![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট দুইটা প্রশ্নঃ
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা কম বেশি নিয়ে এত কাঁদা ছোঁড়া ছুড়ি কেন?
৩০ লক্ষ মানুষকে হত্যা করা হয় নি এটার মাধ্যমে কি প্রমানিত হবে?
২| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৩৯
কলাবাগান১ বলেছেন: কম গিল্টি ফিলিংস
৩| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৫০
সৈয়দ কুতুব বলেছেন: যারা মুক্তিযুদ্ধের সংখ্যা তত্ত্ব নিয়ে সন্দিহান তাদের সবার উত্তরই প্রায় সেইম। আমি সঠিক টা জানার চেষ্টা করছি। তাই ভাই এত সঠিক জানার ইচ্ছা হইলে গবেষণায় নামেন। অন্যের বয়ান ধারকর্য কেন করেন? এই সত্য জেনে আপনি কি উদ্ধার করবেন? পাকিস্তানের অপরাধের মাত্রা কমিয়ে দেখালে আপনার কি লাভ? লাভ হচ্ছে লীগের!
এতকিছু কেবল একটি রাজনৈতিক দলের অপরাধ কে মিনিমাইজ করার জন্য। আওয়ামী লীগ দুই হাজার লোক মেরে ফেরাউন, নমরুদ কিংবা হিটলার বনে গেছে। পাকিস্তান মিলিটারি বাদে একক ভাবে সেই দলটি দেশে কত লোক হত্যা করেছে তার হিসাব বের করা যায় তবে নিশ্চিত ভাবেই তারা ফেরাউন স্কয়ার, নমরুদ কিউব কিংবা হিটলার টু দি পাওয়ার ফোর উপাধি পাবে। কিন্তু তাদের প্রকাশ্য ও গুপ্ত সাপোর্টাররা বলবে আগের দিন বাঘে খাইসে মিয়া।
৪| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন:
স্বাধীনতার আজ পঞ্চাশ বছর পর কেউ বা কোনো দল যদি এসে বলে, না তারা ত্রিশ লক্ষ হত্যা করে নি। তারা তিনশত মানুষও হত্যা করেনি! তারা হত্যা করেছে মাত্র তিনজন!
আর তিনজন হত্যা করেছে পেঁয়াজ রসুন কাটার ছোট চাকু দিয়ে, আস্তে আস্তে গলা কেটেছে যাতে বেশি ব্যথা না লাগে। গলা কাটার সময় তারা সান্তনাও দিয়েছে “বাবা বেশি ব্যথা লাগবে না, এই যে আস্তে আস্তে গলা কাটছি, এই যে মাত্র দশ সেকেন্ড, এই যে কাজ শেষ।
৫| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৫২
ডার্ক ম্যান বলেছেন: এগুলো সব পরিকল্পিতভাবে করা হচ্ছে। আওয়ামী লীগকে ফেরানোর জন্য এগুলো মাঠে ছাড়া হচ্ছে।
আগামী কয়েক বছরের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে গণ-অভ্যুত্থানের মাধ্যমে।
৬| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১:২৪
ক্লোন রাফা বলেছেন: এটা দিয়ে সেটাই প্রমাণিত হবে যা হয়েছে স্বাধীনতার ঘোষক নিয়ে।
এবং তাদের যুক্তি হবে আমরা যা বলেছিলাম তাই ঠিক॥বাংলাদেশে কোন মুক্তিযুদ্ধ হয়নি।
সেটা একটা ভাই ভাই গন্ডগোল ছিলো।
৭| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভাই ডার্ক ম্যান আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। গণ-অভ্যুত্থানের নামে যদি ছাত্রলীগ (অতি নিম্ন শ্রেণীর গুন্ডা লীগ) আবারও রাস্তায় নামে তাহলে রাস্তার কুকুর বিড়ালকে মানুষ মব করে যেইভাবে পিটিয়ে মারে! জামাত মামাত কামাত ও সাধারণ জনগণ - ছাত্রলীগের গুন্ডাদের সেইভাবে পিটিয়ে মারবে। এবং ছাত্রলীগ এই ভয়াবহ মার ডিজার্ভ করে।
ছাত্রলীগ খুবই নিকৃষ্ট গোত্রের প্রাণী।
৮| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১:৩০
ক্লোন রাফা বলেছেন: ঐ যে আরেকজন অলরেডি এক বয়ান নিয়ে হাজির হয়েছে ‼️ @ডার্কম্যান মনে হয় এই প্রশ্ন আওয়ামীলীগের পতনের পর উঠেছে ! এই বয়ানেই আওয়ামী লীগ ফিরে আসছে।
৯| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১:৩৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনেকের গোপন খায়েশ,
এখন
প্রকাশ করে তৃপ্তি পাচ্ছেন ।
১০| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ৩:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এগুলো বাজে আলোচনা।
১১| ২৫ শে আগস্ট, ২০২৫ ভোর ৪:৩৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
প্রত্যেকটা বিষয়ের একটা মেয়াদ থাকে। এই আলোচনার জন্য পারফেক্ট সময় ছিল স্বাধীনতার পর থেকে ফ্যাসিস্ট সরকারের সময়কাল শুরুর পূর্ব পর্যন্ত। নিজেরে প্রশ্ন করুন, যদি সংখ্যাধিক্যের হিসাবটা মিথ্যা হইত, তবে বঙ্গবন্ধুর মৃত্যুর পরপরই তা সংশোধন করা হইয়্যা যাইত। এবিষয়ের আলাপ এখানেই শেষ হওয়ার কথা।
বাঙ্গালি যত শিক্ষিত হোক, প্রক্রিতার্থে এরা মুর্খতা নিয়াই ডুবে থাকতে প্রাউড ফিল করে; যেখানে পুরো বিশ্ব ব্যস্ত হয়ে আছে মানুষের জীবন ব্যবস্থাকে সহজতর করে তোলার মাধ্যমে মানুষের আগামী জীবন ব্যবস্থাকে সুন্দর করে তোলা।
রাহুল সাংকৃত্যায়ন বাঙালিদের নিয়ে একটা আফসোস করে বলেছেন, (যার মূল কথা এরকম) বাঙালিরা একে অন্যের বিরুদ্ধে জবান ব্যবহার করে। আর প্রশ্চিমারা ব্যবহার করে তাদের মেধায় তৈরিকৃত পারমানবিক অস্ত্র।
এই যে টপিক নিয়া আলাপ চলছে, এগুলোর ফায়দা পরিষ্কার। সহজ ভাবে বলতে গেলে, আমাদেরকে আরও কয়েক যোগ পেছনে আটকে থাকার সাবজেক্ট পাওয়া গেলো। মনে করুন, আমাদের বেতাল বুদ্ধিজীবীরা এইটা গ্রহণযোগ্যতার কাতারে নিয়া আসলেন। তখন ভবিষ্যতে যারা আসবে তারা এইটা সংশোধনের পেছনে লাইগা থাকবো, মধ্যখানে বাংলাদেশের যে মৌলিক প্রয়োজন ছিল তা পূর্ণ হওয়াটা আটকে থাকল। ফায়দার লস হইলো যা হইল তা জনগণের, দেশের। বেতাল বুদ্ধিজীবীরা তো নিজেদের জীবন ব্যববস্থাকে এক দিকে নিয়া আরামছে কাটাইয়্যা ফেলবো।
১২| ২৫ শে আগস্ট, ২০২৫ ভোর ৬:৩০
কামাল১৮ বলেছেন: এই বিকর্ক আগেও ছিলো ভবিষ্যতেও থাকবে।স্বাধীনতার পর থেকেই দেখে আসছি।
১৩| ২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ৭:০৫
নজসু বলেছেন:
ত্রিশ লক্ষ মানুষ শহীদ হন নি এটা প্রমাণ করলে কী প্রমাণিত হবে বাংলাদেশে গণহত্যা হয়নি?
স্বাধীনতার জন্য লাখো প্রাণের আত্মত্যাগ হয়নি?
আসল সত্য হলো সংখ্যা নয়, মুক্তিযুদ্ধের রক্তগৌরবই আমাদের পরিচয়।
শহীদের রক্তের দাম সংখ্যায় নয়, বাংলাদেশ নামের স্বাধীনতায়।
১৪| ২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ৭:০৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: রাজাকারের ছানাপোনারা এখানে কমেন্ট করবে না। খোয়ারে যাওয়ার চান্স আছে তাই। এরা আগে বলত আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করছে। এখন তো আওয়ামী লীগ নেই, দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ প্রসঙ্গও নির্বাসিত। আমার কথা হলো কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে দায় তার; এখানে মুক্তিযুদ্ধের দোষ কোথায়? আওয়ামী লীগকে বাতিল করতে গিয়ে মুক্তিযুদ্ধকেও বাতিল করে দিচ্ছে এরা।
১৫| ২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:০০
কিরকুট বলেছেন: মন্তব্যের ঘরে আমি সেইসব ঘ্যানী ঘ্যানঘ্যানানির মুখনিঃসৃত ঘ্যান শুনতে এলাম।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৩৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: কাজ ছেড়ে অকাজ করা যাদের কাজ এটা মূলত তাদের কাজ।