নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবর্তন

জালাল পাটোওয়ারি

গনমুক্তির সৈনিক

জালাল পাটোওয়ারি › বিস্তারিত পোস্টঃ

হাসিনা কেন নেদারল্যান্ড যাচ্ছে?

১৩ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:০২

যে কোন দলের কিংবা রাজনীতি সচেতন বন্ধুরা কষ্ট হলেও একটু আমার পোষ্টটি পড়বেন প্লীজ।
হঠাৎ করে হাসিনা কেন নেদারল্যান্ড যাচ্ছে?কিছু দিন আগে হাসিনা লন্ডন হয়ে আমেরিকায় কেন গেলো?এই সময়ের মধ্যে পর পর পর্যায়ক্রমে এতোগুলো ঘটনা কেন ঘটলো?
গত কয়েক বছর নেদারল্যান্ড ফ্রিডম পার্টির নেতা গেরট উইলডারসকে অবজারভ করছিলাম তার চরম ইসলাম বিদ্বেষীতা নিয়ে,ইনফেক্ট টেক্সাসে গত বছরের এক্সট্রিমিস্ট হামলার ঘটনাস্থলে একটি এন্টি-ইসলামিক কনফারেন্সে বিশেষ অতিথি ছিল নেদারল্যান্ডের এই পার্টি লিডার।
হাসিনার গত ৪৫ দিনের এক্টিভিটিজ অবজারভ করলে বুঝতে পারবেন হাসিনা দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্যে যা যা করা লাগে তার চেয়েও অনেক বেশি করে ফেলেছে,আমি পিচ্ছি পোলা এখন হনফ করে বলছি হাসিনার আগামির টার্গেট গুলো এবং এগুলো এক্জাক্টলি একই ভাবে আমার চিন্তার সূত্র অনুসরন করেই হবে গেরান্টি দিলাম,জাষ্ট ওয়েইট এন্ড সি।
১)হাসিনার নেক্সট টার্গেট হচ্ছে নেদারল্যান্ডের ইসলাম বিদ্বেষী কূটনৈতিক চ্যানেল ব্যাবহার করে ফ্রান্সের সরকারের সাথে হাত করে সমগ্র ইউরোপকে বিশ্বাস করানো যে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র।
২)ফান্স সরকার বাংলাদেশের ব্যাপারে কোন কঠিন বিবৃতি দেওয়া মানে ব্রিটিশ সরকারের ও ১০০ ভাগ সমর্থন থাকা।যদিও ব্রিটিশ সরকার বাংলাদেশের রিয়েল অবস্থা ভালো করেই জানে বা বোঝে, আর লন্ডনে জামাত বিএনপির মোটামুটি স্ট্রং লবিং থাকায় এখানে কূটনৈতিকভাবে হাসিনা কূটচাল চালার সাহস পাচ্ছে না।
অবশ্য টেলিগ্রাফ,ডেইলিমেইল,ইন্ডিপেন্ডেন্ট,
ইকনোমিষ্ট সহ সকল মেইনস্ট্রিম প্রিন্ট মিডিয়াসহ,বিবিসি তে ইভেন গত পরশু দিনের ঘটনাটাও আলকায়দা রিলেটেড এক্সট্রিম ইসলামিষ্ট গ্রুপগুলোর দায় স্বীকারের বরাত দিয়ে ফলাওভাবে নিউজ প্রচার করায় হাসিনা সফল হয়েছে।
৩)অন্যদিকে নিউইয়র্ক পোষ্টসহ আরো অন্যান্য আমেরিকান ভিত্তিক জাতীয় দৈনিকগুলোতে হাসিনার তৈরি স্পেশাল টিমের মাধ্যমে পর্যায়ক্রমিক রিপোর্ট করে পশ্চিমাদের খাওয়ানোর জোর চেষ্টা চলছে।
৪)কানাডার বতর্মান অপজিশন পার্টির সাবেক হোম সেক্রেটারিসহ জোর লবিং করেও তাদের হাত করা সম্ভব,(সাবেক হোম মিনিষ্টার চরম ইসলাম বিদ্বেষী,তার প্রমান ব্রিটিশ রিস্পেক্ট পার্টির এমপি ও ল মেকার সাবেক লেবার পার্টির এমপি জর্জ গেলোয়ে কে মুসলিম ও ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের পন্থীদের কাতারে ফেলে কানাডায় ঢুকতে না দেয়া এবং কানাডিয়ান ন্যাশনাল টেলিভিশনে তৎপ্রাসঙ্গিক মুখোমুখি আর্গুমেন্ট।আর বর্তমান প্রধানমন্ত্রী জাষ্টিন ট্রুডো তো যেই দিকে মেঘ সেই দিকে ছাতা ধরে,যে লোক দখলদার ইসরাইলীদের পরম বন্ধু মনে করে নৈতিকভাবে তার কাছ থেকে কি আশা করা যেতে পারে?
যাইহোক ,ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি রিলাই করে ব্রিটেন,ফ্রান্স,নেদারল্যান্ডের উপর,রাজনৈতিকভাবে এই ৩ দেশ যা বলবে অন্যান্য দেশগুলো তা চরম লয়াল বা সুবোধ শিশুর মতোই মেনে নেবে জার্মানি ছাড়া।ইউরোপিয় ইউনিয়নসহ সেনজেনভূক্ত দেশগুলো ও ইইএ ভুক্ত দেশগুলো হাসিনার হাতের নাগালে প্রায় চলে আসছে।
৫)তারপর টার্গেট হলো অট্রেলিয়া।নিউজিল্যান্ডতো ইতিমধ্যেই দেখলেন।৬)বছর দুয়েক আগে ৮ লাখ মিলিয়ন ডলারের অস্ত্রতো রাশিয়া থেকে এমনে এমনে কেনেনি,সম্পর্ক উন্নয়নের নামে এক ঢিলে ৩ পাখি এই আর কি।আমার আপনার টাকা দিয়ে ১ টাকার জিনিস ২০,০০০ টাকা দিয়ে কিনলে রাশিয়ানরাতো সুদৃষ্টি আপনার দিকে দিতে বাধ্যই।
৭)তারপর দেশে গিয়েই মেক্সিমাম ৫ টা বড় ঘটনা ঘটাতে পারলেই আমেরিকা ও ইউরোপ জঙ্গি বিদ্যমানের কার্ডটি অনুমোদন করে দিলেই হাসিনার ২০০৮ থেকে ২০১৫ সালের মিশন ১০০ভাগ সফল হবে।
কষ্ট লাগে বিএনপির দিকে তাকালে,হায়রে বিএনপি,দল পূনর্গঠন,সৎ,যোগ্য,ত্যাগি,ও মেধাবী এবং রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন ইয়াংদের বাচাই করতে খুব বেশিই দেরি করে ফেলেছে মনে হয়।যে জায়গায় হাসিনার মতো মাফিয়ার সাথে টেক্কা দিতে চাল চালা উচিত ইবলিসের মতো,সেই জায়গায় নিস্ক্রিয়তার ভূমিকাও পালন করতে ব্যার্থ হচ্ছে বিএনপি।সাধারণ মানুষের জানমাল রক্ষায় প্রতিবাদের একমাত্র রাজনৈতিক প্লাটফর্মই বিএনপির অথচ বিএনপি বর্তমান মাফিয়া সরকারকে টেকল করতে ফাইনাল খেলায়ও ব্যার্থ হলে এজ এ মেম্বার অব পাবলিক আমি বিএনপিকে নৈতিকভাবে কোন দিন ক্ষমা করবো না।
যেই হাসিনা সাধারন মানুষের এতো ক্ষতি করে,সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে,ভারতকে নিজের সয্যা সঙ্গি বানিয়ে আমার দেশের খেটে খাওয়া মানুষের পেটে লাথি মেরে,ক্ষমতায় থাকার জন্যে দেশকে জঙ্গিময়সহ দোযখ বানানোর সর্বশেষ প্রক্রিয়া গ্রহন করতে পারে,তার দ্বারা তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে পশ্চিমা কিংবা ভারতের কাছে আমার মাতৃভূমিকে তুলে দেওয়া একে বারেই অসম্ভবের মতো মনে হয়না আজকাল আমার কাছে।
বাংলাদেশ দির্ঘ্যজীবি হোক।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫৭

কলাবাগান১ বলেছেন: আপনাকে ই খুজছে সিআই... তাদের উপদেস্টা বানানোর জন্য। নোয়াখালী কলেজের ভিপি ও নাকি সি আই এর এজেন্ট??? সব খানে আপনারা ষড়যন্ত্র খুজে বেড়ান কেননা আপনাদের বাস ই হল ষড়যন্ত্রের মধ্যে

২| ১৩ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৫

চাঁদগাজী বলেছেন:

আপনি যে দেশে আছেন, উহাকে জংগীদের দেশ ঘোষনা দেয়ার সময় গতকাল পার হয়ে গেছে।

আপনি নিজকে "পিচ্ছি ছেলে" বলছেন; কিন্তু আপনার চেহারাতে দোষী মানুষের চাপ আছে

৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩২

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: স্বতন্ত্র মত পেশ করার সবারই অধিকার আছে, সুতরাং আপনার জন্য মাতলামি মার্কা কমেন্ট করার কোন অবকাশ নেই.....

৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার সামান্য সমস্যা হলো, নিজের উপর আস্হা কম; খালেদা জিয়া ইুরোপে সাহায্য চাচ্ছে রাজ্য উদ্ধার করতে, তাই শেখ হাসিনা মনে করছে যে, উনাকেও ইউরোপের পা ধরতে হবে; ইউরোপ বিজয়িকে সাপোর্ট করে।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার সামান্য সমস্যা হলো, নিজের উপর আস্হা কম; খালেদা জিয়া ইুরোপে সাহায্য চাচ্ছে রাজ্য উদ্ধার করতে, তাই শেখ হাসিনা মনে করছে যে, উনাকেও ইউরোপের পা ধরতে হবে; ইউরোপ বিজয়িকে সাপোর্ট করে।

ইয়ূরোপের ইষ্ট ব্লক আর ওয়েষ্ট ব্লকের রাজনীতির ধারা সম্পূর্ণ বিপরীতধর্মী............রাশিয়ান অস্ত্র কিনে বাকীদের ম্যানেজ করা সহজ হবেনা।আর অর্থনীতিতে চায়না অনেক বড় ফ্যাক্টর।যত যা-ই বলেন,সমঝোতায় না আসলে পরিনাম শুভ নয়।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৯

বর্নিল বলেছেন: আপনার মত গুণীজন রাতে ঘুমান কিভাবে?

৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৯

বর্নিল বলেছেন: আপনার মত গুণীজন রাতে ঘুমান কিভাবে?

৮| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৪

কিরমানী লিটন বলেছেন: যেই হাসিনা সাধারন মানুষের এতো ক্ষতি করে,সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে,ভারতকে নিজের সয্যা সঙ্গি বানিয়ে আমার দেশের খেটে খাওয়া মানুষের পেটে লাথি মেরে,ক্ষমতায় থাকার জন্যে দেশকে জঙ্গিময়সহ দোযখ বানানোর সর্বশেষ প্রক্রিয়া গ্রহন করতে পারে,তার দ্বারা তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে পশ্চিমা কিংবা ভারতের কাছে আমার মাতৃভূমিকে তুলে দেওয়া একে বারেই অসম্ভবের মতো মনে হয়না আজকাল আমার কাছে।
বাংলাদেশ দির্ঘ্যজীবি হোক। কি ভায়াবহ চিন্তার কথা...

৯| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০২

কলাবাগান১ বলেছেন: কিরমানি সাহেব......ফেনী যেতে কি পাসপোর্ট লাগে????

এই জুজুর ভয় দেখিয়েই আপনারা রাজাকারদের গাড়ীতে বাংলাদেশের রক্তস্নাত পতাকা টা তুলে দিয়েছিলেন। অনেক দিন পতাকা উঠে না ...তাই আবার শুরু জুজুর ভয়......।এই হাসিনাই আন্তর্জাতিক আদা লতে গিয়ে ভারতে কান মুচড়ে সমুদ্রসীমা বাড়িয়েছে.......জামাতি রা কোন দিন টু শব্দ করে নাই যখন ১০০০ একর জমি ভারতীয়রা জবর দখল করে রেখেছিল, তা এই হাসিনাই উদ্ধার করে এনেছে....। এখন পাঠ্য বইয়ে বাংলাদেশের আয়তন নতুন করে বাড়িয়ে লিখতে হবে........

১০| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: "যেই হাসিনা সাধারন মানুষের এতো ক্ষতি করে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে, ভারতকে নিজের শয্যা সঙ্গি বানিয়ে আমার দেশের খেটে খাওয়া মানুষের পেটে লাথি মেরে, ক্ষমতায় থাকার জন্যে দেশকে জঙ্গিময়সহ দোযখ বানানোর সর্বশেষ প্রক্রিয়া গ্রহন করতে পারে, তার দ্বারা তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে পশ্চিমা কিংবা ভারতের কাছে আমার মাতৃভূমিকে তুলে দেওয়া একে বারেই অসম্ভবের মতো মনে হয়না আজকাল আমার কাছে।" গাঁজা কি বেশি খেয়ে ফেলেছেন? স্বাধীন দেশকে কি অন্যদেশের কাছে তুলে দেয়া যায়? শেখ হাসিনা তো তাঁর বাবার হত্যাকারীদের বিচার করেই ফেলেছেন, এখন প্রতিশোধ কার ওপর নেবেন? দেশের ওপর? অান্নের জ্ঞানের পর্যায় ৮ ম শ্রেণি পাশ ভাবিসাবের চাইতে কোন অংশে কম না, উনার অবর্তমানে অান্নেরে বিম্পির সভাপতি করার জোর দাবি জানাচ্ছি!

১১| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৫

মানবী বলেছেন: "তারপর দেশে গিয়েই মেক্সিমাম ৫ টা বড় ঘটনা ঘটাতে পারলেই আমেরিকা ও ইউরোপ জঙ্গি বিদ্যমানের কার্ডটি অনুমোদন করে দিলেই হাসিনার ২০০৮ থেকে ২০১৫ সালের মিশন ১০০ভাগ সফল হবে।"

কোন সরকার ক্ষমতাসীন থাকার সময় দেশ জুড়ে জঙ্গীদের তান্ডব শুরু হলে কেবল দুটো সত্য হতে পারে...

*এক- সরকার নিজেই জঙ্গীদের মদদ দিয়ে এধরনের নাশকতামূলক কাজ করায় -
অথবা
*দুই- ভীষণ রকমের ব্যর্থ সরকার। জঙ্গীদের থেকে দেশ ও জনতাকে রক্ষা করার জন্য পুরোপুরি অযোগ্য!

মজার ব্যপার হলো তারপর যদি বিদেশী কেউ মনে করে জঙ্গী দমনে এই সরকারকেই ক্ষমতায় রাখা জরুরী তাহলে তা কতোখানি যৌক্তিক!

পোস্টের জন্য ধন্যবাদ জালাল পাটোওয়ারী।

১২| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০২

চলতি নিয়ম বলেছেন: আমারও খুব কষ্ট লাগতেছে এই ভেবে যে দেশের বড় একটা জনগোষ্ঠির মাথার ভেতরে গোবর ঢুকাইল কে?? :P

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

চলন বিল বলেছেন: প্রসটিটিউসন ইন পাওয়ার

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

এই আমি সেই আমি বলেছেন: তো খালেদা লন্ডনে বসে কি করে ?

মোদী তো শীঘ্রই লন্ডনে আসছে , এবার ইন্ডিয়াকে শয্যা সঙ্গী বানালেই হয় ।

হাসিনা দেশে এসে ৫ টি ঘটনা ঘটাবেন আর উনি তো বাইরে বসেই একের পর এক ঘটনা ঘটাচ্ছেন।

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৫

কলাবাগান১ বলেছেন: এই খানে কমেন্ট করা এক ব্লগার কে দেখিছি যে অন্য ব্লগারদের কে ডিজিটাল পথ বাতলিয়ে দিতে কি ভাবে সরকার বিরুধী কার্যক্রম অনলাইনে চালাতে হয় যাতে ধরা না পড়ে........ আপনারাই চান যে দেশ অস্হির থাকুক আর তাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে সোজা হয়।

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

গেম চেঞ্জার বলেছেন: সবাই-ই নিজের আখের গোছায় বিজি....... :)

১৭| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৩

প্রবাসী একজন বলেছেন: হুম সবাই দেশটাকে লুটেফুটে খাচ্ছে আর কেউ খাওয়ার চেস্টা করছে। মাঝখানে আমরা সাধারন মানুষ ভোগান্তিতে পরছি।

যতদিন থাকবে আওয়ামী-বিএনপির মত দল
সাধারন মানুষকে ভুগতে তাদের কুকর্মের ফল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.