নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটু ভাল থাকার চিন্তায় আমাদের আর ভাল থাকাটাই হয়ে উঠে না
সিস্টেমের পুতেরা কই?
১। যারা কিছু হইলেই বলতো - সিস্টেমের দোষ, সরকারও অসহায় সিস্টেমের কাছে।
২। কিছু হলেই - রাষ্ট্রের ঘাড়ে দোষ চাপাতো কিন্তু সরকারের দোষ বলতো না।
৩। বহুল প্রচলিত তত্ত্ব - মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বুঝানো হচ্ছে।
৪। সিস্টেমের দোষ কিন্তু আম্মো ভাল!
৫। আরেকটা প্রোপাগাণ্ডা তত্ত্ব - বিকল্প নাই।
আসলে বিকল্প চান না।
এই সিস্টেমের পুতেরা আপাদত চাপে আছে। অনেকেই আন্দোলনের সাথে মত দিয়েছে সেটাও ট্রেন্ডে থাকার জন্য। আবার অনেকেই কাপড় খুলে যাওয়ার ভয়ে ছাত্রদের হয়ে কথা বলছে।
বিশ্বাস করেন, এরা পরিস্থিতি একটু শান্ত হলেই আবার সেই সিস্টেমের পুত হইয়া উঠবে। আবার প্রোপাগাণ্ডা ছড়াবে। তখন এদের কথায় গদগদ হয়ে সিস্টেমের পুত হয়া যায়েন না।
এই মুহুর্তে বেশি গুরুত্বপূর্ণ সাবধানতা হচ্ছে -
এরা এখন প্রোপাগাণ্ডা চালানো শুরু করবে ছাত্রদের মাঝে আন্দোলন নিয়ে।
এরা এখন ছাত্রদের বলবে ভুল পথে পা বাড়ায়েন না, একটু পরে বলবে আন্দোলন নষ্ট হয়ে গেছে ভুল পথে পা দেয়ার জন্য, একটু পরে বলবে অমুক তমুক আন্দোলনে মিশে গেছে, এরকম আরো অনেক কিছু।
সিস্টেমের পুতেরা সিস্টেম করতে আসলেই এদের ধুয়ে দিতে হবে।
২| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ১২:৫৫
অধীতি বলেছেন: শুয়োর কে কচু ছাড়া আর কিছু দিতে নেই।
৩| ১৮ ই জুলাই, ২০২৪ সকাল ১০:০০
ধুলো মেঘ বলেছেন: কেউ মিশে যায়নি। ছাত্র শিবির বিক্ষোভ মিছিল করেছে মতিঝিলে। যেখানে কোন কলেজ বিশ্ববিদ্যালয় কিছুই নেই। তাদের মাথায় বুদ্ধি আছে। শিবিরের নাম জুড়ে গেলে যে সরকারের হাতে মোক্ষম অস্ত্র তুলে দেয়া হবে - সেটা তারা ভালো করেই বোঝে।
তাই এরকম কিছু বলার সুযোগই নেই।
৩০ শে জুলাই, ২০২৪ রাত ১১:৫২
জাহিদ শাওন বলেছেন: বলছেতো!
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ১১:৫৬
পুরানমানব বলেছেন: এরা জারজ সন্তান। এরা জারজ সন্তান। এরা জারজ সন্তান।