নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
একই ভুলে;
একই কারণে
বিধিনিষেধ মেনে চলে-
থেকে যাওয়া আজীবন যেভাবে ছিলাম।
তৃতীয় বিশ্বের উন্নয়নশীল প্রেমিকা,
দর-কষাকষি করে কতটা প্রেম তুমি নিজে পাবে
আমাকেই বা কী দেবে?
সংগ্রামে না হয় স্বাধীনতা আদায় করে নেয়া যায়,
কিন্তু পরাধীনতা? তা'কে কীভাবে করব আদায়?
২৮ শে মে, ২০১৯ সকাল ৭:২৬
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন
ভালো থাকুন, সুস্থ থাকুন। কৃতজ্ঞতা।
২| ২৮ শে মে, ২০১৯ ভোর ৬:৪১
দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
কী অবস্থা!
আমরা জানতাম, পরাধীনতার পর্দা ব্যবহার করে স্বাধীন দেশের নাগরিকরাই শুধু আমাদের বিরুদ্ধে সংগ্রাম করে যায়! এখন দেখি প্রেমিকেরাও প্রেমিকার বিরুদ্ধে সংগ্রামের হুংকার শোনায়
২৮ শে মে, ২০১৯ সকাল ৭:২৭
জাহিদ অনিক বলেছেন: এই সংগ্রাম তো নতুন নয়, পুরাতনই-- আপনি বোধ হয় পলিটক্যাল কাজে ব্যস্ত ছিলেন তাই এই ব্যাপারগুলোতে সময় দিতে পারেন নাই।
ধন্যবাদ দ্যা প্রেসিডেন্ট
৩| ২৮ শে মে, ২০১৯ ভোর ৬:৫৩
রাজীব নুর বলেছেন: শুভ সকাল। কবি।
আপনার কবিতা পড়ে দিন শুরু করলাম।
২৮ শে মে, ২০১৯ সকাল ৭:২৭
জাহিদ অনিক বলেছেন: শুভ সকাল রাজীব নুর ভাই।
শুভ হোক আপনার সকাল , সারা দিন। শুভেচ্ছা ও ধন্যবাদ
৪| ২৮ শে মে, ২০১৯ সকাল ৯:৩৪
চাঁদগাজী বলেছেন:
ভালোবাসার মানুষের কাছে নিজের স্বাধীনতা হারায়ে পরাধীন হওয়াই নির্মল সুখ।
২৮ শে মে, ২০১৯ বিকাল ৩:০৮
জাহিদ অনিক বলেছেন: একদম সত্য বলেছেন। ভালোবেসে নত হতে হয়।
শুভেচ্ছা ও ধন্যবাদ রইলো আপনার জন্য
৫| ২৮ শে মে, ২০১৯ সকাল ১০:০৬
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালোবাসায় পরাধীনতার মজাই আলাদা
কোবতে সুন্দর হয়েছে
২৮ শে মে, ২০১৯ বিকাল ৩:০৯
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ আর্কিওপটেরিক্স
কোবতে পড়ার জন্য অশেষ শুকরিয়া ও কৃতজ্ঞতা
৬| ২৮ শে মে, ২০১৯ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে ভাইয়া
শুভ কামনা
২৮ শে মে, ২০১৯ বিকাল ৩:০৯
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ছবি আপু। ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
৭| ২৮ শে মে, ২০১৯ সকাল ১০:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ লাগল আপনার পরাধীনতা।
ভালোবাসার মধ্যে নিহিত পরাধীনতার মধ্যেই যে আছে নির্মল আনন্দ।
পোস্টে চতুর্থ লাইক।
শুভকামনা প্রিয় কবি ভাইকে।
২৮ শে মে, ২০১৯ বিকাল ৩:১০
জাহিদ অনিক বলেছেন: ৪র্থ প্লাস ও সুন্দর মন্তব্যে ভালোলাগা রইলো ব্রাদার পদাতিক চৌধুরী।
আশা করি ভালো আছেন। সুস্থ থাকুন। শুভেচ্ছা।
৮| ২৮ শে মে, ২০১৯ দুপুর ১২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৮ শে মে, ২০১৯ বিকাল ৩:১১
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি। ভালো থাকবেন
৯| ২৮ শে মে, ২০১৯ বিকাল ৫:০১
নীলপরি বলেছেন: পরাধীনতা পাওয়ার জন্য বিজ্ঞাপণ দিতে হবে ।
জোকিং
কবিতা খুবই ভালো লিখেছেন । আহা! পরাধনীতা ।ঈপ্সিত পরাধীনতা !
শুভকামনা
২৯ শে মে, ২০১৯ দুপুর ২:৫৬
জাহিদ অনিক বলেছেন: হা হা হা এমন প্রজ্ঞাপন দেয়াই যায়। দেয় তো আজকাল কি কি যেন আছে প্রজাপতি বিজ্ঞাপন।
ঈপ্সিত পরাধীনতা ! দারুণ বলেছেন।
শুভেচ্ছা কবি।
১০| ২৮ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা।
২৯ শে মে, ২০১৯ বিকাল ৩:০৫
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো মনিরা আপু
১১| ২৮ শে মে, ২০১৯ রাত ১০:১২
নাসির ইয়ামান বলেছেন: আইডিয়াটা দারূণ! আপনার পরাধীনতার প্রতি আগ্রহের কথা জেনে,মেয়েরা কিন্তু আপনাকে ভালবেসে পুষে রাখতে ব্যস্ত হয়ে যাবে!
২৯ শে মে, ২০১৯ বিকাল ৩:০৬
জাহিদ অনিক বলেছেন: হা হা হা--
আপনার মন্তব্য পড়ে হাসলাম অনেকক্ষণ।
ভালো বলেছেন, শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
১২| ২৯ শে মে, ২০১৯ রাত ১:৪৫
ল বলেছেন: আহা!
এ কেমন পরাধীনতার আছিয়তনামা !!!
ভালো লাগলো
২৯ শে মে, ২০১৯ বিকাল ৩:১০
জাহিদ অনিক বলেছেন:
মিঃ ল,
কবি বলেই জানবেন-- এ কেমন চাওয়া !
শুভেচ্ছান্তে
১৩| ২৯ শে মে, ২০১৯ সকাল ১১:৩২
মুক্তা নীল বলেছেন:
জাহিদ ভাই
অসাধারণ, মুগ্ধতা ও ভালোলাগা । ভালোবাসার মানুষের কাছে পরাধীনতয় ইগো ও ভুল গুলো কোথায় যেন হারিয়ে যায় +++
২৯ শে মে, ২০১৯ বিকাল ৩:১২
জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ আপনার মন্তব্যে সুন্দর ও সত্য কথাই তুলে ধরেছেন।
ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো মুক্তা নীল। ভালো থাকবেন।
১৪| ৩০ শে মে, ২০১৯ রাত ১২:০৮
সুমন কর বলেছেন: ছোট এবং সুন্দর।
৩০ শে মে, ২০১৯ রাত ১:২৮
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ সুমন দা। কবিতা মাঝেমধ্যে কেন লিখি নিজেই বুঝি না। আপনাদের আস্কারা পাই বলেই ব্লগে দেই--
১৫| ৩০ শে মে, ২০১৯ ভোর ৫:১৩
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা পাঠে মুগ্ধ, ভাল লাগল ছন্দোবদ্ব কথামালাকে।
স্বাধিনতা বিহনে কে বাচতে চায়। সংগ্রামে স্বাধিনতা পাওয়ার মঝাই আলাদা-
সেখানে এমন কাউকে ভালবাসা যায় যে কিনা, ভালবাসা পেয়ে গর্ব বোধ করে, ভালবাসা হারানোর ভয়ে ভীত থাকে, আশেকের ইচ্ছা গুলোকে পূরণ করার প্রচেষ্টায় থাকে, সম্মান করে, যথেষ্ট কেয়ার অথবা যত্ন করে । আশেক কিছু বলার আগেই অনেক কিছুই সে বুঝে ফেলে, ছোট ছোট কারনে রাগ অভিমান আর ঝগড়া করে না, আশেকের ভালো,মন্দ লক্ষ্য করে খারাপকেও খারাপ বলে না , কারন সে আশেককে সুখী দেখতে চায় । আর স্বাধিনতায় যদি তেমনটি না পাওয়া যায় তাহলে কাউকে দুর থেকেই ভালবাসাই শ্রেয় , দুর হতে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না, শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না | কিছু অশ্রু বিন্দু থাকে যা কেউ কখনো মুছতে আসে না | আর সবার অজান্তে আড়ালে ভালবাসার সেই পৃথিবীতে একজনই রানী/রাজা , সেখানে মনের মত করে স্বপ্নের একটা ভুবন তৈরী করা যায় ,সেখানে পরাধিনতা বলতে কিছু নেই।সেখানে নীজেই রাজা নীজের রাজত্বে। এখনতো নিরোপায় হয়ে দুর থেকে ভালবাসার নিয়মাচারই শুরু হয়েছে , হয় থেকে নীজ দেশে না হয় থেকে পরবাসে ।
এক সাগর ভূলের রাজত্বে বাস করে পরাধীনতার দায় আদায় সত্যিই আজ একটি প্রশ্নবিদ্দ বিষয় হয়ে
দাঁড়িয়েছে !!!
শুভেচ্ছা রইল
৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:১২
জাহিদ অনিক বলেছেন: বাহ! আপনি একজন কবি, তাই একটা কবিতাকে এভাবে ব্যবচ্ছেদ করে ফেলেছেন। এবং বেশ দক্ষ হাতেই ব্যবচ্ছেদ করেছেন। কবিতার মূল থিম ধরে অনেকটাই লাইন ধরে এগিয়ে গেছেন--
আমি সত্যিই কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইয়া আপনার এই মন্তব্য পড়ে আমি বিস্মিত এবং মুগ্ধ।
ধন্যবাদ সহ আবারও কৃতজ্ঞতা রইলো। শুভেচ্ছা। ভালো থাকবেন প্রিয় ডঃ এম এ আলী
১৬| ০৫ ই জুন, ২০১৯ রাত ৩:০২
ডঃ এম এ আলী বলেছেন:
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:২৮
জাহিদ অনিক বলেছেন: ঈদের শুভেচ্ছা ডঃ আলী ভাই, অনেকদিন পরে এলাম যদিও
১৭| ০৬ ই জুন, ২০১৯ বিকাল ৫:১৯
নীলপরি বলেছেন: আপনাকে ঈদের শুভেচ্ছা কবি
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:২৯
জাহিদ অনিক বলেছেন: শুভেচ্ছা কবি--- ভালো আছেন আশা করি।
১৮| ১০ ই জুন, ২০১৯ রাত ১০:২৫
আর্কিওপটেরিক্স বলেছেন: আমার রাডারে অন্য কোনো স্থানে আপনার উপস্থিতি ধরা পড়েছে
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:২৯
জাহিদ অনিক বলেছেন: শুনি আপনার রাডারের তথ্য !
১৯| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:৫৩
আর্কিওপটেরিক্স বলেছেন: শব্দ....
১৯ শে জুন, ২০১৯ বিকাল ৩:২৭
জাহিদ অনিক বলেছেন: ওহ ! তাই বলুন !
২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৭
খায়রুল আহসান বলেছেন: পরাধীনতা 'আদায়' করার বিস্ময়কর ভাবনা!
কবিতা খুব ভাল হয়েছে। একাদশতম প্লাস + +।
চাঁদগাজী, মুক্তা নীল এবং ডঃ এম এ আলী এর মন্তব্যগুলো ভাল লেগেছে। +
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৯ ভোর ৫:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অশেষ সুন্দর।
শুভ কামনা।