| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মো: আবু জাফর
https://www.facebook.com/RajshahirAmm
আমাদের দেশে যে ধরনের কাঁকড়া বিছে পাওয়া যায়, ডেথ-স্টকারও দেখতে অনেকটা সেরকমই। তবে বিষধর হিসেব করলে! ওরে বাবা, এরা কিন্তু অনেক এগিয়ে।
সাধারণত আমাদের দেশি কাঁকড়া বিছের কামড়ে কারও মৃত্যু হয় না। সামান্য কিছু জ্বালাপোড়া হয় মাত্র। কিন্তু এই মারণ কাঁকড়া বিছের নামেই বুঝতে পারছো, এদের বিষ কতোটা ভয়ঙ্কর হতে পারে।
এদের বিষে অসহ্য ও তীব্র ব্যথা হয়, জ্বরও হয়। ফলে প্রাণী অচেতন হয়ে শেষে মারা যায়। এদের পাওয়া যায়, উত্তর আফ্রিকা আর মধ্য-প্রাচ্যের মরু এলাকায়।
২|
১৭ ই মে, ২০১০ রাত ৮:০৬
মো: আবু জাফর বলেছেন: আমাদের পবিত্র গ্রন্থে উল্লেখ আছে জ্ঞান আহরনের জন্য চীনে যাও । আর তুমি যা জানো তা অপরকে জানাও ।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১০ বিকাল ৩:২৭
কঠিনলজিক বলেছেন: এদের পাওয়া যায়, উত্তর আফ্রিকা আর মধ্য-প্রাচ্যের মরু এলাকা। এদেরকে ঐ খানেই মানায় । এদিকে না আইলেই ভাল ।