নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

৭১ এ সাঈদী নাবালক ছিলেন, মাত্র ১২ বছরের মাসুম বাচ্চা।

১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৫১



পোস্ট বড় করে লাভ নেই, শিরোনামে'ই সব বলে দিয়েছি। তবুও দুইডা কথা না বললেই নয়। বিশিষ্ট এই রাজাকারের বিচার প্রক্রিয়া শুরু হবার পর থেকেই ম্যাঙ্গো পিপ্পলের মুখ থেকে শুনে আসতেছি "৭১ এ সাঈদী নাবালক আছিলো, মাত্র ১২ বছরের মাসুম বাচ্চা ছিলেন তিনি" অথচ বেশ কয়েক বছর আগে আমি সাঈদীর ছেলের পেজে তার জন্ম সাল ১৯৪০ দেখেছি, কি একটা কারণে সাঈদী সম্পর্কে আবেগ ঘন একটি পোস্ট দিয়েছিলেন সেখানে তার জন্মসাল ১৯৪০ লিখেছিলেন। কথা হচ্ছে- যে সকল রাম ছাগলগণ '৭১ এ সাঈদী নাবালক আছিলো' এ কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতো আজ তারাই এখন স্ট্যাটাস দিচ্ছে- "বিদায় হে মহাবীর ১৯৪০-২০২৩" এসব লিখে =p~ । এইসব ধর্মীয় গরু মানুষের ব্রেইন যে কি পরিমাণে ওয়াশ করে তার প্রমাণ আমরা আগেই দেখেছি তাকে চাঁদে আবিষ্কার করার মাধ্যমে। ৭১ এর এই নাবালক বাচ্চাটিকে নিয়েই এখন পাকিস্তানের জঙ্গি পেজ থেকে স্ট্যাটাস আসছে।



আসলে সত্য কখনো চাপা থাকে না এটাই হচ্ছে আসল কথা। মুদি দোকানদার আর তাবিজ বিক্রেতা থেকে তিনি হয়ে উঠেছিলেন কুখ্যাত আল্লামা সাঈদী। বিস্তারিত: কুখ্যাত রাজাকার থেকে আল্লামা সাঈদী

কাদের মোল্লা সমাচার-



এই মোল্লা সম্বন্ধে তেমন কিছু জানা নেই, তবে তার ফাঁসির রায় হবার পর থেকে লোক মুখে শুনেছি এই কাদের মোল্লা ৭১ এর সেই কাদের মোল্লা না, ৭১ এ যে মোল্লা ছিল তার নাম ছিল কসাই কাদের। বর্তমানের এই কাদের মোল্লা নাকি খুবই ভালো লুক এবং উচ্চ বংশের একজন মানুষ.. ইত্যাদি। যারা কাদের মোল্লা সম্পর্কে ভালো ভালো কথা বলতেন তারা অনেকেই নিজেদের কাদের মোল্লার দূর সম্পর্কের আত্নীয় অথবা তার বংশধর বলে পরিচয় দিতেন। অথচ কাদের মোল্লার ফাঁসি হবার পরের দিন স্বয়ং পাকিস্তানের পার্লামেন্টে শোঁক পালনের প্রস্তাব উঠে, এ থেকেই বুঝা যায় নিশ্চয়ই এই মোল্লা একজন জঙ্গি ছিলেন। আরও পড়ুন: কুখ্যাত-রাজাকার কাদের মোল্লার যত কুকীর্তি।

বিবিধ কারণেই এই দেশের আম সাধারণের উপর আমার মেজাজটা চরম গরম !! X( X(

রাজাকার মুক্ত বাংলা চাই।


মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:

অনেক পুরনো লেখায়ও যানা যায় - সাঈদী ১৯৪০ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানী গ্রামে জন্মগ্রহণ করেন।
তার পিতার নাম ইউসুফ শিকদার। উনি গ্রামের খুব সাধারণ এক গৃহস্থ ছিলেন।
পোলার নাম দেলোয়ার শিকদার। সত্য।
পরে বাহারি নাম লাগাইছেন। দেলাওয়ার হোসেন সাঈদী বা দেলাওয়ার হোসেন সায়িদি। পরে নামের আগে আল্লামা যোগ করেছেন।
অবস্য টাইবুনালে ওনার উকিলরা অনেক ধানাই পানাই করেছিলেন। বলেছিলেন দেলোয়ার শিকদার ও দেলাওয়ার সায়িদি ভিন্ন ভিন্ন ব্যাক্তি। এরকমটা কাদের মোল্লার ক্ষেত্রেও করা হয়েছিল। পরে সব ভুয়া প্রমানিত হয়েছে।
২০২০ এ ১৯৪০ সালের আজকের এই দিনে আল্লাহর গোলাম, পবিত্র কোরআনের খাদেম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আল্লাহ তায়ালা দুনিয়াতে পাঠিয়েছিলেন।
যুদ্ধাপরাধের দায়ে সর্বচ্চ দন্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ সাইদি গতকাল পিতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফেবুতে একটি পোস্ট দিলো,
সেখানে ভুলে স্বীকার করলো সাইদি’র জন্মদিন ০২.০২.১৯৪০, মামলার এজাহারে যেভাবে ছিল দিন তারিখ সহ হুবুহু সেভাবেই।

১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৪৪

জ্যাক স্মিথ বলেছেন: ভাবতে অবাক লাগে এইসব গান্ডু মার্কা লোকজন এই বিশাল বাংলার প্রতিনিদ্ধিত্ব বহন করে শুধুমাত্র মানুষের অন্ধত্বতার সুযোগ নিয়ে।

রাজাকার সব মরে যাক, মোল্লাতন্ত্র নিপাত যাক।

২| ১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৩৮

কোডার বলেছেন: সুখরঞ্জন বালি Click This Link সুখরঞ্জন বালি Click This Link

১৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:০৯

জ্যাক স্মিথ বলেছেন: এইসব রাজাকারদের জন্য এখন আর মায়াকান্না করে লাভ নেই, আল্লাহর মাল আল্লায় নিয়ে গেছে।

পড়ুন:
রাজাকার সাঈদীর যত কুকীর্তি।

গ্রামবাসীর বক্তব্য

সাক্ষী সুরঞ্জণবলীর নাটক

'নিখোঁজ' সাক্ষী সুখরঞ্জন বালির নথিপত্রে অপহরণের কথা নেই

আরও বিস্তারিত জানতে পাকিস্তানি জঙ্গী সংগঠন তালেবার সাথে যোগাযোগ করুন।

১৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:১১

জ্যাক স্মিথ বলেছেন: আর সরাজীবন যে গান হুনাইসেন, ৭১ এ সাঈদী নাপাক.. সরি নাবালক ছিল হেইডা আগে প্রমাণ করেন, এই পোস্টের মূল বিষয়বস্তুই হচ্ছে এটা।

৩| ১৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৫

কিরকুট বলেছেন: সব বাদ দিলাম বুঝলাম বাংলাদেশের ফাবলিকে খাইয়া দাইইয়া কাজ কম্ম নাই তাই সাঈদি হুজুর রে খারাপ কয় রাজাকার ফাজাকার কয় কিন্তু হেতে যে পান খাইয়া নাতনীর লগে রকেট চালায় তার কি হবে লো ? ঈমান আছে না গ্যাছে ?

১৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৭

জ্যাক স্মিথ বলেছেন: মেশিন চলবে......... না দেখলে মিস!! ;)

৪| ১৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: সাইদি আর আমি একই এলাকার বাসিন্দা।

১৭ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৩২

জ্যাক স্মিথ বলেছেন: বলেন কি!! উনার সাথে দেখা হয়েছে কখনো?

৫| ১৬ ই আগস্ট, ২০২৩ রাত ১০:২১

কামাল১৮ বলেছেন: ১২ বছরেই এতো দুষ্ট ছিলো।বহু নারীর সম্ভ্রম নষ্ট করেছে।তাহলে বুঝুন ঠেলা।

১৭ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৪

জ্যাক স্মিথ বলেছেন: উনি ভালো মেশিন চালাতে পারতেন ;)

এখানে উনার চটি ফাঁস করা হয়েছে

৬| ১৬ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


পাকিস্তানে গায়েবানা জানাযা হয়েছে?

১৭ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৩৮

জ্যাক স্মিথ বলেছেন: গায়েবানা জানাযা হয়েছে কি না জানিনা, তবে পাকিস্তানের তালেবার পেজ থেকে শোক প্রাকাশ করা হইছে।

রাজাকার নিপাত যাক।

৭| ১৭ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:২০

কলাবাগান১ বলেছেন: ডিস্ট্রাবিং বিষয় টা হল যে সামু ব্লগের রথী/মহারথী/সেলিব্রেটি ব্লগার ও ব্লগারানীরা দের সাঈদী এর ব্যাপারে কোন মন্তব্য নাই। তারা শুশীল ভাবে অবজার্ব করছে সরাসরি কথা বলে জামাতি/রাজাকার দের বিরাগভাজন হতে চান না অথবা তারাও সাঈদী পক্ষের ই লোক। এব্যাপারে জামাতি/রাজাকার দের কোন রাখ-ঢাখ নাই, সরাসরি সাঈদীর পক্ষ নিয়ে কমেন্ট করছে।
যারা দুপুরে খাবার এ লবন কম হলেও সরকার এর চৌদ্দগোস্ঠি উদ্ধার করে পোস্ট দেয় তারা এত বড় একটা বিষয় নিয়ে কোন কমেন্ট করে না..তারাই আবার আকাশ ভেংগে পড়া মত জরূরী অবস্হার পোস্টেও 'অন্য পোস্ট নিয়ে 'কুটনামী' করতে পিছ পা হয় না। ১৪০০০ মাইল দুরের জায়গার স্কুল নিয়ে পোস্ট দিবে কিন্তু বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ত্ব, অস্তিস্হ নিয়ে এত ষড়যন্ত্র নিয়ে কোন প্রতিক্রিয়া নাই।

১৭ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৫২

জ্যাক স্মিথ বলেছেন: আপনি একেবারে সঠিক জায়গায় পেরেকটি ঢুঁকে দিয়েছেন। আসলে উনি আমাদের দেশে খুবই জনপ্রিয় একজন ধর্মীয় গুরু ছিলেন, জনপ্রিয়তায় উনার ধারে কাছে আর কেউ যেতে পারবে না। বুঝতে পারছেন মানুষ তাকে চাঁদে আবিষ্কার করেছিলো!! =p~
তাই আমি মনে করি ধর্মীয় কারণেই মুলত সাধারণ মুসলিম জনগন তার বিরুদ্ধে কথা বলতে ভয় পায় বা এড়িয়ে চলে।

আনার মন্তব্য পোস্ট'টিকে অলংকৃত করিলো। :)

৮| ১৭ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৫

অক্পটে বলেছেন: স্বৈরাচার নিপাত যাক।

১৭ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৮

জ্যাক স্মিথ বলেছেন: স্বৈরাচার না রাজাকার হবে, সাঈদি আবার স্বৈরাচার ছিলো কবে?

রাজাকার নিপাত যাক।

৯| ১৭ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৪৭

অপু তানভীর বলেছেন: আসলে ধর্ম আমাদের দেশে খুবই শক্তিশালি একটা টুলস । কেবল আমাদের দেশে না আমাদের দেশ গুলোতে যেখানে মানুষ ডাক্তারের ওষুধের থেকে হুজুরের পানি পড়াতে বেশি ভরশা রাখে সেই সব দেশে ধর্ম খুবই শক্তিশালী একটা মাধ্যম মানুষের মনের উপর দখল কায়েম করা । রাজাকার সাইদি সহ অন্য সব রাজাকারেরা ঠিক একই ভাবে মানুষের মনে একটা সিম্প্যাথি সৃষ্টি করেছে ।

ঐ মানুষটা ধর্মের কথা বলে এতো সুন্দর করে তাহলে বুঝি তার কোন অন্যায়ই নেই ।

এটা হচ্ছে আম জনতার মনের ভাব । অথচ তারা এটা চিন্তা করে না বা তাদের ধর্ম বিশ্বাস তাদের এই চিন্তা করতে বাঁধা দেয় যে আগে তারা অন্যায় করতে পারে । আপনি খেয়াল করে দেখবেন যে মাদ্রাসার বলাৎকারীদেরকে পাবলিক প্রথমে ঠিক দোষ দিতে চায় না । তাদের মনের ভাব যে ধর্মের শিক্ষক তারা এমন কাজ করতেই পারে না ।

রাম রহিম নামে ভারতে এমন একটা ধর্ম গুরু ছিলেন । তার ভক্তরাও ঠিক একই ভাবে তাকে বিশ্বাস করতো ! অথচ তার নামে ধর্ষনের মত অভিযোগ ছিল যা প্রমাণিত !

এতো তো গেল আম জনতার মনভাব । আরেকদল আছে জামাতের প্রতি অন্তপ্রাণ । তাদের কথা আলাদা ভাবে আর কিছু বলার নেই ।

১৭ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৫৮

জ্যাক স্মিথ বলেছেন: ‌আপনি আম-জনতার হার্টবিট'টা অনুধাবন করতে পেরেছেন।
সঠিক বিশ্লেষন, দ্বিমত করার কোন কারণ নেই।

শুভেচ্ছা জানবেন।

১০| ১৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্য কখনো চাপা থাকেনা।

১৮ ই আগস্ট, ২০২৩ রাত ১২:০০

জ্যাক স্মিথ বলেছেন: ঠিক বলেছেন মিস্টার মাইদুল।

শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.