![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেহ দিবে আমায়
হতাশা মুক্ত একটি জীবন
কেহ দিবে আমায়
হত দরিদ্র মুক্ত একটি সমাজ
ভুলতে যেয়ে বেশি মনে পড়ে
তার চেয়ে না ভুলাই ভালো,
মনে রাখার ভিতরেও
থাকে বহু সুখের আলো !
নদীর ঢেউ আচড় দেয় বুকে
তবু সবাই চায় দেখতে নদীর সে ঢেউ
বুঝুক আর নাই বুঝুক দুঃখ নদীর আছে কিনা কেউ !
নদীর বুকে স্রোতের সমপ্ত যেমন নেই
দুঃখকে যত চাইবে ভুলিতে
দুঃখ তোমার ধরা দিবে তোমার কাছেই !
যদি পারো দুঃখকে করে নেও জয়
মন তবে রহিবে সুখে
দৃঢ় গতিতে কাঁটিয়ে চলো মনে জমে থাকা
সকল দুঃখ কষ্টের ভয় ।।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৯
ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ । ভালো থাকুন ।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: চারপাশে দুখের দেওয়াল। ক্রমশ ছোট হয়ে আসছে বেঁচে থাকার জায়গা।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫১
ঝালমুড়ি আলা বলেছেন: কবিতার চেয়ে আপনার মন্তব্য স্বার্থক । শুভকামা থাকল । প্রিয় কবি ।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪০
মুসাফির নামা বলেছেন: ভাল লাগল।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৮
ঝালমুড়ি আলা বলেছেন: শুভকামনা থাকল ।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০২
বিজন রয় বলেছেন: জীবন নদীর মতো।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:২৮
ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ ।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৬
কালের সময় বলেছেন: সুন্দর কাব্য ।
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২৬
ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ প্রিয় কালের ভাই
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৩
রাজসোহান বলেছেন: নদীর কষ্ট বড় কষ্ট