![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকৃতি সবার জন্য উম্মুক্ত,সবাইকে সমানভাবে আনন্দময় করতে প্রকৃতি সর্বদাই প্রস্তুত।আমাদের জীবন-জীবিকার কম্পলিকেশানের কারনে প্রকৃতির এই উদারতা আমরা অনুভবে ব্যার্থ হই,তাই প্রকৃতির এই আশির্বাদের অভিজ্ঞতা জনে জনে আলাদা।
আমাদের প্রায় প্রতিটি মানুষেরি বিনা কারনেই কত ভাব,কতো অহংকারপূর্ণ আচরন,কতো বৈষ্যম্যপূর্ন মনোভাব,কতো সার্থপরতা,কতো একচোখা একপেষে মনোভাব,কতো পৃথকীকরণ থিওরি আমাদের ব্রেইনে।দুনিটাই গিভ এন্ড টেইক সূত্রে সৃষ্টি,অন্যের কাছ থেকে যা নেই তা শোধ করতেই হবে আমরা না চাইলেও তাই নির্ধারিত,আর এটাকেই আমাদের অনেকে মুখস্তভাবেই না বুঝে নিয়তি কিংবা ভাগ্য বলি।কিন্তু এটি আসলে ২-২ সমান ০ সমিকরনের মতোই।
আমাদের প্রতিটি নিশ্বাস ও প্রতিটি মূহূর্তই প্রকৃতির দয়া করুনা এবং আশির্বাদ।প্রকৃতিই আমাদের সৃষ্টি আবার প্রকৃতিতেই রিটার্ন,আজব এক ইউনিভার্সাল (ল,আইন,নিয়ম) সূত্রে আমরা আবদ্ধ।প্রকৃতির উদ্ধে্য কেহই বা কিছুই নেই,আবার আমরাই অস্থায়ি হলেও স্থায়িভাবেই প্রকৃতির অংশ শুধুমাত্র সময়ের ব্যাবধানে অন্য অবয়বে।
©somewhere in net ltd.