নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটু ভাল থাকার চিন্তায় আমাদের আর ভাল থাকাটাই হয়ে উঠে না
".... নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ??? ?
আমি চিত্কার
করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিত্কার,
বুকের
ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।....... "
অপ্রিয় হলেও সত্য আমরা এমন এক জাতি যেখানে কোন অপরাধের বিচারের ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা উপরে গানের প্রতিটি লাইনের মতই।
তথাকথিত বিডিয়ার বিদ্রোহের নাম দিয়ে নৃশংসতারর দৃশ্যায়ন ঘটেছিল পিলখানায়। শহীদ হয়েছিল সীমান্তের অতন্দ্র প্রহরীদের চৌকশ সেনা কর্মকর্তারা। চার বছর কেটে গেলেও সত্যিকারের অপরাধীদের মুখোশ উন্মোচিত না হলেও সাধারণ নিরীহ বিডিয়ার জওয়ানদের বিচারের নামে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে ঠিকই । পঙ্গু করে দেয়া হয়েছে বিডিয়ার কে। অতঃপর নাটকের অন্যতম বৈচিত্র স্বরূপ নাম পাল্টে করা হয়েছে বিজিবি।
এই ঘটনার হোতাদের আদৌ মুখোশ উন্মোচিত হবে কিনা সন্দেহ, বিচারতো দূরের কথা।
একটাই কামনা আল্লাহ নিহতদের শহীদ হিসেবে কবুল করে জান্নাত দান করুন।
©somewhere in net ltd.