নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটু ভাল থাকার চিন্তায় আমাদের আর ভাল থাকাটাই হয়ে উঠে না
নাম পাল্টালেই কলংক ঘুচে???
বিডিয়ার (বাংলাদেশ রাইফেলস) এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিজিবি ( বর্ডার গার্ড বাংলাদেশ)। সাথে চেঞ্জ করা হয়েছে পোশাক।
কারন হিসেবে দেখানো হয়েছে ২৫ ফেব্রুয়ারিরর কলংক ঘুচানোর জন্যই এই নামের পরিবর্তন।
চৌকশ সেনাদের রক্তে ওই পোশাক যখন লাল হচ্ছিল তখন কি কলংকের গন্ধ পায় নি আমাদের নাম পরিবর্তনের কারিগররা? মাত্র এক প্লাটুন সেনাইতো চেয়েছিলেন মেজর শাকিল। কাদের স্বার্থে সেনাবাহিনী অস্ত্রের পশরা বসিয়ে দুইদিন পিলখানার নাটক উপভোগ করেছিল? সাধারণ কোন বিডিয়ার এর জওয়ান এত দুঃসাহস কোনদিনও পেত না।
অনেক প্রশ্নইতো ঘুরপাক খায়।কিন্তু সেসব প্রশ্নের উত্তর এবং উত্তরদাতা কারোই আবিষ্কার হয় নি এখনও, হয়ত হবেও না।
আবার নাম পাল্টানোর প্রসঙ্গে আসি।
নাম পাল্টালেই যদি কলংক ঘুচে তাহলে বাংলাদেশের রাজনৈতিক দল আর রাজনীতিবিদদের নাম কতবার পাল্টানো লাগতো চিন্তা করতেইতো ক্যালকুলেটর ম্যাথ ইরর দেখায়।
বাংলাদেশ অমুক দল,লীগ হইয়া যাইত তমুক দল,লীগ।আবার তমুক থেকে হইত গু,পায়খানা, হাগু ইত্যাদি দল,লীগ।
ঠিক তেমনি হইত শেখ অমুক,অমুক জিয়া,তমুক শেখ,তমুক জিয়া।
বিডিয়ারের মত রাজাকারের নামও পাল্টাইয়া ফেললেইতো হয়।রাজাকারের কলংক ঘুইচা যাইত।
©somewhere in net ltd.