নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

ব্রেকিং: মোসাদ দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৫



ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে, তারা ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলের 'গুপ্তচর সদরদপ্তরে' আক্রমণ চালিয়েছে। ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে, এলিট ফোর্স সিরিয়াতেও ক্ষেপণাস্ত্র হামলা করেছে। গতমাসে সিরিয়ায় রেভলিউশনারি গার্ডের তিন সদস্যের মৃত্যু হয়েছিল। ইরান জানিয়েছিল, তারা এর বদলা নেবে।

ইরানের এই আক্রমণের পরেই মধ্যপ্রাচ্যের সংঘাত আরো ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ করার পর এই সংঘাত শুরু হয়।

রেভলিউশনারি গার্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ''ইরাকের কুর্দিস্তানে মোসাদের গুপ্তচর সদরদপ্তর ছিল। সেটা ব্যালেস্টিক মিসাইল দিয়ে ধ্বংস করা হয়েছে।''

রয়টার্স জানিয়েছে, তারা এই রিপোর্ট এখনো যাচাই করতে পারেনি। ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে কোনো মন্তব্যও তারা পায়নি।

যুক্তরাষ্ট্রের নিন্দা


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই আক্রমণের নিন্দা করেছে। তারা জানিয়েছে, তাদের কোনো কিছু আক্রান্ত হয়নি। ফলে কোনো মার্কিন নাগরিক মারা যাননি। তারা বলেছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরাকের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পক্ষে। তারা এই ধরনের আক্রমণের নিন্দা করছে।

তথ্যসূত্র: DW

আল জাজিরার ভাষ্যমতে এই হামলায় ৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে।



আরো পড়ুন
এবার পাকিস্তানের উপরেও ইরানের হামলা, দুই শিশু নিহত

ইরানকে শায়েস্তা করতে না পারলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে না

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩১

নতুন বলেছেন: ভুতে কি ইরানীদের বেশি কিলাইতেছে?

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩১

জ্যাক স্মিথ বলেছেন: ইরানের কপালে দুঃখ আছে, ইরান হচ্ছে মধ্যেপ্রাচ্যের গডফাদার। ইসরাইল ফলিস্তিন সংঘাতের মূলে হচ্ছে ইরান। আবার এখন হুতি বিদ্রোহীদের দ্বারা লোহিত সাগরে বানিজ্যিক জাহাজে আক্রমণের ঘটনাও হচ্ছে ইরাণের ছত্রছায়ায়।

২| ১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৪

বাউন্ডেলে বলেছেন: এটা কোন ব্যাপার না। ইসরাইলের উচিত ইরানে হামলা করা।

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৪

জ্যাক স্মিথ বলেছেন: মধ্যপ্রাচ্যে ব্যাপক আকারে যুদ্ধ ছড়িয়ে পরার আশঙ্কা দেখা দেখা দিয়েছে।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:

এটা একটা মুখরক্ষার হামলা।
কুর্দিরা ইরান ইরাক তুর্কিদের কমন শত্রু
কিছুদিন আগে এক ইরানপন্থি হামাস নেতাকে লেবাননে হত্যা করেছিল ইসরাইল,
তার আগে সোলাইমানির মৃত্যুদিবসে ইরানে আই এস জঙ্গিদলের আত্নঘাতি বোমা হামলায় অনেক নিরিহ মারা যায়।
এর মধ্য ২০-২২ দিন কেটে গেছে। একটা মুখরক্ষার হামলা করলো ইরান। ঘণবসতি কুর্দি এলাকায় কিছু নিরিহ কমন শত্রু হত্যা।
ঝি কে মেরে বউয়ের উপর চোটপাট দেখানো।

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৭

জ্যাক স্মিথ বলেছেন: পুরাই জগাখিচুরি অবস্থা দেখা যাচ্ছে। =p~

৪| ১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: মধ্যপ্রাচ্যে অশান্তির মুল কারন হচ্ছে ইরান। অথচ সব দোষ পড়ে সৌদির।

১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের রজানীতিতে সৌদি এবং ইরাণের মধ্যে দীর্ঘদিন ধরেই একটা শীতল যুদ্ধ চলে আসছে। আমাদের বাঙালীরা ঠিক কেন যেন সৌদির চেয়ে ইরাণকেই ভালোবাসে বেশি এ থেকেই এটা প্রমাণ হয়ে যে ইরাণ হচ্ছে একটা সন্ত্রাসী রাষ্ট্র।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

বিজন রয় বলেছেন: ইরান বিশাল শক্তিধর। তারা পুরা মধ্যপ্রাচ্য দখল করে নেয় না কেন?

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৯

জ্যাক স্মিথ বলেছেন: আশেপাশের কোন দেশ দখল করার মত অবস্থা তাদের নেই, তবে মধ্যপ্রাচ্যজুড়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাবার মত সক্ষমতা রয়েছে তাদের।

৬| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

শেরজা তপন বলেছেন: সকালেই দেখেছিলাম নিউজটা! কামডা কি ভাল হৈল কন? গ্যাঞ্জামতো বাড়বে না কি?

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৪

জ্যাক স্মিথ বলেছেন: হুমম, ইহাতে উত্তেজনা আরও বাড়বে। ধীরে ধীরে ইরান আমেকরিকার ফাঁদে পা দিচ্ছে। আজকাল যার হাতেই কিছু অস্ত্র আছে সেই বিশ্বের মোড়ল হতে চায়।

৭| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৮

ঢাবিয়ান বলেছেন: এই ব্রেকিং নিউজ না জানলে যে কি ভয়ানক অবস্থা হত বাঙ্গালীর!

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৩

জ্যাক স্মিথ বলেছেন: তাহলে বাঙালীর বেহাল অবস্থা হয়ে যতো। =p~

৮| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৭

অপু দ্যা গ্রেট বলেছেন:


আমি ভাবছি এই দিকে আমেরিকার রাজনীতি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ। পুরো বিশ্ব এখন উত্তাপে চলছে। মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান হবে না। বিশ্ব কি তাহলে বিশ্ব যুদ্ধ দেখবে আর একটা?

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৯

জ্যাক স্মিথ বলেছেন: এই মধ্যপ্রাচ্যেই যত সমস্যা এছাড়া পুরো বিশ্বে কিন্তু খুব একটা অস্থিরতা নেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাদ দিলে। বিশ্ব যুদ্ধ বাঁধবে কি না জানিনা তবে বাইডেন যদি আবারও ক্ষমতায় থাকতে পারে তাহলে আমেরিকা বড় কোন যুদ্ধে জড়িয়ে পরবে তার বিবৃতি থেকে সেরকমই কিছু ইঙ্গিত পেয়েছি।

৯| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৭

কামাল১৮ বলেছেন: আমেরিকা অবৈধ ভাবে মধ্যপ্রাচের অনেক দেশে ঘাঁটি গেড়ে বসে আছে।এর অবসান হওয়া দরকার।সেটা যুদ্ধ ছাড়া সম্ভব নয়।আমেরিকা ভালো কথা শুনার মানুষ না।

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৮

জ্যাক স্মিথ বলেছেন: মধ্যপ্রাচ্যে অশান্তি চিরকালই ছিলো, আমেরিকা তো শুধু সে সুযোগটাই ব্যবহার করছে। সবকটা মুসলিম রাষ্ট্র যদি এক সুরে আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারে তাহলে হয়তো আমেরিকা লেজগুটিয়ে পালাবে, এছাড়া আন্য কোন উপায় দেখি না।

১০| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: যুদ্ধবাজ একটারেও ভাল্লাগেনা।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৮

জ্যাক স্মিথ বলেছেন: গোল্লায় যাক সব আমাদের দক্ষিণ এশিয়া সেফ থাকলেই হলো। যদি কখনো চীন-ভারতের মধ্যে লেগে যায় তাহলে মাঝখানে পরে আমাদের কম্ম শ্যাষ!! :((

১১| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: খেলা জমুক। তবে মুশকিল হলো, এসব হামলা-হাঙ্গামায় নিরীহ মানুষও মরে।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১১

জ্যাক স্মিথ বলেছেন: ইরান যদি আমেরিকান কোন জাহাজ বা সেনা ঘাঁটিতে হামলা করে তাহলে খেলা পুরোপুরি জমে উঠবে, ইরান সেই ভুল করে কি না সেটাই দেখার বিষয়।

১২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: অস্ত্র যারা বানায় তারা মাঝে মধ্যে এর পরীক্ষা করার জন্যও কিছু করে।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৮

জ্যাক স্মিথ বলেছেন: কিন্তু তাই বলে বাঘের লেজ দিয়ে কান চুলকাবে?

১৩| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৫০

কামাল১৮ বলেছেন: ইরান পরোক্ষভাবে ইরাকের আমেরিকার ঘাটিতে অনেক বার আক্রমন করেছে।সিরিয়ার আমেরিকান ঘাটিতেও আক্রমন করেছে।ইরান একা না।ইরানের সাথে রাশিয়া চীন আছে।ইরান আক্রান্ত হলে সারা বিশ্বে যুদ্ধ ছড়িয়ে পড়বে।তেলের সরবরাহ বন্ধ হলে সবথেকে বেশি বিপদে পড়বে ইউরোপ।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১১

জ্যাক স্মিথ বলেছেন: ইরান ব্যাপক উস্কানীমূলক কর্মকান্ড করছে, আজ পাকিস্তানের উপরেও হামলা চালিয়েছে দুই শিশু নিহত হয়েছে। এই হমলা সরাসরি পাকিস্তানের সর্বভৌমত্বের উপর আঘাত।

১৪| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৩

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

মধ্যপ্রাচ্যের দেশ গুলো ভালো নেই। তবে দুবাই এবং কাতার তাদের যোগ্যতা দিয়ে এগিয়ে আছে।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৪

জ্যাক স্মিথ বলেছেন: সন্ত্রাসী রাষ্ট্র ইরান আজ সাকলে, পাকিস্তানের উপরেও হামলা চালিয়েছে পরিস্থিতি দিন দিন খারাপারে দিকে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.