![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ ডিফেন্স পার্টি কেন আমরা শুরু করলাম?কি এমন জিনিস ঘটেছে অথবা ঘটছে,যা আমাদের সংগ্রামী নেতৃবৃন্দগনকে প্রতিনিয়ত তাড়া করছিলো?ফলশ্রুতিতে আমরা একই প্লাটফর্মে দাড়াতে বাধ্য হলাম।
আমাদের সকলের দৃষ্টিতে আমরা শুধু জনগনকে চেতনা(আওয়ামিলিগ),জাতীয়তাবাদের (বিএনপি)নামে মানুষের রক্তচোষা এবং শোষন ও অত্যাচার অবিচারের স্টিম-রোলার চালানোই দেখেছি,দেখছি।তাদের কাছে রাজনীতির মানেই হচ্ছে ক্ষমতা দখল,আন্দোলন মানে হচ্ছে ক্ষমতায় যাওয়ার প্রক্রিয়াকরন (জনগনের সার্থ রক্ষা তাদের কাছে কোন বিষয়ই না),মানুষের জান-মালের নিরাপত্তা,চাকরির সুযোগসৃষ্টি,শিশু,প্রবীন ও বন্ঞিত নাগরিকদের জন্য ভাতার পর্যাপ্ততা (যাতে ১ পয়সার জন্যে নিজের ছেলে মেয়ের কাছেও ছোট না হতে হয়),শ্রমিকের ন্যায্য মজুরি (বাস্তবতা ও অন্যান্য খরচের কথা বিবেচনায় রেখে,নিদৃষ্ট মিনিমাম ন্যায্য এমাউন্ট),অসমতা দূরিকরন,ইউনিয়ন লেভেল পর্যন্ত ১০০ ভাগ বিনামূল্যে চিকিৎসার ব্যাবস্থাকরন (আল্লারওয়াস্তিয়া স্টাইলে নয়,সরকার নির্ধারিত স্ট্যান্ডার্ড মেইনটেইন করে),প্রতিটি নাগরিকের মৌলিক ৬ টি চাহিদাকে মৌলিক অধিকারে রুপান্তরকরন (তন্মদ্ধে বিনোদনের ক্ষেত্রে হিন্দি সিরিয়াল কিংবা বিদেশি নাচ্-গান,বিদেশি স্টাইলের মজা মাস্তি দিয়ে নয়),ক্ষুদ্র ব্যাবসায়িকদের সুযোগ দান,নতুন উদ্যোক্তাদের জন্য স্বল্পশর্তে লোনের ব্যবস্থাকরন,বেকারত্ব ইউরোপের মতো শতকরা ৫ ভাগে আনয়ন।জনশক্তি বিদেশে পাঠিয়ে বেকুবের মতো ডেকুর তুলে তাদের রক্তবেচা টাকায় তাদের সাথেই বেঈমানি করে তাদেরকে কোন ক্লাসহীন নাগরিক হিসেবে অবমূল্যায়নরোধ, বরং নিজ দেশে তাদের সঠিক পরিকল্পনাপূর্বক কাজে লাগানো।বাংলাদেশ থেকে পেডেলচাপা রিক্শার বিলুপ্তিকরনসহ (আমার বাপের চেয়ে সিনিয়র দঁাড়ি পাকা মুরব্বির ঘাম ঝরবে আর আমি বসে বসে বিড়ি ফুকবো আর ভাব নিয়ে বলবো মামা একটু জোরে যাওনা),লক্ষ লক্ষ ইস্যু নিয়ে কথা বলা,প্রতিবাদ করা,সভ্যভাবে গাইড করা,সমালোচনা করেই আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ-স্বাভাবিক,সভ্য,নিরাপত্তা,নিরাপদ ফাইনান্সিয়াল লাইফ নিশ্চিতকরনই হচ্ছে আমাদের লক্ষ্য।
সমতা ও ন্যায্যতার বাংলাদেশ চান?
দেশ পূনঃগঠনের গর্বিত অংশিদার হতে চান?আসুন সবাই জনবান্ধব পলিসি আনয়ন ও বাস্তবায়নপূর্বক দেশটিকে এবার সত্যিকার স্বাধীন করার লক্ষ্যে কাজ করি।
©somewhere in net ltd.