈশচারী বলেছেন: থাক এইগুলা ব্যাপার না কোনো! আছ কেমন? :)

০১ লা জুলাই, ২০১০ রাত ১:১৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: এইগুলানরে পাত্তা দেয়ার কি আর বয়স আছে রে মনা? এইসব নিয়া ভাবি না। যার যা খুশি দেউক, এডি ব্যাপার না। আছি আল্লার ওয়াস্তে ভালাই, তয় পুরাই দৌড়ের উপ্রে। :((

৫৪| ০১ লা জুলাই, ২০১০ রাত ১:৩২

আমি পালোয়ান বলেছেন: হ আসলেই ফুটবল খেলতে অনেক স্ট্যামিনা লাগে। এই জন্য দেখেন না আমগো দেশ তো দূরের কথা আসে পাসের দশ গ্রামও ওয়ার্ল্ড কাপে চান্স পায় না। পাইবো কই থিকা? এমনেই চেংড়া টাইপের তার মইধ্যে আবার পেট ভর্তি ভাত।
ক্রিসচিয়ানো রোনাল্ডোর সাথে এক দৌড় দিলেই তো খিদা লাগবো।
এনিওয়ে, ইংল্যান্ড সাপোর্ট কর্ছিলাম। ফেইল কর্ছে কিন্ত আইকনের ছবিটা সড়াইতে পার্তাছিনা। চোক্ষে পানি আসার ইমো হইবেক)

০১ লা জুলাই, ২০১০ রাত ১:৩৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: এইডাই সমস্যা আমাগো 'ভেতো বাঙালি'র। ভাত না খায়া যদি রুটি খাইতো তাইলে আর এইরাম হৈতো না (আশা করা যায়)।

আপ্নেই একমাত্র ব্যক্তি যিনি পুস্টের শুরুর এই কতাগুলান লয়া কিচু কৈলেন। ধইন্যা! :D

ইংল্যান্ড ফেল মার্ছে তো কি হৈচে, আপ্নের ইংল্যান্ড পেরেম তো আর ফুরায় নাই। ঠাট্টা না, সিরিয়াসলি কৈলাম। ফটুক যেরাম আছে সেরাম থাউক। আমার টিম বাদ পৈড়া গ্যালো বৈলা কি তাগো প্রতি আমার ভালোবাসা ফুরায়া যাইবো? নেভার!

৫৫| ০১ লা জুলাই, ২০১০ রাত ১:৫৯

হানিফ রাশেদীন বলেছেন: যদিও আমার ইমেজে আর্জেন্টিনার পতাকা আছে। কিন্তু আমার এ সাপোর্ট আসলে বালক বেলার সাপোর্ট ও জোর করে। 'জোর করে' এই অর্থে যে, আমি আসলে এখন আর খেলা তেমন দেখি না। খেলা দেখার ভেতরে যাতে ঢুকে না যাই, এবং দেখার এই মোহ থেকে সরে আসার জন্যেই আমার এই যেমন তেমন পদ্ধতি।

আর্জেন্টিনা ও ব্রাজিলকে নিয়ে এই ব্লগে (সবখানেই) এতো বাড়াবাড়ি ও ছেবলামি দেখে আমার মনে হয়েছে, দেখবেন, চিন্তার জায়গায় কী ভয়াবহ দৈন্যদশা আমাদের। খেলা দেখে বা নিজে ভেবে কোনো দল পছন্দ বা সাপোর্ট করা; তা নয়, যে-দিকে স্রোত যায়, মিডিয়া থেকে প্রভাবিত হয়ে, তারকা-নামে অবেগ ও উচ্ছাস থেকে। আমাদের নিজ্বস কোনো চিন্তা নেই।

০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: পুরোপুরি সহমত। আমারও এটাই মনে হয়েছে। একটা ব্যাপার ভাবলে অবাক লাগে, মানুষের মধ্যে পরমতসহিষ্ণুতা কত কম যে এরকম সামান্য ব্যাপার নিয়ে তারা এত মাতামাতি করে! আমি এক দলকে সাপোর্ট করি বলে অন্য দলকে ছোট করে দেখবো এটা কেমন মানসিকতা, আর অন্য কেউ আমার দলকে সাপোর্ট না করলে তাকে গালি দেবো এটাই বা কেমন মানসিকতা? ঘেন্না ধরে গেছে এইসব দেখতে দেখতে।

৫৬| ০১ লা জুলাই, ২০১০ সকাল ১১:৫৬

সোমহেপি বলেছেন: ব্রাজিলের বিরুদ্ধে কইলে - পক্ষে কইলে+
পোষ্ট পড়ি নাই

০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৪

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: পোস্ট না পড়ে কমেন্ট করা ঠিক না।

৫৭| ০১ লা জুলাই, ২০১০ দুপুর ১:৫৩

ফুল পরী বলেছেন: এই মেঘু আমার কিন্তু আর্জেন্টিনা সবচেয়ে পছন্দ। তবে মনে হচ্ছে আর্জেন্টিনা হারবে এবার। :(

আর ওয়েভিং ফ্ল্যাগ আমার বেশি পছন্দ হয়েছে ওয়াকা ওয়াকার চেয়ে:):)

০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমারও বেশ চিন্তা হচ্ছে আর্জেন্টিনাকে নিয়ে। জার্মানি খুব ভালো খেলছে এবার, তার সামনে আর্জেন্টিনা দাঁড়াতে পারবে কি? অবশ্য আগে থেকে কিছু বলাটা টাফ, ঘটতে পারে অনেক কিছুই। Chances are 50-50. :)

৫৮| ০১ লা জুলাই, ২০১০ বিকাল ৪:৫২

রাজসোহান বলেছেন: আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি , তোমার ব্লগে ঢুকলে এই গানটার এই লাইনটা অজান্তেই গেয়ে ওঠা হয় , যেটা আগে বছরেও হত না !

০১ লা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: বটে! আমি তাহলে যেসব ছেলেপিলে জাতীয় সংগীত একেবারেই গায় না তাদেরকে নিজের অজান্তেই সেটা গাইতে বাধ্য করছি? খুশি হলাম জেনে (কলারটাও একটু ঝাঁকিয়ে নিলাম এই সুযোগে)। :)

আমার আসলে এই গানটা অসম্ভব প্রিয়। আর এমনিতেও, আমি সব জায়গায় গান লিখে রাখতে পছন্দ করি। আমার দু'টো নিকই কিন্তু গানের শিরোনাম। ;)

৫৯| ০২ রা জুলাই, ২০১০ রাত ১:৩৯

বাবুনি সুপ্তি বলেছেন: :)

০২ রা জুলাই, ২০১০ সকাল ১১:৩৪

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: তাই নাকি? ;)

৬০| ০২ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৩

সোমহেপি বলেছেন: আমার কি দোষ কন বিশ্বকাপ নিযে এত পোষ্ট দেয়া হয়েছে যে পড়তে পড়তে তিতা
যাক আপনি যেহেতু কইছেন তাই পড়ি


এবারের টুর্নামেন্টে সেভাবে সাপোর্ট করা হচ্ছে না কাউকেই। ঠিক ঐ অর্থে ফেভারিট কোনও টিম নেই, টানটান উত্তেজনাময় যেকোনও ম্যাচই দেখতে ভালো লাগে কাজেই ওরকম কোনও ম্যাচ হাতের কাছে পেলে আপনা থেকেই একটা সমর্থন দাঁড়িয়ে যায়। তবে আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্টারদের মাত্রাতিরিক্ত লাফালাফি ঝাঁপাঝাঁপি দেখে চরম ত্যক্ত-বিরক্ত হয়ে একটা ছবি বানিয়েছিলাম


শুধু আজেন্টিনা হইলে খুশি হইতাম ব্রাজিলের তারা এত মাতাল না।


আমার ভুভুজেলার শব্দ এত বোরিং লাগেনি যতটা লেগেছে এবারের থিম সংটা শুনে। Waving Flag গানটা সবাই এত পছন্দ করে (আমার বেশ কিছু কলিগ অলরেডি এটাকে মহা আনন্দে রিংটোন বানিয়ে ফেলেছেন!) অথচ আমার এত চরম বিরক্তি লাগে কেন? গানটার সুরে মনে হয় একটু মেলোডি বা একটু ভ্যারিয়েশন কম আছে, সেজন্যই এমন লাগে হয়তো। আমার বরং অনেক বেশি ভালো ওয়াকা ওয়াকা গানটা। রিয়ালি রকিং!


আপনে এইসব কি কন?গানটার মধ্যে চরম উত্তেজনা আছে।এইডা কি প্রেমের গান না দুখের গান যে মেলোডি হইব?আপনার বুঝা উচিত এইডা ফুটবল খেলা ,প্রেম আর ছ্যাক খেলা না।বিশ্বকাপ মানে উত্তেজনা আর তাই গানটাও গরম এবং অবশ্যই অন্য রকম সুন্দর চমৎকার।অবশ্য আপনের বয়স বেশি এত গরম গান ভালো না লাগারই কথা :P
শাকিরার গানটাও ভালো তবে ঐটার সাথে তুলনার যোগ্যতাই নাই।আমার অবশ্য হেতির গানের চাইতে হেতিরে ভালো লাগে
কথা মিছা না।

০২ রা জুলাই, ২০১০ রাত ১০:৩৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: অবশেষে পোস্ট পড়ে কমেন্ট করার জন্য থ্যাঙ্কস। :|

৬১| ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:৩৭

হেমায়েতপুরী বলেছেন: থিম সংটা সেরাম :#> :!>

০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:৪৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: পুরনো বন্ধুরা ভুলে গেলে কষ্ট হয়।

৬২| ০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:৩৩

শায়মা বলেছেন: আমার তো ভালোই লাগে সং টা।:)

০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:৩৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আপনারা সবাই দেখি এক দলে! /:)

৬৩| ০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:৩৫

আলিম আল রাজি বলেছেন: মন বৃহৎ খ্রাপ।

০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:৩৬

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: জানি জানি, সবই জানি। ;)

৬৪| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১:০০

কালীদাস বলেছেন: একজন দেশপ্রেমী বাংলাদেশি হিসেবে সম্ভাব্য গৃহযুদ্ধের আশংকা কেটে যাওয়ায় আমি অসম্ভব আনন্দিত! জাতি আজ শ্রদ্ধা সহকারে ডাচ এবং জার্মানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে......... :P :P

০৪ ঠা জুলাই, ২০১০ রাত ১:২১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আর বৈলেন নারে ভাইডি, কি যে খুশি লাগতাসে আইজকা কি আর কমু! খোমাখাতায় স্টেটাস দিসি, "ব্রাজিল আর আর্জেন্টিনার হাত হইতে বিশ্বকাপকে রেহাই দেওয়ায় পরম করুণাময়ের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন" :D ;)

৬৫| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৯:০৩

সত্যবাদী মনোবট বলেছেন: কেমন আছো দিদি ভাই?
দিদি একটু হেল্প করো না যাতে আমার বস্তা পঁচা লেখা গুলো তোমাদের মত প্রবীনরা পড়ে আর আমি সেইফ মুডে যাই...একটা নতুন পোষ্ট Click here করলাম কিন্তু কেউ ই আমার ঘরে গেলোনা :( :( :(

০৫ ই জুলাই, ২০১০ সকাল ১১:৪৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আছি তো ভালই দাদাভাই, কিন্তু তুমি তো বেশ পুরনো ব্লগার, এখনও তোমার এই হাল রয়ে গেলো কিভাবে! আচ্ছা ঠিক আছে, একটু ফ্রি হয়ে নিই, তারপর যাবোনি তোমার লেখা পড়তে। :)

৬৬| ০৫ ই জুলাই, ২০১০ সকাল ১০:২২

চতুষ্কোণ বলেছেন: এবার বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ছিল হ্যলান্ড ব্রাজিল ম্যাচ। আর আমার ধারনা জার্মানি আর স্পেনের মধ্যকার জয়ী দলই বিশ্বকাপ জিতবে।

০৫ ই জুলাই, ২০১০ সকাল ১১:৪৬

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ইয়াহ, হল্যান্ড ব্রাজিল ম্যাচটা আসলেই ব্যাপক হাই ভোল্টেজ ছিলো। অনেক অবাক হৈসিলাম খেলাটা দেখে। আচ্ছা দেখা যাক, তোমার এবারের প্রেডিকশনটা মেলে কিনা। :)

৬৭| ০৭ ই জুলাই, ২০১০ ভোর ৪:০১

বোহেমিয়ান কথকতা বলেছেন: মাইনাচ!!! waving flag এখনো শুন্তেছি!!!
waka ও খ্রাপ না

এই লেখাটা পড়তে এট্টু দেরি ই হয়ে গেছে!
আমার বিশ্বকাপ শ্যষ :(

খালি এখন জার্মানি না জিতলেই হয়!

০৭ ই জুলাই, ২০১০ দুপুর ২:৩১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হেহে! ব্রাজিল আর আর্জেন্টিনার ভক্তদের ম্যালা রাগ দেখি জার্মানির উপরে! ;)

৬৮| ০৭ ই জুলাই, ২০১০ সকাল ১০:৫২

হেমায়েতপুরী বলেছেন: আরে পাগলী বন্ধুরা কি কখনো পুরানো হয়। আসলেই ইদানিং রাজনৈতিক ক্যাচাল ছাড়া খুব ১টা সময় ব্লগে দেইনা। :D

০৭ ই জুলাই, ২০১০ দুপুর ২:২৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ১ম কথাটা সত্যি, কিন্তু ২য় কথাটা ডাঁহা মিথ্যা।

৬৯| ০৭ ই জুলাই, ২০১০ দুপুর ১:০২

স্বদেশ হাসনাইন বলেছেন:
নতুন লেখা খুঁজতে এলাম। ব্যস্ত বোধ হয়।

ভাল থাকবেন।

০৭ ই জুলাই, ২০১০ দুপুর ২:২৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আসলেই কিছুটা ব্যস্ত। তবে খুব ইচ্ছে ছিলো কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলোর রিভিউ লেখার। লিখতে শুরুও করেছিলাম কিন্তু এগোতে পারিনি। মাই ব্যাডলাক।

আপনিও ভালো থাকবেন। ভাবতে ভালো লাগলো যে আমার এসব ছাইপাঁশ লেখার জন্যও কেউ অপেক্ষা করে। :)

৭০| ০৮ ই জুলাই, ২০১০ দুপুর ১:২৮

সুবিদ্ বলেছেন: সাবলীল লেখা এরেই বলে..........ওয়েভিং ফ্ল্যাগ ভালো লাগেনাই শুইনা মাইনাস দিতে ইচ্ছা করছিল, এই সাবলিলতার জন্যও দিলাম না......

চোখ বন্ধ কইরা খেলা দেখতে চান ভালো কথা, কিন্তু তখন টিভি অন কইরা রাখার দরকার আছে কি না বললেন না তো:D

আর ওয়াকা ওয়াকা আসলেই রকিং.......শুনলেই আমি নিজের অজান্তেই নেচে উঠি, পরে এদিক ওদিক তাকাই, আমার নাচ কেউ দেখে ফেলেনি তো:P

০৮ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হাহাহা! আমি হেডফোন কানে লাগিয়ে রাস্তা দিয়ে হাঁটি আর গানটা শুনে একটু একটু হেলেদুলে উঠি আর কি (পারলে তো নাচতামই), তারপর যথারীতি আপনার মতই এদিক ওদিক তাকাই :)

চোখ বন্ধ করে আমি খেলা দেখি (স্বপ্নে), আর আমার সাহেব চোখ খুলেই দেখেন, কাজেই টিভি অফ করার আর স্কোপ থাকলো কই বলেন? ;)

লেখার প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ। আপনারা পড়েন বলেই লেখার আগ্রহ পাই। :)

৭১| ০৮ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৩৬

টানজিমা বলেছেন: :(

০৮ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আপনি কি ব্রাজিল না আর্জেন্টিনা? নাকি জার্মানি? :-B

৭২| ০৮ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৪

উদাসী স্বপ্ন বলেছেন: এইবারও কাপ ইউরোপে! তয় এিসব ছাগলা ভয়েসের গান আমার ভালো লাগে না। ওয়াকা ওয়াকা খারাপ না, তবে কেমন যেনো মাদকতা আছে ওর গলায়!

০৮ ই জুলাই, ২০১০ রাত ৯:৪৬

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: মাদকতা থাকলে আবার ছাগলা ভয়েস হৈলো ক্যাম্নে! :-/

৭৩| ০৮ ই জুলাই, ২০১০ রাত ৯:১০

পাপতাড়ুয়া বলেছেন: উদা ভাই কি শাকিরার মাদকে আসক্ত?;)

ফুটবলম্যানিয়ায় ভালোই ভুগতাসো জনাবা।:):)

০৮ ই জুলাই, ২০১০ রাত ৯:৪৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: পেত্যেকবারই এরাম হয় ভ্রাতা! চাইর বচ্ছর কুনো পাত্তা পাই না খালি বিশ্বকাপ আইলেই শুরু করি ফাল পাড়া। B-))

৭৪| ০৯ ই জুলাই, ২০১০ রাত ২:৫৮

উদাসী স্বপ্ন বলেছেন: ছাগলা কন্ঠের অধিকারী আমি কানানরে কইছি যেই বেটা ঐ থিম সং গাইছে। শাকিরার সাথে কানানের তুলনা কেমনে করলেন আপনে, কই মায়ামী বীচ কই টুটপাড়া!কই যাই, কারে বুঝাই!

০৯ ই জুলাই, ২০১০ রাত ১০:৫৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: অ।

৭৫| ১০ ই জুলাই, ২০১০ রাত ১:২৮

রোজারিও বলেছেন: কী সুন্দর গুছিয়ে লিখেছেন। কিন্তু আমার ব্লগে নতুন মন্তব্য পাবার আগেই আমি এই ট্যাব খুলে রেখেছিলাম। কী করে যেন আপনাকে হারিয়ে ফেলতেছি বারবার।

১০ ই জুলাই, ২০১০ বিকাল ৩:০৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: কোনও অসুবিধে নেই। আপনার 'আমার লিঙ্কস' তালিকায় আমার ব্লগের লিঙ্কটি সেভ করে রাখতে পারেন, তাহলেই আর হারিয়ে ফেলবেন না। :)

৭৬| ১০ ই জুলাই, ২০১০ সকাল ১১:৪১

সুবিদ্ বলেছেন: যাক, টিভি অফ করার স্কোপ নাই জেনে ভালো লাগলো........কারন উত্তেজনাকর মূহুর্তগুলাতে ভাইয়ের চিৎকার শুনে স্বপ্নে খেলা দেখা বাদ দিয়ে কিছুক্ষণের জন্য আবার সত্যিকার খেলাই দেখতে পান নিশ্চয়ই;)

১০ ই জুলাই, ২০১০ বিকাল ৩:০৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হ্যাঁ, এভাবে আসল খেলা + স্বপ্ন খেলা দুইটাই একসাথে দেখার চান্স কয়জন পায় বলেন? ;)

৭৭| ১০ ই জুলাই, ২০১০ বিকাল ৩:০৫

জাফরীন সুপ্তি বলেছেন: কেমন আছ ?

১০ ই জুলাই, ২০১০ বিকাল ৩:০৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আস-সালাম ভাইয়া, থুক্কু আপা। :P ভালো আছেন আশা করি। শবে মেরাজের শুভেচ্ছা জানবেন। ;)

৭৮| ১০ ই জুলাই, ২০১০ বিকাল ৩:১২

জাফরীন সুপ্তি বলেছেন: হ্যা , আমি আপাই :P

১০ ই জুলাই, ২০১০ বিকাল ৩:১৪

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: তা কি আর জানিনা! ;)

৭৯| ১০ ই জুলাই, ২০১০ বিকাল ৩:১৮

করবি বলেছেন: আপনার কাটা দাগের জন্যই ব্রাজিল, আর্জেন্টিনা বাদ পড়ছে। X(




Tsamina mina Zangalewa.... This Time for Africa!

শুনলেই মনে হয় Africa যাইগা। B-)

১১ ই জুলাই, ২০১০ দুপুর ১:৪৬

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হাহা! আমার কাটা দাগের জন্য ওরা বাদ পড়েছে বলে বুঝি আপনার খুব রাগ আমার ওপরে? :)

৮০| ১০ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪১

ডঃ জেকিল বলেছেন: তুমি ফাইনালে কার সাপুর্টার ইসপেন না নেদারল্যান্ড? /:)

১১ ই জুলাই, ২০১০ দুপুর ১:৪৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমি টিক ছাপুটার না, তয় ইচপেন জিতলে মুনয় খুশি হমু। :D তর কি ইচ্ছা? :-B

৮১| ১১ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৪

বীনা বলেছেন: নতুন লেখা দেন দয়াকরে।

১১ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: একটু অপেক্ষা করেন দয়া করে। ;)

৮২| ১১ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৩

বাজ বলেছেন: যে প্রোফাইল ফডুক দিছো বোনডি, তাতে কিছু না লেখলেও পোষ্ট হিট খাইবো :P

১১ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ভাইজান আগে কুন্নিকে আছিলেন কনদি? :P

৮৩| ১১ ই জুলাই, ২০১০ রাত ৮:৪৩

বাজ বলেছেন: ঈমানে কইতাছি আগে কোন নিক আছিলো না...নতুন ব্লগাই...তয় আর এক্তা নিক আছে কমু না :P

১১ ই জুলাই, ২০১০ রাত ১১:৩৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: তাইলে তো দেহি জায়গামতনই ধরছি! :-B

৮৪| ১২ ই জুলাই, ২০১০ রাত ১:০৯

দীপান্বিতা বলেছেন:
আজ দেখা যাক ইনি কার কাছে যান! :D

১২ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৪৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আজ তিনি আমি যাকে সমর্থন করেছিলাম তার কাছেই গেছেন :D তা আপনি কাকে সমর্থন করেছিলেন শুনি?

৮৫| ১২ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫১

ডিস্কো ঘোড়া বলেছেন: ওয়াকা ওয়াকা = ওয়ার্লড কাপ ওয়াক থু : ;)

১২ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: /:)

৮৬| ১২ ই জুলাই, ২০১০ দুপুর ১:৪৪

ডঃ জেকিল বলেছেন: ইসপেন সাপুট কর্সিলাম (আসলে ব্রাজিলের ভক্ত :|| ) ফাইনালে। জিতসি।

১২ ই জুলাই, ২০১০ বিকাল ৩:১৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমিও ইসপেন সাপুট কর্সিলাম। নেদারল্যান্ডের খেলা দেইক্ষা গাইল দিতে ইচ্ছা কর্সে কাইলকা। X(

৮৭| ১২ ই জুলাই, ২০১০ বিকাল ৩:২৪

নৈশচারী বলেছেন: শেষ হয়ে গেল! আবার চার বছরের অপেক্ষা!! :(

১২ ই জুলাই, ২০১০ বিকাল ৫:১৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হ! অহন সবকিছু কিরাম যে ম্যাড়ম্যাড়া লাগতাসে কি আর কমু। :-&

৮৮| ১২ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৫৮

একলোটন বলেছেন: +হে হে পড়ে ফেলছি ;) ;) ;)

১২ ই জুলাই, ২০১০ বিকাল ৫:১৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আছেন কেমন? ম্যালাদিন পর দেখলাম।

৮৯| ১২ ই জুলাই, ২০১০ বিকাল ৫:২৮

চতুষ্কোণ বলেছেন: :)

৯০| ১২ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৩৩

চতুষ্কোণ বলেছেন: :)

৯১| ১২ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৩৩

চতুষ্কোণ বলেছেন: :)

১২ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৩৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:

আরে সব্বোনাশ! এত হাসি! :-/

৯২| ১২ ই জুলাই, ২০১০ রাত ৮:৪৫

ডিস্কো ঘোড়া বলেছেন: দাত শক্ত কৈরা ধমক দেন ক্যান! আম্মু, আন্টি মারছে! :(

১২ ই জুলাই, ২০১০ রাত ১০:৩৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: পুপা লোকজনরে ডরাই তো, হের্লিগা ধমক দিসি। ;)

৯৩| ১৩ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৯

মুকুট বিহীন সম্রাট বলেছেন: হুম ভালো লাগলো :)

১৩ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: কেমন আছেন সম্রাট? ভালো তো? :)

৯৪| ১৪ ই জুলাই, ২০১০ রাত ৮:১২

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: আপনার এই নিকের পুরা হিস্ট্রি ঢু মেরে গেলাম, কোন কাব্য পাইলাম না। কেন জানি সন্দেহ হইছিল যে আপনে কাব্য লেখেন, কাব্য কই?

১৫ ই জুলাই, ২০১০ সকাল ১১:৩০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমি! কাব্য! কি বলেন ভ্রাতা! এই ব্লগের কাব্যপ্রেমীদের সাথে আমার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাই তাদের সকল কাব্যে আমি কমেন্ট করি, আসলে কিন্তু আমি কাব্য কিচ্ছু বুঝি না। শুধু এই নিক নয়, আগে যখন ভেবে ভেবে বলি নিকে লিখতাম তখনও আর যাই করি না কেন কাব্য করিনি কোনওদিন। ইন ফ্যাক্ট কাব্য জিনিসটা আমার পড়ার অভ্যাসই হয়েছে ব্লগে আসার পর, তার আগে কাব্য দেখলেই উলটো দিকে দৌড় দিতাম। আসলে কাব্য সংক্রান্ত ব্যাপারে আমি নেহাতই গরু। :D

৯৫| ১৫ ই জুলাই, ২০১০ সকাল ১১:০৩

ফাহাদ চৌধুরী বলেছেন:

ফুটবল আমার কাছে ২০০২ বিশ্বকাপের আগে গ্রাডিয়েটর দের খেলা মনে হৈত!! ততটা মজা পাইতাম না!! কিন্তু স্পেনিশ, ইংলিশ, ইটালির ক্লাব গুলার খেলা দেইখা এখন তো চ্রম ফেন!!

বিশ্বকাপে সবচেয়ে মজা পাইছি ব্রাজিল হলান্ড ম্যাচ দেইখা!! দেখার পর ৬ টা মেসেজ পাঠাইছিলাম!! ঐ ম্যাসেজ পাঠানোর দায়ে আর্জেন্টনা-জার্মানী ম্যাচের পর সারারাত-সারাদিন মোবাইল বন্ধ+বাসার বাহিরে যাওয়া বন্ধ করতে বাদ্ধ হৈসিলাম!! এইবার সবচেয়ে ফাউল টিম হলান্ড!! ভাল লাগছে ফোরলান, জাভি, মেসি, মাইকন, ওজিল আর রোবেনের খেলা!!

১৫ ই জুলাই, ২০১০ সকাল ১১:৩৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আর বৈলেন না, হল্যান্ড ব্রাজিল ম্যাচটা দেইখা তো আমি পুরাই তব্দা খাইসিলাম। এইবার পুরা বিশ্বকাপে বোধহয় এরাম অস্থির ম্যাচ আর একটাও দেখি নাই। এখনও চিন্তা করলে অবাক লাগতাসে। তয় ঐদিন যারা ব্রাজিল হারনের লিগা তান্ডব নৃত্য কর্সিলো তারা পরদিন আর্জেন্টিনা হারার পর এমন গা ঢাকা দিসিলো, ভাবলে অহনও হাসি পায়। হাজার হৈলেও আমি অ্যান্টি ব্রাজিল + অ্যান্টি আর্জেন্টিনা কিনা! ;)

৯৬| ১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৩৫

সাকিরা জাননাত বলেছেন: সুন্দর পোস্ট।+++
আপু ফুটবল,ক্রিকেট কোনটাই ভালো পাইনা, খালি আমার দেশ কোথাও খেলে জিতলে একটু গা ঝাড়িয়া চিৎকার করলে আরাম পায়।তবে পুতুলের বিয়ে দিতে খুব মজা লাগে।:) :) :)

১৫ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৫

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: "খালি আমার দেশ কোথাও খেলে জিতলে একটু গা ঝাড়িয়া চিৎকার করলে আরাম পায়।"--- হাহাহা! কঠিনভাবে সহমত। তবে পুতুলের বিয়ে তো কখনও দিইনি। :|

৯৭| ১৫ ই জুলাই, ২০১০ রাত ৮:২১

শূণ্য উপত্যকা বলেছেন: আপু নতুন লেখা দাও

১৫ ই জুলাই, ২০১০ রাত ১১:৪৭

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: লেখা আমার হইলো না লেখা (নামাজ আমার হইলো না আদায়)... :)

৯৮| ১৬ ই জুলাই, ২০১০ বিকাল ৫:০৪

একলোটন বলেছেন: আপু আপনি আমার বাড়ী আসেন না কত দিন?
আমি তো আপনার বাড়ীতে প্রায়ই আসি।
আমি ভালো আছি।একটু ব্যস্ত।নুতন পোস্ট কই?

১৭ ই জুলাই, ২০১০ রাত ১:১৯

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: নতুন পোস্ট? দেবো ভাই... কিন্তু কবে দেবো তা তো বলতে পারি না। তবে আপনার বাড়ি অবশ্যই যাবো এটা বলতে পারি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.