নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
আমার কবিতা আমার মৃত্যু তোমার হাতে এবং এর প্রতি উত্তর ছিল মুনিরা সুলতানা আপুর কবিতা "করুনা" শব্দটি আমার অধিকারে
আজ থাকছে তার তৃতীয় পর্বে আমার লেখা - ছেলেদের অংশের উত্তরটুকু।
যারা আগেরটি পড়ে নিতে চাইছেন, তারা অনুগ্রহ করে এখনা থেকে দেখে নিতে পারবেন।
কবিতার প্রতিটি কণায় মিশে থাকে ক্ষয়ে যাওয়া নক্ষত্রের আলোকছটা,
অতিদূর হতে গভীর চোখে তুমি সে নক্ষত্রের নাশকতা দেখতে পাবে না।
দেখতে চাও? সত্যি দেখতে চাও??
আমার চোখে নয়,
নিজের চোখেই তাকিয়ে দেখে নিও কি বিশাল হাহাকার ও চোখে!
বুকের উপর আলতো করে হাত রেখে বুঝে নিও রক্তচাপ কমে গেছে শরীরে তোমার,
দাওয়াই নেই, দাওয়াই নেই।
চিকিৎসার অতীত এমনই জখম যা পুষেছ তুমি নিজ অন্তরে।
সত্যি করে বলো তো কি চাও?
করুণা নাকি ভালবাসা?
কিচ্ছুটি নেই তোমার তরে,
হৃদয় বাষ্পের ক্ষুদ্র ঘরে সম্পৃক্ত জলীয়বাষ্প গোঁত্তা খায় সিলিং থেকে সিলিঙে,
ছুটে গিয়ে ছুঁয়ে দাও দেয়ালে লেগে থাকা বাষ্প-কণা,
আড়ষ্ট প্রেমের আনাড়ি প্রেমিকা তুমি,
বড্ড ভুল প্রেম শিখিয়েছ আমাকে!
প্রেম কি করে অবহেলা হয় জানো তুমি?
সুউচ্চ পাহাড় - সমতল ভূমি
ললাট চুমি চুপিচুপি বলেছে-
নয় করুণা নয়, করুণা নয়!
প্রেম ধীরে ক্ষয়ে যায়,
রয়ে যায় এক উপত্যকা পাহাড়ি অবহেলা।
তোমার জীবনবৃত্তান্তে লেখা নেই আমার অংশটুকু,
নিভে যাওয়া নক্ষত্র কেউ কখনো দেখতে পায়? দেখতে চায়!
পূর্ণ কিরণ বুকে লয়ে অন্য একটি তেজী নক্ষত্র আছড়ে পড়ে তোমার গালে,
হায় ঈশ্বর ! নিজের অন্তিমদশা এভাবেই দেখতে হল তোমার চোখে!
আমি হাসি, শুধু ভাবি
এও তবে প্রেম!
তুমি তবে কবি,
আরও একটি মুমূর্ষু কবিতা আমি
প্রেমিক তো ছিলাম না কোন কালেই।
তবু বেচে থাকি,
আশা বুকে বাঁধি
তারাদের ডাক শুনি-
চুপিচুপি প্রেমিকা ডাকে আমায়!
হায়! কবিতায় কি সবই হয়!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
জাহিদ অনিক বলেছেন: ফয়েজ উল্লাহ রবি ভাইয়া, আপনার প্রথম মন্তব্যটি বেশ বেশ ভাল লাগলো।
এই প্রয়াস চলবে আশা করি।
অসংখ্য ধন্যবাদ
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৭
মনিরা সুলতানা বলেছেন: খুব লিখেছ বাপু ; কবিতায় ই যদি না হয় তবে হয় কিসে শুনি ?
কবিরা না লিখলে প্রেমিকার মন জয় করবে কিভাবে ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
জাহিদ অনিক বলেছেন: জ্বি জ্বি জ্বি । সব কবিতাতেই হয়।
প্রিয়তে ঠাই পেয়েছে দেখে ভাল লাগছে
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১০
চাঁদগাজী বলেছেন:
প্রেম, ভালোবাসা, আকর্ষন সবই জীবনের অংশ; জীবনের সাথে মিশে গেলে এসব অনুভুতি স্হায়ী হয়, না হয় হারিয়ে যায় একদিন। আপনি তাকে জীবন থেকে বড় করে ফেললে, সে হবে ক্ষণজীবি ও কৃত্রিম, বেঁচে থাকবে শুধু পদ্যে পদ্যে
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৭
জাহিদ অনিক বলেছেন: প্রেম কেবল জীবন ও কবিতায় সীমাবদ্ধ থাকে না।
জীবনের থেকে মাঝেমাঝে প্রেম মহৎ হয়ে যায়
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৬
শায়মা বলেছেন: বাহ বাহ ভাইয়ু!!!!!!!
দাঁড়াও মনিরা আপুরটাও পড়ে আসি!!!!!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৬
জাহিদ অনিক বলেছেন: যাক ! ফাইনালি তুমি পড়েছ !!!!!!!
সেখানে তোমার মন্তব্য তোমাকে হাসিয়েছে.।।
আমি নাকি এবছরের সেরা কবি
আলাই বালাই কালাই
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৮
নাসরীন খান বলেছেন: ভাল লাগল।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৫
জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভাল লেগেছে জেনে সত্যি খুব ভাল লাগলো।
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫১
উম্মে সায়মা বলেছেন: বাহ খুব মজা তো! কবিতার উত্তরে কবিতা, তার প্রতিউত্তরে কবিতা। এদেরই বলে কবি....
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৪
জাহিদ অনিক বলেছেন: হাঃ হাঃ হাঃ সায়মা আপু,
আমরা সবাই কবি আমাদের এই কবির রাজত্বে
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
উম্মে সায়মা বলেছেন: জাত কবিদের ব্যাপারস্যাপারই আলাদা
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০০
জাহিদ অনিক বলেছেন:
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০০
শায়মা বলেছেন: হ্যাঁ আসলেই!!!!!!!!!
তাকিয়ে দেখো তোমার মত এত জনপ্রিয়তা এ বছরে কেউ আর আবিষ্কার করতে পারেনি!
দেখো পরে আমাকে আবার ভুলে যেওনা !!!!!!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০২
জাহিদ অনিক বলেছেন: হুম্মম্মম্মম্মম্ম !!!! আমাকে প্রাইজ দাও !!!
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০১
শায়মা বলেছেন: অপস স্যরি!!!!!!!!!
আবিষ্কার= অর্জন হবে!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০২
জাহিদ অনিক বলেছেন: অর্জন না হয়ে বর্জন গর্জন তর্জন এগুলোও হতে পারে
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৫
শায়মা বলেছেন: ঠিক ঠিক!!!!!!
কিছুই বলা যায়না
অর্জন কখন আবার তর্জন, গর্জন এমনকি বর্জন হয়ে যায়!!!!!!!!!!
ভবিতব্য গণনা কি আর এতই সহজ!!!!!!!!!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৮
জাহিদ অনিক বলেছেন: হুম্মম।। এইবার নিজের সঠিক মূল্যায়ন করতে পারছি
১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১০
ভ্রমরের ডানা বলেছেন:
ব্লগে আপনাদের এই কাব্যকথন ফুল হয়েই ফুটেছে...... আপনার জবাব সত্যি প্রশংসনীয়..... বহুদিন পর মনে হল আমার মনের সিন্দুক খুলে কিছু পুরোনো প্রশ্ন উত্তর খেলছি...... সত্যিই কবি...... হ্যাটস্ অফ..
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১১
জাহিদ অনিক বলেছেন: ভ্রমরের ডানা,
আপনার হৃদয় নিংড়ানো মন্তব্য আপ্লুত করে গেল।
অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১০
শায়মা বলেছেন: হা হা হা কবিদের মূল্যায়নে প্রায়শই ঘাপলিং থাকে!!!!!!!
যাইহোক ঘুমাতে যাই। সারাদিন অনেক টই টই হয়েছে। কয়েকজন ওরাং ওটাং গিয়েছিলাম লোটাস ইটাং...
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১২
জাহিদ অনিক বলেছেন: সারাদিন অনেক টই টই হয়েছে। কয়েকজন ওরাং ওটাং গিয়েছিলাম লোটাস ইটাং... - ১৫ টাকা বাস ভাড়া দিয়েই এত ক্লান্ত !!
গুড নাইট !!
১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৬
ভ্রমরের ডানা বলেছেন:
হৃদয় বাষ্পের ক্ষুদ্র ঘরে সম্পৃক্ত জলীয়বাষ্প গোঁত্তা খায় সিলিং থেকে সিলিঙে,
ছুটে গিয়ে ছুঁয়ে দাও দেয়ালে লেগে থাকা বাষ্প-কণা,
আড়ষ্ট প্রেমের আনাড়ি প্রেমিকা তুমি,
বড্ড ভুল প্রেম শিখিয়েছ আমাকে!
প্রেম কি করে অবহেলা হয় জানো তুমি?
-- বাধাই করে রাখার মতই...
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৮
জাহিদ অনিক বলেছেন: প্রিয়তে রেখেছেন- আর কি চাই বলেন !!!
১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মনিরা আপুরটা পড়ে আপনারটা পড়লাম আপুরটায় কোন কমেন্ট না করে আপনারটায় করলাম। অসাধারণ!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৬
জাহিদ অনিক বলেছেন: মাহমুদুর রহমান সুজন ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। পুরোটা পড়েছেন দেখে খুব খুব ভাল লাগছে।
মনিরা আপুরটা বেশি সুন্দর।
শুভ সকাল ভাইয়া ।
১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৮
আজীব ০০৭ বলেছেন: +++
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪
জাহিদ অনিক বলেছেন: আজীব ০০৭ অসংখ্য ধন্যবাদ ।
শুভ সকাল।
১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৪
শায়মা বলেছেন: ১৫ টাকা বাস ভাড়া!!!!!!!
বলো কি!!!!!!!!!!!!!!!!!!!!
আকাশ থেকে পাতালে পড়লাম!!!!!!!!!!
যেতে কোনো ভাড়া দিতে হয়নি ! গাড়ি চড়ে গেছিলাম কিন্তু খেতে!!!!!!!!! ওহ নো!!!!!!!!!!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯
জাহিদ অনিক বলেছেন: যাক !! ১৫ টাকা ভাড়ার কথা বলতেও পরীর দেশ থেকে একদম মাটিতে পড়ে গেলে !!
১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৩
নীলপরি বলেছেন: হায়! কবিতায় কি সবই হয়!
একই বক্তব্য ।
ছিলামনা < ছিলাম না হবে কি ?
কবিতা ভালো লাগলো । ++++++
শুভকামনা ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৮
জাহিদ অনিক বলেছেন: নীলপরি আপু, মন্তব্যে অনেক অনেক সাধুবাদ !
টাইপো ঠিক করে দিয়েছি। কৃতজ্ঞতা ।
সুপ্রভাত ।
১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৭
শায়মা বলেছেন: একদম পাতালে এম আলী ভাইয়ার সমুদ্রগর্ভে। ম্যাগমা রাজ্যে!!!!!!!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৪
জাহিদ অনিক বলেছেন: এই হয়েছে !!!! তাহলে তো আবার সেখান থেকে আগ্নেয়গিরি লাভা উদগিরন হবে।
দিরাপদ জোনে থাকতে হবে।
১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৪
নীলপরি বলেছেন: আরে , কৃতজ্ঞতার কি আছে ? আমারা একই প্ল্যাটফর্মে লিখি । সবার মধ্যে এটুকু আদান-প্রদান চলতে থাকুক । কৃতজ্ঞতা শব্দটা না হয় একটু দূরেই থাকুক ।
শুভসকাল ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২০
জাহিদ অনিক বলেছেন: আচ্ছা আচ্ছা বেশ বেশ।
কৃতজ্ঞতা শব্দটা না হয় একটু দূরেই থাকুক থাকুক তবে দূরেই থাকুক।
কৃতজ্ঞতা উইথড্রো করে নিলাম
২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ !!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১২
জাহিদ অনিক বলেছেন: ধইন্যবাদ কবি
২১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩
জাহিদ অনিক বলেছেন: ধন্যবআদ সেলিম আনোয়ার ভাই ।
২২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: একটির ভিতর থেকে আরেকটি জন্ম হয়- প্রকৃতির খেয়াল ।
কবিতার ভিতর থেকেই জন্ম হউক নতুন নতুন কবিতার।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১
জাহিদ অনিক বলেছেন: কবিতার ভিতর থেকেই জন্ম হউক নতুন নতুন কবিতার। - অনেক অনেক ধন্যবাদ শাহাদাৎ ভাই !!
২৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১
আলভী রহমান শোভন বলেছেন: মনিরা আপুরটা পড়লাম আগে। তারপর আপনারটা।
সত্যি করে বলো তো কি চাও?
করুণা নাকি ভালবাসা?
কিচ্ছুটি নেই তোমার তরে,
হৃদয় বাষ্পের ক্ষুদ্র ঘরে সম্পৃক্ত জলীয়বাষ্প গোঁত্তা খায় সিলিং থেকে সিলিঙে,
ছুটে গিয়ে ছুঁয়ে দাও দেয়ালে লেগে থাকা বাষ্প-কণা,
আড়ষ্ট প্রেমের আনাড়ি প্রেমিকা তুমি,
বড্ড ভুল প্রেম শিখিয়েছ আমাকে!
এই স্তবকটা বেশী মন ছুঁয়ে গিয়েছে।
অনেক অনেক শুভ কামনা।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬
জাহিদ অনিক বলেছেন: দুইটা কবিতাই পড়েছেন জেনে বেশ ভাল লাগছে।
মন ছুঁয়ে যাওয়া স্তবকটি উদ্বৃতি করে দিয়েছেন দেখে খুশি হলাম আলভী রহমান শোভন ভাই।
অনেক অনেক ধন্যবাদ।
২৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০
মনিরা সুলতানা বলেছেন: উম্মে সায়মা বলেছেন: বাহ খুব মজা তো! কবিতার উত্তরে কবিতা, তার প্রতিউত্তরে কবিতা। এদেরই বলে কবি...
ঠিক বলেছেন উম্মে আপু জাহিদ জাতকবি !
যুগল কাব্যে আপনাকে পেয়ে আনন্দিত ;ধন্যবাদ !
শায়মা বলেছেন: বাহ বাহ ভাইয়ু!!!!!!!
দাঁড়াও মনিরা আপুরটাও পড়ে আসি!!!!!
হুম মনিরা আপুর টা পরে জাহিদ কে এই বছরের সেরা কবি ঘোষনা করে এসছে শায়মা
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪০
জাহিদ অনিক বলেছেন: হুম মনিরা আপুর টা পরে জাহিদ কে এই বছরের সেরা কবি ঘোষনা করে এসছে শায়মা হাঃ হাঃ হাঃ হাঃ
এই মন্তব্য থেকেই বোঝা যায় , জাহিদ অনিক জাত কবি নাকি অজাত কবি !
২৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫
মনিরা সুলতানা বলেছেন: ভ্রমরের ডানা বলেছেন:
ব্লগে আপনাদের এই কাব্যকথন ফুল হয়েই ফুটেছে...... আপনার জবাব সত্যি প্রশংসনীয়..... বহুদিন পর মনে হল আমার মনের সিন্দুক খুলে কিছু পুরোনো প্রশ্ন উত্তর খেলছি...... সত্যিই কবি...... হ্যাটস্ অফ..
সবাই জাহিদের জবাবে মুগ্ধ ;আমি আপাতত মেয়ে পক্ষ , ভাবছি যুদ্ধের ডাক দিব কিনা ?
নাহ দেখা যাবে তখন ও দল একটাই জাহিদের দল ।
তাতে কী আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে !
বীনা যুদ্ধে হার মানছি না বলে দিলাম !!!!!
ধন্যবাদ ভ্রমরের ডানা আপনাদের কাব্য কখন বলেছেন সুতরাং ধরে নিতে পারি আমার টাও
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪২
জাহিদ অনিক বলেছেন: আপনি যুদ্ধের ডাক দিন। কবিতার যুদ্ধ ভাল। সামরিক যুদ্ধ ভাল না।
আপনার পক্ষে অনেককে পেয়ে যাবেন। আমি গ্যারান্টি দিচ্ছি।
তাতে কী আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে ! - একদম ঠিক, জাত কবিরা কোন কিছুতেই ভয় পায় না।
২৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯
মনিরা সুলতানা বলেছেন: মাহমুদুর রহমান সুজন বলেছেন: মনিরা আপুরটা পড়ে আপনারটা পড়লাম আপুরটায় কোন কমেন্ট না করে আপনারটায় করলাম। অসাধারণ!
ধন্যবাদ সুজন ; অনেক অনেক শুভ কামনা
আলভী রহমান শোভন বলেছেন: মনিরা আপুরটা পড়লাম আগে। তারপর আপনারটা।
আপনার জন্যও শুভ কামনা আলভী রহমান শোভন ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪২
জাহিদ অনিক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২
সেলিম আনোয়ার বলেছেন: কবিতার উত্তরে কবিতা অসাধারণ
ব্যপার । মনিরা আপুকে হ্যাটস অফ অনার ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
জাহিদ অনিক বলেছেন: মুনিরা আপুর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই ।
২৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন:
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে,
একদিন কত করে ডেকেছি ...
গানটাই মনে পড়ল। আর হাসলাম প্রাণ খুলে
দারুন জমেছে কাব্য লড়াই। চলুক .....
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫
জাহিদ অনিক বলেছেন: আমারও কয়েকটা লাইন মনে এসে গেল,
রোদ জ্বলা দুপুরে,সুর তুলে নূপুরে
বাস থেকে তুমি যবে নাবতে ।।
একটি কিশোর ছেলে,একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোন দিন ভাবতে ।
প্রাণ খুলে হেসেছেন। যাক কবিতা তাহলে সার্থক। আপনি হেসেছেন অন্তত !!
অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু, শুভেচ্ছা
২৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৯
সোহানী বলেছেন: ওয়াও........... চলুক কাব্য যুদ্ধ। ভালো লাগছে.. অনেকটা সেই পূর্নেন্দুর কথা মনে করিয়ে দিলে তোমরা.........। একসময় ক্যাম্পাসজুড়ে চলতো সেই আবৃত্তি... আহ সত্যিই মিস করি সেই সব দিন।
মনিরা, তোমার কি মনে আছে আমাদের সেই দৈাড় ঝাপের দিনগুলোর কথা। স্লিপ দিয়ে ডাক বা মামুদের কথা?...... সরি কোথা থেকে কোথা চলে আসলাম............
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৮
জাহিদ অনিক বলেছেন: আপনার মন্তব্যজুড়ে অনেক অনেক ভাললাগা রইলো সোহানী আপু।
অনেকটা সেই পূর্নেন্দুর কথা মনে করিয়ে দিলে তোমরা.........। - বাহ কিছু একটা তো তাও আপনার মনে করিয়ে দিতে পারলাম। এতেই বেশ ভাল অনুভব হচ্ছে।
মনিরা, তোমার কি মনে আছে আমাদের সেই দৈাড় ঝাপের দিনগুলোর কথা। স্লিপ দিয়ে ডাক বা মামুদের কথা?...... সরি কোথা থেকে কোথা চলে আসলাম............ এই টুকুর উত্তর মুনিরা আপু দিবেন আশা করি।
৩০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৮
শাহরিয়ার কবীর বলেছেন: গভীর চিন্তার প্রতিফলন !!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৯
জাহিদ অনিক বলেছেন: B:-) B:-)
হা হা হা, শাহরিয়ার কবীর ভাই, ইদের ছুটি কাটিয়ে এসেছেন ঢাকায় ? ব্লগে আজকাল কম কম দেখা যায় !
৩১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
দারুণ বলেছেন কবি.....♥
আহ! কবিদের দুনিয়া কত বড়! কত রঙবেরঙ লেগে থাকে আকাশ জুড়ে! কেউ বলে অদ্ভুত, কেউ বলে যমদূত দেখেননা কবিতা। উল্লাসে মাতেন কবি সৃষ্টিসুখে। এ মহা যজ্ঞ, সর্বদা অতুল্য কবি সাম্রাজ্য।
কবিতায় ভালো লাগা রহিল প্রিয় কবি, মুগ্ধ করেছে সু-কাব্য।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫২
জাহিদ অনিক বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই,
আপনার কাব্যিক মন্তব্য দেখে আমি বেশ আপ্লুত। কবিদের মন্তব্য এরকম হবে সেটাই আশা করেছিলাম।
অনেক অনেক ধন্যবাদ নয়ন ভাই।
৩২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৬
মনিরা সুলতানা বলেছেন: সোহানী বলেছেন: ওয়াও........... চলুক কাব্য যুদ্ধ। ভালো লাগছে.. অনেকটা সেই পূর্নেন্দুর কথা মনে করিয়ে দিলে তোমরা.........। একসময় ক্যাম্পাসজুড়ে চলতো সেই আবৃত্তি... আহ সত্যিই মিস করি সেই সব দিন।
মনিরা, তোমার কি মনে আছে আমাদের সেই দৈাড় ঝাপের দিনগুলোর কথা। স্লিপ দিয়ে ডাক বা মামুদের কথা?...... সরি কোথা থেকে কোথা চলে আসলাম...
আপু মিস করতে করতেই লেখা শুরু করেছি ,আপনি ও শুরু করে দেন
আর কি যে বলেন মনে থাকবে না আবার ? পরিচিত কিছু ভাইয়া দেখলে লুকিয়ে চলে আসতাম যাতে স্লিপ দিতে না পারে
সেই সময় নিয়ে লিখলে ও মহা কাব্য হবে । শুভ কামনা আপু !!!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৩
জাহিদ অনিক বলেছেন: সেই সময় নিয়ে লিখলে ও মহা কাব্য হবে । - তবে সেই মহাকাব্যের অপেক্ষায়।
৩৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫০
সামিয়া বলেছেন: বাহ দারুন। চমৎকার লাগলো প্রতিউত্তর কবিতা।। শিরোনাম গুলোও দারুন হচ্ছে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৫
জাহিদ অনিক বলেছেন: ইতি সামিয় আপু,
প্রতিউত্তর কবিতা চমৎকার বলেছেন - বেশ আপ্লুত হলাম।
শিরোনামগুলোকেও দারুণ বলেছেন।
প্লাস দিয়েছেন সেটাও একটা পাওয়া।
অনেক অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা রইলো।
৩৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:০০
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ভাল লেগেছে
মনে হয় উদ্দেশ্যকে সফলতা দিবে ।
শুভেচ্ছা রইল ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩৫
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই, আপনার মন্তব্যের জন্য।
এই কবিতার তেমন মহৎ কোন উদ্দেশ্য নেই। কেবল মানব জীবনে প্রেমের কিছু অধ্যায় তুলে ধরা কবিতার আঙ্গিকে ।
কৃতজ্ঞতা ডঃ এম এ আলী ভাই।
৩৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৫৫
ডঃ এম এ আলী বলেছেন: কবিতার আসল উদ্দেশ্য হলো নীজের ভিতরের ছন্দময় কাব্যিক অনুভুতি গুলিকে
সুন্দর করে ভাষা ও ছন্দে প্রকাশ করা , সে উদ্দেশ্য সফল হবে , একথাটিই আমি
বলতে চেয়েছি ।
ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:০৪
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
৩৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৪
হাসান মাহমুদ১৮ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভালো লাগল।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৩
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা হাসান মাহমুদ ১৮, ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে আমারও ।
ভাল থাকুন, সুস্থ্য থাকুন।
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৩
ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন:
কবিতা থেকে কবিতা
দেখে মুগ্ধ এই রবি টা।
দারুণ প্রয়াস চলুক এই ভাবে আরও কিছুটা।