নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝালমুড়ি আলা

আমি ঝালমুড়ি বিক্রি করি বলতে পারেন একজন হকার

ঝালমুড়ি আলা › বিস্তারিত পোস্টঃ

একজন জাল মুড়িও আলা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০


লেখা জুকার আগে আমার পরিচয় পর্ব শেষ করেনি । তার পর যদি আপনেরা যারা আছেন যদি আপনাদের মনে চায় আমাকে রাখতে তাহলে রাখবেন আমিও থাকবো । আর আমার পরিচয় জানার পরে যদি আপনাদের মন না চায় তাহলে রাখবেন না । আমিও থাকতে পারবো না ।
আমি ক্লাস ফাইভ পযন্ত অনেক কষ্ট করে লেখা পড়া করছিলাম ।তয় ছোট বেলা থেকেই আমার একটি খেয়াল ছিল তা হলোবড় হলে বেশি লেখা পড়া করে সাংবাদিক হব । কিন্তু কপাল খারাপ পড়া লেখা কম তাই ঝালমুড়িও আলা হয়ে গেলাম আর স্বপ্নের সাংবাদিক স্বপ্নেই রয়েগেল । আর হতে পারলাম না সাংবাদিক ।তবে সাংবাদিক হয়ে ঘুরেবেড়াতে না পারলেও ঝালমুড়িও আলা হয়ে ঘুরে বেড়াচ্ছিঢাকা শহরের অলি গলিতে দেখছি নানা ধরনের শিক্ষিত অশিক্ষিতদের আচার আচারন ।

আমি জানি এসব জায়গায় আমাদের মত গরিব ঝালমুড়িওআলাদের কোন সুযোগ নেই তবুও চেষ্টা করতে দোষ নাইতো কি বলেন
সহ লেখক ভাই বোনেরা । এই যা শুরুতেই ভুল করে ফেললাম এখনো আপনাদের সাথে আমার কোন কথাই হলো না পরিচয় হলো না আর এরই মধ্যে আপনাদের সহ লেখক বানিয়ে ফেললাম । যাই হোক আপনেরা যেন কেউ আমার উপরে রাগ করিবেন না ।

ভালই লাগছে ঢাকা শহরে নানান অলিগলিতে নানান ধরনের সাদা কালা হলদে কত রং বেরং এর মানুষ দেখছি তাদের সাথে কথা বলছি
হাসছি চলাফেরা কত কি করছি । ওহ কি ভাবছেন সাদা কালো দুটোই ঠিক আছে কিন্তু হলদে এলো কোথায় থেকে ?
আরে ওই যে দেখবেন কোন ছেলে মেয়ের বিয়ের একদিন বা দুদিন আগ থেকে এ পক্ষ ও পক্ষকে,ওপক্ষ এপক্ষকে হলুদ দিতে আছেন তারাসে সময় হলুদ শাড়ি পরে আসেন,তাই আমি তাদের হলদে মানুষ বলি ।

একজন মানুষকে তার জীবনের সিড়ি বেয়ে উপরে যেতে অনেক সময় লাগে কিন্তু নিচে নামতে বেশি সময় নেয় না । তিলে তিলে শ্রম দিয়ে কথা দিয়ে কথা রেখে মানুষের বিশ্বাসের যোগ্যতা অর্জন করিতে হয় । আবার সামন্যতম একটু ভুলেই তা মাটি হয় রয় । বিশ্বাসের হয়ে যায় ক্ষয় ।

আজ আর না আজ এ পযন্ত থাকুক পরিচয়ের পর্ব ।




মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ ভাই খুবই ভাল লাগল কিন্তু লেখাটা শেষ না করাতে আপসোস থেকেই গেল.... কি আর করা... অপেক্ষায় থাকলাম ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯

ঝালমুড়ি আলা বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাশে এসে দাঁড়াবার জন্য ।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

কাঁচাঝাল বলেছেন: একজন মানুষকে তার জীবনের সিড়ি বেয়ে উপরে যেতে অনেক সময় লাগে কিন্তু নিচে নামতে বেশি সময় নেয় না । তিলে তিলে শ্রম দিয়ে কথা দিয়ে কথা রেখে মানুষের বিশ্বাসের যোগ্যতা অর্জন করিতে হয় । আবার সামন্যতম একটু ভুলেই তা মাটি হয় রয় । বিশ্বাসের হয়ে যায় ক্ষয় ।

এই কথাটুক সত্য বলেছেন ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ ভাই কাঁচাঝাল । কাঁচাঝাল ঝালমুড়ির জন্য খুব ভাল একটি উপাদান ।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮

শাহাদাত হোসেন বলেছেন: আশা করি ভালো ঝাল মুড়ি খাইয়ে আমাদের মন জিতে নিবেন। :P

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২

ঝালমুড়ি আলা বলেছেন: আশা করতেই পারেন কারন আশাতে কেউ তো তালা মেরে রাখেনি কি বলেন ।আশা আমাদের সব সময় বড় সড়ই হওক সেই
শুভকামনাই রইল ।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

সোজোন বাদিয়া বলেছেন: সুস্বাগতম ঝালমুড়ি ভাই। আপনার এগিযে চলা এবং এগিয়ে আসার জন্য অভিনন্দন। আপনার প্রতি একটি বিশেষ অনুরোধ থাকবে যে, বানান সমস্যা নিয়ে একদম চিন্তা করবেননা। যত্ন করে যা চিন্তা করবেন তাই আমাদের জন্য লিখে যাবেন। আপনি যে জায়গা থেকে জীবনকে দেখছেন তার অভিজ্ঞতা সম্ভবত এ পর্যন্ত এখানে কারো নেই। আপনার লেখায় কোনো না কোনো নতুনত্ব থাকবেই। দেখুন, ভাবুন, লিখুন, আত্মবিশ্বাস রাখুন। ভাল থাকুন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০

ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ আপনাকে অনুপেরনা দেয়ার জন্য ।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

আজমান আন্দালিব বলেছেন: মুড়ির সাথে ঝাল! কথার সাথে তাল...

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১

ঝালমুড়ি আলা বলেছেন: একদম ঠিক বলছেন ,যায়গা মত হাত মারছেন ।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: একজন মানুষকে তার জীবনের সিড়ি বেয়ে উপরে যেতে অনেক সময় লাগে কিন্তু নিচে নামতে বেশি সময় নেয় না । তিলে তিলে শ্রম দিয়ে কথা দিয়ে কথা রেখে মানুষের বিশ্বাসের যোগ্যতা অর্জন করিতে হয় । আবার সামন্যতম একটু ভুলেই তা মাটি হয় রয় । বিশ্বাসের হয়ে যায় ক্ষয় ।”------------- দারুন বলেছেন ------সহমত

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩

ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ আপা । ভালো থাকবেন ।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

কালের সময় বলেছেন: সরল সহজ ভাষায় লেখা । পড়ে খুব ভাল লেগেছে আপনার লেখাটি ।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৬

ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ কালের সময় ।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১২

ঠ্যঠা মফিজ বলেছেন: বাহ! বেশ লাগল ঝালমুড়িওআলার বর্ণনা ।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৬

ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ মফিজ ভাই ।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

কি ভাবে রেজিষ্টেশন করবো বলেছেন: া
ভাল লাগলো ঝালমুড়িওআলা ভাই আপনার লেখা

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭

ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ ।

১০| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:০৫

নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: জানিনা আপনার শিক্ষাগত যোগ্যতা আসলে কতটুকু তবে আপনার ন্যাচারাল শিক্ষা অনেক অনেক বেশি সেটা বুঝে গেলাম। এগিয়ে চলুন... থাকবো আপনার আশেপাশেই।

০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:৫৪

ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ ভাই এটাই আসল পাওয়া ভাই একজন ব্লগার আরেকজন ব্লগারের পাশে থাকা বা পাশে পাওয়া কত বড় আনন্দের তা
বলে শেষ করা যাবে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.