![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইসব হত্যাকাণ্ডের জন্যে আমার সন্দেহের তীর ৯৯.৯৯% হাসিনার দিকে।
আবার এটাও সত্যি এইসব আবাল ব্লগার ও তাদের সাঙ্গপাঙ্গের মেজরিটিই ইসলাম বিদ্বেষী নর্দমার কীট।এদের সিংহভাগই টাকার কাছে বিক্রিত মাল,স্বদেশ,স্বকালচার,স্বধর্ম বিরোধী।
এদের মধ্যে ৯৯.৯৯% ই আবালের মতো আওয়ামীলিঘের সাপোর্টার।কিসের ব্লগিং,কিসের বিজ্ঞান মনস্কতা,কিসের সেকুলারিজম,এদের কাজই ছিলো ভন্ডামী করে শুধু মুসলিম বিদ্বেষই নয় ইসলামের ও বিদ্বেষ ঘটানো।
কয়েকমাস আগে ইন্টারনেটে নাস্তিকতা বিষয়ক আমার একটি ওপেন ভিডিও প্রকাশের পর তাদের মধ্যে থেকে কতো নাস্তিকই (ইসলাম বিদ্বেষী) আমার সাথে যোগাযোগ করে,বিভিন্ন রকমে ব্রেইন ওয়াশ করার চেষ্টা করে,তসলিমা নাসরিনের সাথে ইমিডিয়েটলি মিটিংয়ের ব্যাবস্থাকরনের আশ্বাসও দেওয়া হয় আরো কত কি।আমি সিম্পলি তাদের কে বলেছি আমি নাস্তিকতা শিখতে আপনাদের মতো আবালদের শরনাপন্ন হবো?আমি নিজেকে আপনাদের মতো বিক্রি করিনা এইসব বলার পরও তারা প্রতিদিন কন্টিনিউয়াসলি আমাকে নক করে প্রতিনিয়ত বদার করতো,ফাইনালি এদের সবাইকে আমি ব্লক করতে বাধ্য হই।
যাইহোক,আজ পর্যন্ত কোন তথাকথিত ব্লগার ও তথাকথিত মুক্তমনার কাছ থেকে পজিটিভ কোন সামাজিক পরিবর্তনের কিংবা পজিটিভ রাজনৈতিক ও সামাজিক কালচারের অথবা দূর্নিতি দূরিকরনের কিংবা দেশের জনসাধারনের কল্যানে প্রগ্রেসিভ কোন পরিবর্তনের কোন কিছু অন্তত আমি পাইনি।২ টি জিনিসই পেয়েছি তাদের কাছ থেকে,১)চরম ধর্ম বিদ্বেষী (ইসলাম)মনোভাব ও
২)জয় বাংলা স্লোগান (আওয়ামী এবং ভারতের গোলামি)।
এর বাহিরে এদের কোন কার্যক্রমই নেই।তারা যদি আগামীর বুদ্ধিজীবীই হতো তাহলে হাসিনার জঙ্গি জঙ্গি এই অতিসাধারন খেলাটার বলি তাদের মতো আবালরা হতোনা।তবে হ্যাঁ বাংলাদেশে যে ধর্মীয় উম্মাদ নেই সেটাও আমি বিশ্বাস করিনা।
পাঁঠার কপাল নিয়ে যেহেতু জন্মই নিয়েছ,বলিই তোমাদেরকে অতিশোভা পায়।কলিজা থাকলে হাসিনার বিরুদ্ধে গিয়ে চোখ রাঙ্গিয়ে দেখাও।রামছাগলের মতো মশাল জ্বালিয়ে মোল্লা মৌলুবিদেরকে অনর্থক অপমান ও ছোট না করে হাসিনার দিকে আঙ্গুল তাক করো সাহস থাকলে,তারপরেই টের পাবা হাসিনা কতটা সেকুলারিস্ট নামক ভন্ডামিতে বিশ্বাসী।
©somewhere in net ltd.