![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখুনতো এই নারীকে কেউ চিনেন কিনা? একি এর আগে কোথাও দেখেছেন? ওহ! আচ্ছা মুখটা চেনা কিন্তু নামটা মনে পড়ছে না তাই তো ? ঠিক আছে মনে করার চেষ্টা করুন । কি ভাবছেন এ মেয়েটি নিশ্চয়ই কোনো হলিউডের অভিনেত্রী।
না হলো না আপনার ধারণা ভুল।
এর পরে ওহ! তা হলে নিশ্চয়ই কোনো না কোন মডেল হবেন ।
আরে না এ বারও পারেন না। অন্য ভাবে ভাবার চেষ্টা করুন।
তা হলে কোনো উঠতি সেলেব হবেন নিশ্চয়।
নাহ! পারছেন না এটাও আপনি ভুল উত্তর দিলেন ।
আসলে ইনি কোন মানুষই নন।
কি ভাই বোনেরা অবাক হলেনতো? কিন্তু এটাই সত্যি। এই সুন্দরী আসলে একটি রোবট আর এর সৃষ্টিকর্তা হলেন ডিজাইনার রিকি মা গ্রিউ।
হংকংয়ের এই ডিজাইনারের বয়স মাত্র ৪২বছর। তিনি ছোট থেকে যা স্বপ্ন দেখতেন এতদিনে তাকেই সত্যি করে তুললেন। অর্থাৎ তার স্বপ্নের সুন্দরীকে যে আদলে তিনি কল্পনা করতেন এ বার তাকেই রোবটের আকার দিলেন তিনি। দেড় বছরের সে দীর্ঘ চেষ্টায় ৫০ হাজার ডলার ব্যয় করে তৈরি করলেন এই রোবট। যার নাম মার্ক ওয়ান। ইতিমধ্যেই ওয়েব দুনিয়ায় ভাইরাল তার এই ছবি।
রিকির কথা মতে মার্ক ওয়ানের জন্য থ্রি ডি প্রিন্টেড কঙ্কাল ব্যবহার করেছি আমি। যখন একে তৈরি করতে শুরু করি সকলে বলেছেন আমি বোকার মতো কাজ করছি। শুধু শুধু টাকার অপচয় হচ্ছে আমার। কিন্তু এখন সকলে প্রশংসা করতে বাধ্য হচ্ছেন।
তবে কহানি মে জরুর টুইস্ট হ্যায়। রিকির দাবি কোনো এক হলিউড তারকার আদলে মার্ক ওয়ানকে তিনি তৈরি করেছেন। তবে এখনো তার নাম বলতে চাননি তিনি।
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩২
ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ শায়মাআপুনি ।
২| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৯
আমি তুমি আমরা বলেছেন:
দেখেন দেখি, এই দুইজনের মধ্যে মিল খুঁজে পান কিনা?
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৪
ঝালমুড়ি আলা বলেছেন: মনে হয় পুরাই মিল্লা গেছে ।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৬
শায়মা বলেছেন: অনেক সুন্দর একটা রোবট মানবী।