নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝালমুড়ি আলা

আমি ঝালমুড়ি বিক্রি করি বলতে পারেন একজন হকার

ঝালমুড়ি আলা › বিস্তারিত পোস্টঃ

হটপট গল্পঃ বৈশাখীর আগের রাত

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২৫


ওকে বার বার বারণ সর্তেও ও সেদিন রাত বারোটায় অফিস ছুটি হওয়ার পরপরই বাসার দিকে রওনা হয়ে গেল ।

এমনে দিন সাধারণত সাতটা নাগাত ওদের অফিস বন্ধ হয়ে যায় ।কিন্তু পরদিন বাংলা পহেলা বৈশাখের ছুঁটি থাকার কারনে সেদিন অফিসে পাঁচ ছয় ঘন্টা করে বেশি কাজ করতে হয়েছে । সে জন্য অবশ্য প্রতেককে বেশ মোটা অংকের মুজরীও দেয়া হয়েছে যাতে করে সকলে ছেলে মেয়ে নিয়ে ভালো ভাবে বৈশাখী দিনটি আনন্দের সাথে কাটাতে পারেন ।

সে জন্যয়ই মনে হয় সবুজের দেরি হয়ে গেছিলো । পুরানা পল্টন থেকে কোন গাড়ি না পেয়ে সবুজ রামপুরার উদ্ধেছে হাঁটা ধরলো আর হাঁটতে হাঁটতে সে মালিবাগ রেললাইন ক্রস করল ।
সবুজ ভালো ভাবে লক্ষ করেনি সেখানে যে চেক পোস্ট বসেছে ।সবুজ সেই চেক পোস্ট পেরিয়ে বেশদূর পযন্ত চলে যায় । সেখান থেকে সবুজের
পেঁছন পেঁছন দৌড়ে যেয়ে এক পুলিশ সিপাহী তাকে ধরে আনেন ।আর এনে তাকে তল্লাসী করেন । তবে সবুজের কাছে একটি ভাতের বাটি ছাড়া তারা আর কিছু পায়নি ।

পরে বেশ কিছুক্ষণ সবুজকে তল্লাসী করে তাকে আটকানোর কোন ক্লু না পেয়ে সে এত রাতে কেন বাসায় ফিরছে সে নিয়ে পুলিশ সিপাহী সবুজের সাথে বেশ তর্ক শুরু করলো ।একটি পর্যায় তারা সবুজের কোন কথা শুনবে না ।
এক সিপাহী তাদের অফিসারকে ডেকে বললো স্যার স্যার এই ছেলেটিকে সন্দেহ হচ্ছে এ মনে হয় নেশা পানি করেছে একে কি করবো ? আরেক সিপাহী সবুজকে একটু পাশে ডাক দিয়ে নিয়ে বললো কিরে কি করবি ? সবুজ বললো কি করবো মানে এসব কি বলছেন আপনে ? এই মান্ডার পু চুপ কর বেশি কথা কইবি তাহলে শরীরে বাংলা মাল ঢেলে দিয়ে মদ খোর বানিয়ে ঢাকা মেডিকেলে ওয়াসে পাথিয়ে দেবো তখন বুঝবা নাক মুখ দিয়ে পাইপ ঢুকিয়ে ওয়াস করলে কেমন লাগে ? মাঙ্গের পু বেশি কথা না বাড়িয়ে মাল পানির কিছু ব্যবস্থা কর । তাহলে দেখি স্যাররে বলে কিছু করা যায়নি । দেখ ভেবে দেখ কি করবি? সবুজ বললো কি বলছেন ভাই এসব আপনে আরে কাল বৎসরের প্রথম দিন তাই কাল অফিস ছুঁটির দিন আর সে জন্যয়ই আজ একটু বেশি কাজ করতে হয়েছে সেকারনেই গাড়ি না পেয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছি আর আপনি বলছেন কি করবো ?
কি আর করবো আমার বসকে ডেকে আনবো ।
আরে তোর বসকেই তো ধরকার ওই শালাকেইতো আমরা খুঁজছি । স্যার একটু ভদ্র ভাবে কথা বলুন ।
সিপাহী সবুজকে বললো কেনরে মান্ডার পু তোর বসকি ভিআইপি নাকি ?
সবুজ বললো আসলে স্যার উনি ভিআইপি তবে আপনি যে ভিআইপি ভাবছেন উনি তা নন উনি একজন ভদ্রলোক এবং সৎ মানুষ ।
একথা বলার পরে সিপাহী সবুজের গালে একটি চর মারলো । সবুজ গাল ধরে হাউ মাউ করে কেঁদে ওঠলো ।
কিছুক্ষণ পরে অফিসার এঁসে সিপাহীকে বললো কি হয়েছে ? সিপাহী বললো স্যার এই মাঙ্গের পুলায় বহুত ড্যাঞ্জার ম্যান একে গাড়িতে তুলে নেই । প্রথমে মদ পানের অভিযোগে ঢাকা মেডিকেল হাসপাতাল ওয়াস পরে কাল সকালে একটি ছিনতাই মামলা দিয়ে কোডে চালান করে দিমু । দাঁড়ান দেখি ওকে ভালো করে জিজ্ঞেস করে নিই । পরে পুলিশের ওই আফিসার সবুজকে বললো তোর নাম কি ? সবুজ বললো আমার নাম সবুজ । কি করিছ তুই ? জি স্যার আমি রেডিমেডট পোশাকের গার্মেন্টসে কাজ করি । অফিসার বললো এত রাতে বাসায় কেন ? সবুজ বললো কাল অফিস ছুঁটি তা ছাড়া পরসু কিছু মাল ডেলিভারী দিতে হবে তাই আজ একটু বেশি কাজ করতে হয়েছে । এভাবে দীর্ঘ তিন চার ঘন্টা সবুজকে আটকিয়ে রেখে জিজ্ঞাসাবাদ পরে অফিসার বললো ওহ আচ্ছা এক কাম কর তোর বসকে ফোন কর আসতে বল । পরে সবুজের বস আসল অফিসার সবুজের বসের সাথে কথা বলে সবুজকে ছেড়ে দিলো ।
তবে একজন নিরহ কর্মজীবি মানুষকে এভাবে দীর্ঘ তিন চার ঘন্টা আটকিয়ে রেখে তল্লাসী করার কোন অর্থ হয় না । সব থেকে বড় কথা সবুজের বস আসার আগেই সবুজের কাছ থেকে সিপাহীরা কয়েকজন মিলে এক হাজার টাকা নিয়েছে আর বলছে এই টাকার কথা কেউ যেন না জানে আর জানলে তোকের নেশা করে পথে মাতলামীর অবিযোগে সোঁজা ঢাকা মেডিকেল পেট ওয়াসের জন্য পাঠিয়ে দেবো ।
পরে আর কি সবুজ বস ওখান থেকে সবুজকে নিয়ে বাসায় চলে গেল ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৩৪

গেম চেঞ্জার বলেছেন: বাস্তব কথা মনে হচ্ছে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.