নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকায় রাজনৈতিক আশ্রয় প্রত্যাখাত হওয়া সাংবাদিক ইলিয়াস সাহেব একটি যুগান্তকারী ঘটনা ঘটিয়েছেন। অনলাইনেও যে গবাদী পশুর খামার বিশেষ করে ব্ল্যাক ব্যাঙ্গলের ফার্ম করা যায় এবং সেখান থেকে আয় করা যায় সেটা তাকে না দেখলে বিশ্বাস করতাম না। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে 'গোট ফার্মিং' এ বাংলাদেশী ইউটিউবারদের সমতুল্য কেউ নেই বলেই আমার বিশ্বাস। তিনি শুধু সাংবাদিক নন একজন অনলাইন কৃষকও বটে। তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ।
আমার দেখা পরিচিত মানুষদের মধ্যে যারা অন্ধভাবে ইলিয়াস সাহেবকে অনুসরণ করেন ও পীর মানেন, তাদের প্রায় ৯০ ভাগই অনেক আগে থেকে নিজেদের অজান্তে গবাদী পশু হয়ে অনলাইনে বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছিলেন। ইলিয়াস সাহেব সহ নামী দামি অনলাইন কৃষকরা মার্কেটে আসার পর সবার একটা স্থায়ী ঠিকানা হয়েছে। ইলিয়াস সাহেবও উদার মনা। তিনি দক্ষ রাখালের মত এত হাজার হাজার প্রানীকে নিজের ফার্মে জায়গা দিয়েছেন এবং তাদের ব্যবহার করে অর্থ উৎপাদন করছেন। স্বাবলম্বী হবার এই প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই।
এছাড়া বাকি যারা আছেন, তারা আপনারা ইলিয়াসের ভিডিও দেখে প্রচন্ড উত্তেজিত বা স্বমেহিত হোন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। আপনার নিজস্ব রুচি, পছন্দের দায় আপনাদের। এটা নিয়ে আমার নুন্যতম মাথা ব্যাথা নাই। কিন্তু অনুগ্রহ করে আমাকে দেখানোর জন্য ইনবক্সে বা পোস্টে ট্যাগ দিবেন না। কারন নতুন করে হাগু দেখার কিছু নাই। সাত সকালে আমি প্রতিনিয়ত এই ধরনের কন্টেন্ট কমোডে ফ্ল্যাস করে দিনের শুরু করি।
ইলিয়াসের বিরুদ্ধে বলেছি দেখে আমাদের এক সাবেক ব্লগারের মন খারাপ হলো। তিনি আমাকে সামাজিক মাধ্যমে প্রশ্ন করেছেন, জ্বলুনিটা বুঝতে পারছি। অন্য কেউ হলে আমি অবশ্য তর্ক বা বিতর্কে যেতাম বা নিদেন পক্ষে একটা আলোচনায় যেতাম। কিন্তু যার কথা বলছি তার সাথে আলোচনা চলে না। উনি মানুষ হয়ে ছাগলদের প্রতি অবিচার করেছেন কারন অনেক উন্নত প্রজাতির ছাগলের আইকিউও তার চেয়ে বেশি। গত ১৫ বছর আগে উনার আইকিউ যেখানে ছিলো বর্তমানে তার আইকিউ আরো নিচে নেমে গেছে। কোন বিপদসীমা দিয়ে আপনি এই বিপর্যয়কে ব্যাখ্যা করতে পারবেন না।
মাঝে মাঝে প্রচন্ড আফসোস নিয়ে বলি- হে মহান সৃষ্টিকর্তা! আপনি এরে মানুষ বানাইয়া ছাগলদের সাথে এত বড় বৈষম্য কেন করলেন?
আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ফ্যাসিস্ট, স্বৈরাচার এবং খুনীদের ঘৃণা করার জন্য আমার হাতে বহু যৌক্তিক কারন আছে। আমাদের চোখ, আমাদের বিবেক সাক্ষী। তার জন্য আমাকে সত্যের সাথে মিথ্যে মিলানোর প্রয়োজন নাই। একটা কথা আছে, better a witty fool than a foolish wit। আমি এটা মানি। আমাদের দেশের মানুষ সহজ সরল। যারা নিজেদের স্বার্থের জন্য এই দেশের সাধারন আবেগকে পুঁজি করে নিজের ফায়দা লোটে, আমি তাদের সমর্থন করি না।
এই সমালোচনা করার কারনে যাদের মন খারাপ হবে বা জ্বালা ধরবে তারা আমার সামাজিক মাধ্যম ও ব্যক্তিগত বন্ধু তালিকা থেকে বিদায় নিতে পারেন। এতে আপনার গায়ের জ্বালাও কমল আর আমিও একটু বিশুদ্ধ বাতাস পেলাম। তবে আপনার জন্য আমার থাকবে সত্যিকারের আফসোস! দুই পায়ে পার করে দিলেন চার পায়ের ওজন।
বিঃদ্রঃ লেখাটি সংক্ষিপ্ত আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত।
০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৫
জাদিদ বলেছেন: আপনি কি বলছেন আমি জানি না। বাংলাদেশে এখন অনেক বিষয়ে অনেক রকম ষড়যন্ত্র চলছে। বিগত ফ্যাসিস্ট সরকার নানা ধরনের কৌশল অবলম্বন করছে। যে কোন মিথ্যে তাদেরকে সাহায্য করবে। স্বস্তা এবং চটুল বিষয় হয়ত জনগনকে উত্তেজিত করবে, আনন্দ দিবে কিন্তু লক্ষ্য পুরন হবে অন্য পক্ষের।
২| ০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২০
সৈয়দ কুতুব বলেছেন: আপনার লেখায় মারাত্নক ধার রয়েছে ! পুরাতন ব্লগারগন সবাই legend! কিন্তু খারাপ লাগে যখন তেনারা একটি পক্ষকে সাপোর্ট করে নিজেদের সম্মানহানি করেন। আপনার পছন্দের মানুষ বা দল চিরকাল একই রকম থাকবে না এটা মেনে নেয়া উচিত।
৩| ০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৪
বাকপ্রবাস বলেছেন: ইলিয়াস নিম্ন জাতের এটা প্রতিষ্ঠা করা গেছে। সে ভাল খারাপ মিক্স করে চালিয়ে দেয় সেটাও সত্য। সে কিছু স্বতন্ত্র বিষয় এমন ভাবে জোড়া লাগায় সাধাণরা সেটা ধরতে পারেনা। তার বিষয়গুলোর স্বাতন্ত্রিকতা ধরতে পারলে কতটুকু ভেজাল দিয়েছে সেটা বের করা যায়। তবে সে ভেজাল দিচ্ছে যেখানে সেখানে আসলটাও বিদ্যমান। তাকে ভেড়ার পালের সর্দার বানিয়ে আসলটাও আড়াল করার প্রচেষ্টা বলে মনে হয়।
৪| ০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৩
আমি সাজিদ বলেছেন: ইউটিউব/ফেসবুকে বট ছাড়াও বাংলাদেশীদের যা মন্তব্য আসে তা আমাকে শিহরিত করে।
আমি আসলে এখন কোন রাজনৈতিক দলকেই বিশ্বাস করি না। না আওয়ামী , না হিজু/ জামাত, না বিএনপি।
দেশের ভাগ্যে কি আছে আল্লাহ জানেন।
তবে একটা বিষয়ে আমি অনেকটা নিশ্চিত, যার কথা বললেন, তার পুরানো কিছু ভিডিও দেখার পর আমার আর দেখার রুচি নাই। আমার কাছে তাকে এডিক্টেড মনে হয়েছে। তার কথা , চেহারা, বডি ল্যাংগুয়েজ সবই।
৫| ০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দুই পায়ে পার করে দিলেন চার পায়ের ওজন। কথটি ভালে লেগেছে
৬| ০১ লা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫০
কামাল১৮ বলেছেন: ইলিয়াস গংরা অনেক দিন থেকে ছাগল চাষ করে অনেক বড় বড় রাম ছাগল উৎপাদন করেছে আমাদের দেশে।সাথে যুক্ত হয়েছে পাকি হাইব্রিড।
৭| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১০:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: ইউটিউবারদের কেউ আমার পছন্দের তালিকায় নেই। আমি সাধারণত তাদের কথা শুনি না। ব্লগ দেখার পর ফেসবুক পোষ্ট দিয়ে আমার আর বিশেষ সময় থাকে না। আপনার বিবরণ ভালো লাগায় একটা লাইক দিলাম।
৮| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৬
রাজীব নুর বলেছেন: পড়লাম। জানলাম।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লুজ কানেশন থেকে আগুন লেগেছে। আর সারা দেশের সব্ কানেশন টাইট।
৩২ নম্বরের কানেকশও খুব বেশী লুজ ছিল। টিভি ভবন, সড়ক ভবন, অসংখ্য থানা সর্বত্রই ছিল লুজ কানেশন।
বেছে বেছে এই সব জায়গার কানেকশনই কেন লুজ থাকে বলুন তো?