নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনো আছি

জাহিদ মামা

জাহিদ মামা › বিস্তারিত পোস্টঃ

দূর

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩২

বাধ্য করে কথা বলাই

সময় নেই কেড়ে

খুব জালাতন করি আমি

ভোর থেকে সেই রাতে ।



মনের মাঝে তোমার পোট্রেট

আকি দিবা নিশি

মিস করলে হাতরে বেড়াই

তোমার অ্যালবামখানি ।



জানি হবেনা কখনো পাওয়া

তবু ছুটে বেড়াই

নিয়ে মিছে আশা

যেমনটি পিচঢালা রাস্তার

ধু ‍ধু ওঠা সেই মরীচিকা ।



শোয়া হবেনা কাধে রেখে কাধ

কিংবা দেয়া হবেনা চুমুক,

নিজিকে হারিয়েও আমি

জেতাবো তোমাকে ঠিকি ।



একদিন তুই চিনবি না আমায়

ডাকবিনা তোর দেয়া ওই নামে

তোর সেই পাগলটিও যেন

হারাবে ভিড়ের মাঝে ।



শূণ্যতার শেষে একা আমি

কখনো সাড়া পেলে

রূপকথার গল্প তোকে

শোনা্ব সেই ক্ষণে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.