![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা পশ্চিমা মেয়ে ও নারীদের প্রতি যেই ভিউটা হোল্ড করি,তারা কি আসলেই উগ্র?নাকি তারা জাষ্ট তাদের কালচার ফলো করছে?আমাদের মধ্যে ০.০০০০০০০০১ ভাগ লোকও কি আমাদের কালচারালি খারাপ দিক থেকে বের হতে পেরেছি?এক এক কালচারে এক এক জিনিস ভিন্নরূপে খারাপ হিসেবে পরিলক্ষিত হয়।
নৈতিকতার রেওয়াজও সমাজে সমাজে ভিন্ন।
আমাদের দেশের মেয়েগুলোকে শুধু ১৫ দিনের জন্যে একটু আর্থিক স্বাধীনতা দিলে বুঝা যাবে বঁাধা গরু ছাড়া পেলে কি রকম পাগল হতে পারে।শুনতে খারাপ লাগে জানি,আমার সাথে অনেকে একমতও হবেন না জানি,শুধুমাত্র ধমর্র্ীয়,সামাজিক,ও চলমান কালচার এবং ব্যাক্তিগত মূল্যবোধের কারনে হয়তো ২-৩ ভাগ জেনুইন সভ্য মেয়েও পাওয়াটা টাফ হবে।আর্থিক সিমাবদ্ধতার কাছে সব মেয়েরাই ধরা,না হয় দেখতেন তাদের উড়াল ও পল্টিবাজির স্টাইল এরশাদ ও ষাঁড় ঝাপরিকবালকেও হার মানাতো।
২| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২০
মানবী বলেছেন: পশ্চিমা নারীদের সম্পর্কে যে ধারনা তা টিভি আ্রর হলিউডের সিনেমা দেখে। আমাদের দেশের কয়টা মেয়ে আছে যারা সিনেমার নায়িকা বা সিনেমায় দেখানো চরিত্রের মতো? বাস্তবধর্মী যে দু একটি সিনেমা বানানো হয়, তা আর্ট ফিল্ম ক্যাটেগরীতে পড়ে আর দর্শক প্রিয়তা পায়না।
প্রতিটি কালচারে যেমন ভালো মন্দ আছে, পশ্চিমাদের মাঝে তাই আছে। মন্দের চাকচিক্য মানুষ সহজে মোহিত হয়ে পড়ে তাই সেসবই বেশি দেখানো হয়, আর আমাদের ধারনাটাও সেভাবে তৈরী।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৪
নতুন বলেছেন: ভাই আপনি কতগুলী পশ্চিমা নারীদের সাথে পরিচিত?
পশ্চিমা নারীদের সম্পকে এতো গিয়ান কোথায় পেলেন? হলিউডি ছবি দেখে? না কি গল্প শুনে?
বাংলা ছবি দেখেছেন কখনো? <<< আমাদের দেশী মেয়েদের কত ভাগ বাংলা ছবির নায়ীকার মতন পোষাখ/আচরন করে???
১%?????????????????
তেমনি হলিউডি ছবি দেখে পশ্চিমা নারীদের চিনে ফেল্লে তো সমস্যা হবেই।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০১
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভাই মাইন্ড খায়েন না। আপনার লেখাটা শেষ করে মুখ দিয়ে 'খিক' শব্দ করে হাসি বের হয়ে গেছে। আপনার লেখাটা পড়ে কিছু ফেবু স্ট্যাটাসের কথা মনে পড়ল যারা মুরাদ টাকলা স্টাইলে লেখা পোস্ট করে। 'এয় গেবনে পেম পালাম না ফ্রান্স' 'মায়াদের বেসসাস কারতে অয় না' টাইপ।
ভাই মাইন্ড খায়েন না। কন্ট্রোভার্সিয়াল লেখা পোস্ট করলে আমারটার মত কিছু কমেন্ট পাওয়াটা স্বাভাবিক।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সারাদিন শুধু মেয়ে নিয়ে আলোচনা। আর কোন কাজ নাই? নিজেদের নিয়ে আলোচনা করেন। আপনারা তো ধোয়া তুলশী পাতা?