নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am an atheist, may seem strange to you! But you\'re religious, I feel ridiculous!

তাহসিব

আমি তাহসিব হাসান

তাহসিব › বিস্তারিত পোস্টঃ

কারোর বিশ্বাস নিয়ে কথা বলা উচিত না!

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২২

আপনারা খুবই খারাপ মানুষ! কারোর বিশ্বাস নিয়ে কথা বলা উচিত না! আপনারা সেই বিশ্বাসকেই অসম্মান করেন?

*কেউ যদি বলে, সূর্য প্রতিদিন আরসে নিচে যায় অথবা কর্দময় জলাশয় ডুব দেয় আর পরের দিন উঠার জন্য সৃষ্টিকর্তা কাছে প্রর্থনা করে। কিন্তু আপনি বলতে পারবেন না, পৃথিবীতে দিন রাত্রি হয় সূর্য না, পৃথিবী ঘূর্ণনের কারনে! আপনি পারেন না, তার বিশ্বাসের উপর আঘাত দিতে!

*কেউ যদি বলে, আসমান (আকাশ) শক্ত পাথরের মত কিছু দিয়ে বানানো, যার কারনে সেটা এখনো ভেঙে আপনার মাথায় পরে নাই। সেখানে আপনি পারবেন না, আকাশ আসলে কিছুই না মেঘ জলকণা আর ধূলোবালির কারনে আকাশ নীল দেখায়! আসলে মহাশূন্যের ধাঁধা ছাড়া কিছুই না। কিন্তু আপনি পারেন না, তার বিশ্বাসের উপর আঘাত দিতে!

*কেউ যদি বলে পৃথিবী যাতে না পরে যায়, তাই পাহারগুলো পেরাকের মত করে গেঁথে দেওয়া। আপনি বলতে পারবেন না, পৃথিবী প্রায় বলের মত গোল! সেখানে যাহা উপর তাহাই একসময় নিচ! আপনি পারেন না, তার বিশ্বাসের উপর আঘাত দিতে!

*কেউ যদি বলে, পৃথিবী তথা মহা বিশ্ব কয়েকদিনে তৈরি! তাকে বলতে পারবেন না, পৃথিবী মহাবিশ্বের ক্ষুদ্র ক্ষুদ্রতম অংশ! পৃথিবীর দিন আর মঙ্গল গ্রহের দিন এক না। এই রকম হাজার হাজার কোটি গ্রহের সময় আলাদা। বলতে পারবেন না, পৃথিবী সৃষ্টির আগে দিন আসলো কোথা থেকে? বলতে পারবেন না, মহাবিশ্ব প্রতিনিয়ত সৃষ্টি ও ধ্বংস হচ্ছে! আপনি পারেন না, তার বিশ্বাসের উপর আঘাত দিতে!

*কেউ যদি বলে, পৃথিবীর নিচে চারটা হাতী, তার নিচে কচ্ছব, মহিষ! এদের কেউ নরলেই ভূমিকম্প হয়। কিন্তু আপনি বলতে পারবেন না, গোল পৃথিবীতে এইগুলো হাস্যকর কথা! আপনি পারেন না, তার বিশ্বাসের উপর আঘাত দিতে!

*কেউ যদি বলে মুরগী তাদের মাতা! মুরগীর বিষ্টা পবিত্র! আপনি মাংসাশী প্রাণী হয়েও মুরগী ভক্ষণ করতে পারবেন না! আপনি পারেন না, তার বিশ্বাসের উপর আঘাত দিতে!

*কেউ যদি বলে, মধু বা কালিজিরাই সর্ব রোগের ঔষধ! রোগ দেন যিনি, সুস্থ করেনও তিনি! তখন আপনি ডাক্তারের কাছে যেতে পারেন না! ঘরে শুধু মধু আর কালিজিরা খেয়ে থাকতে হবে। আপনি পারেন না, তার বিশ্বাসের উপর আঘাত দিতে!

এই রকম অনেক বিশ্বাস কে প্রতিদিন আপনি অসম্মান করছেন? আপনি আসলেই খারাপ মানুষ। আপনার উচিত সবার বিশ্বাসকে সম্মান করা।

আমি বিশ্বাস করি, চোখ খোলা থাকলেই পাপ হয়। এখন থেকে চোখ বন্ধ করে রাখবেন। আপনি পারেন না, আমার বিশ্বাসকে অসম্মান করতে!
এই লেখাটা পড়েই, আপনি আমার বিশ্বাসে আঘাত দিয়েছেন! :(

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩৯

আরোগ্য বলেছেন: দুঃখিত! আপনাকে আঘাত দেয়ার জন্য।

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৩৭

তাহসিব বলেছেন: হা হা হা

২| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আজাইরা...

৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:৫২

উদাসী স্বপ্ন বলেছেন: নান্না মুন্না অনুভূতির লোকজন বড়ই বিনোদন। একটা হাদিসের স্নাপশট দেই


নান্না মুন্না অনুভূতির লোকজন বড়ই বিনোদন। একটা হাদিসের স্নাপশট দেই। লোকে কেমনে মিথ্যা বলে আর অভিনয় বলে একটু দেখি


নান্না মুন্না অনুভূতির লোকজন বড়ই বিনোদন। একটা হাদিসের স্নাপশট দেই


নান্না মুন্না অনুভূতির লোকজন বড়ই বিনোদন। একটা হাদিসের স্নাপশট দেই। লোকে কেমনে মিথ্যা বলে আর অভিনয় বলে একটু দেখি




৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৩

কে ত ন বলেছেন: এসব আজগুবি জিনিস বিশ্বাস করতে আপনাকে বলেছে কে?

৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন:
এক চোর গভীর রাতে এক বাড়িতে চুরি করতে গেলো...
ওখানে আলমারি খুলতে গিয়ে দেখরো দরজার একপাশে নিচে লেখা...
"এই বাটন টিপলে আলমারি খুলে যাবে।" চোর যখনি বাটনটা টিপল...
তখনি সাইরেন বাজল... আর পুলিশ এসে চোরকে ধরে নিয়ে গেল।

যাওয়ার সময় চোরটা বলতে লাগলো, "দুনিয়া থেকে মনুষ্যত্ব উঠে গেছে... কাউকে বিশ্বাস করা যায় না !!!!!"

৬| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১১

স্বপ্নডানা১২৩ বলেছেন: :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.