![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরিফের সকাল থেকেই নাবির ওপর দিয়ে কেমন জানি একটু চিনচিন ব্যাথার অনুভূতি লাগছে ।
অফিসে যাওয়ার পথে বাসার পাশের ফারমিসির দোকান থেকে দুটো গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে নিলো ।
তাতেও কোন কাজ হল না ।
অফিসে যেতে যেতে খানিকটা ব্যাথা বেড়ে যাচ্ছে অনেক কষ্ট করে দুপুর পযন্ত অফিস করে দুপুরের লাঞ্চ আওয়ারে অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসলো ।বাসার দড়জায় পা রাখতেই যেন ব্যাথা আরো বেড়ে যাচ্ছে । মা মা বলে চিৎকার করতে করতে বিছানায় শুয়ে পড়লো ।
প্রায় ঘন্টা দুই ছেলেটা বিছানায় পড়ে ছটফট করলো অবশেষে ওর মা বাহিরে ওদের কোন আত্মিয়র বাসায় বেরাতে যান ।সেখান থেকে
ছেলের অসুস্থের সংবাদ পেয়ে বাসায় ছুঁটে আসেন ।
আর মা এসে ছেলেটিকে যখন কুলে নিয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে শুভ তোর ? কোথায় ব্যাথা ? ছেলেটি কোন কথা বললো না বেশ কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস আনা নেয়ার মাঁঝে মা দেখলেন হঠাৎ ছেলেটির আর কোন সাড়া শব্দ নেই ।
পাশের বাসার এক লোক ডাক্তার নিয়ে আসলেন আর ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করলেন ।
মায়ের কুলে মৃত্যু একজন সন্তানের জন্য পরম সৌভাগ্যের মৃত্যু ।
এভাবে মায়ের কুলে মাথা রেখে শেষ নিঃশ্বেস
ত্যাগ করার মত সৌভাগ্য কজনের কপালে লেখা আছে ? বা কজনই এমন সৌভাগ্য পায় ।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬
নতুন বলেছেন: মায়ের কুলে মৃত্যু একজন সন্তানের জন্য পরম সৌভাগ্যের মৃত্যু ।
সৌভাগ্য কোথায় দেখলেন? আপনি সুস্হ আছেন তো???
মায়ের কোলে সন্তানের মৃত্যুর চেয়ে কস্টকর কিছু মায়ের জন্য আর নাই। আপনার সম্ভবত সন্তান নাই থাকলে এই রকমের বোধ কখনোই আসতো না।
আপনার উচিত ছিলো এই ঘটনার যেই শিক্ষা সেটা হলো, শরীর অসুস্হ হলে নিজে ওষুধ না খেয়ে ডাক্তারের কাছে যেতে হবে....
সেটা না বলে আপনি শিখাচ্ছেন একটা স্টুপিড সৌভাগ্য?