নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝালমুড়ি আলা

আমি ঝালমুড়ি বিক্রি করি বলতে পারেন একজন হকার

ঝালমুড়ি আলা › বিস্তারিত পোস্টঃ

গরমে শরীরের এনার্জি ঠিক রাখুন ।

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৮


এবার শুরু থেকেই প্রচন্ত গরম ছিল আর তা ধীরে ধীরে গরম বেড়ে অসহনীয় তাপ প্রহ চলে।আর সে ক্ষেত্রে বোঝাই যাচ্ছে প্রতিবারের মতো এবার অনেক বেশি গরম পড়ছে । আর এই প্রচণ্ড গরম আরো বেশ কিছুদিন থাকতে পারে। আর এই গ্রীষ্মের গরম দাবদাহে সবাই দিশেহারা হয়ে যাচ্ছে। গরমে অতিরিক্ত ঘামের কারণে অনেকেই দুর্বলও হয়ে যাচ্ছে। তারপরেও আমাদের প্রতিদিনের কাজকর্ম চালিয়ে যেতে হচ্ছে। অফিস ব্যবসা বাড়ির কাজকর্ম গরমের দাপটে বন্ধ রাখার কোনো উপায়ও নেই। তাই গরমকে নিয়ন্ত্রণে রেখে কাজে এনার্জি পেতে কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করা যায়। আর যা প্রচণ্ড গরমেও আপনার শরীর শীতল রাখবে। চলুন এবার জেনে নিই সেই সহজ পদ্ধতিগুলোঃ

কিভাবে শরীর চর্চাকরবেনঃ
গরমকালে শরীরচর্চা থামালে চলবে না। তবে অত্যধিক শরীরচর্চা করে শরীরের প্রয়োজনীয় পানি ঘামের মাধ্যমে বের করে দেবেন না। বেশি দৌড়াদৌড়ি বা জিমে কসরত করার চেয়ে হাঁটার অভ্যেস কিংবা জগিং করুন।

কিভাবে সাঁতার কাঁটবেনঃ
সকালে ঘুম থেকে উঠে সাঁতার কাটুন। এতে প্রয়োজনীয় শরীরচর্চাও হবে আর এর ফলে শরীরের তাপমাত্রাও সারাদিনের জন্য নিয়ন্ত্রণে থাকবে।

খাবারঃ
সাইট্রাস ফল গবেষণা অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে সাইট্রাস যুক্ত ফলের গন্ধ শুঁকলে মস্তিষ্ক বেশি সচল থাকে। এছাড়া একবাটি সাইট্রাস যুক্ত ফল খেলে শরীর গরমের সঙ্গে লড়তে পারে সহজেই। এর পাশাপাশি গোসলের পানিতে একটি পাতিলেবুর রস মিশিয়ে নিন। এতে সারাদিন অনেক ফ্রেশ লাগবে।হালকা খান গরমে সবসময় হালকা খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। বেশি তেল-মশলা যুক্ত খাবার এড়িয়ে চলুন।

কাজে কতটুক বিরতি দিবেনঃ
গরমে অফিসে কাজ করতে করতে বিরতি নিতে ভুলবেন না। কিছুক্ষণ পরপর উঠে বিরতি নিয়ে ফের কাজে বসুন। এতে এনার্জির মাত্রা ঠিক থাকবে।

কিধরনের পোশাক পড়বেনঃ
গরমে সুতির হালকা পোশাক পড়ুন। এতে গরমেও অনেক বেশি স্বস্তিতে থাকবেন।পানীয়
গরমে ঠাণ্ডা পানীয় শরীর ও মনকে জুড়িয়ে দেয়। চাইলে এমন পানীয়তে ভরসা করতে পারেন। তবে অবশ্যই বাজার চলতি কার্বোনেটেড পানীয়তে ভরসা করবেন না। বদলে ফলের রস ও বাড়িতে তৈরি নানা পানীয় পান করুন।

তথ্য অনলাইন।

মন্তব্য ১৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৯

বিজন রয় বলেছেন: ভাল পোস্ট।

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৪

ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ ।

২| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৮

ইন্দ্রনীলা বলেছেন: উপকারী সময়ের জন্য। পাতিলেবু পানিও গরমে উপকারী।

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪২

ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ গভেষকদের মতেও তাই বলছে ।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৫

মহা সমন্বয় বলেছেন: প্রয়োজনীয় পোষ্ট। :)
বৃষ্টি হলেই গরম দূর হয়ে যাবে ।

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫২

ঝালমুড়ি আলা বলেছেন: আল্লাহুর কাছে সেই প্রাথনাই করছি এই মুহুর্তে এটা খুব প্রয়োজন অন্তত মহামারি থেকে বাঁচতে হলে ধন্যবাদ ।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৫

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর পোস্ট

০৩ রা মে, ২০১৬ দুপুর ২:৩৭

ঝালমুড়ি আলা বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৫

কাঁচাঝাল বলেছেন: পোস্ট +

০৩ রা মে, ২০১৬ দুপুর ২:৩৮

ঝালমুড়ি আলা বলেছেন: প্লাচের জন্য ধন্যবাদ ।

৬| ০১ লা মে, ২০১৬ ভোর ৬:১৪

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ও উপকারী পোস্ট ।

০৩ রা মে, ২০১৬ দুপুর ২:৩৮

ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ।

৭| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৮

নাইম ইমরান বলেছেন: ধন্যবাদ ।

১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২০

ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ ।

৮| ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ জানবেন

১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২০

ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ ।

৯| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৯:২২

মো: জাহেদ ইকবাল বলেছেন: স্বাস্থ্য ও সৌন্দর্য চর্চা বিষয়ে চমৎকার ও গুরুত্বপূর্ন কিছু তথ্য পেতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন:
Best Health and Beauty Tips in Bangla

১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৯

ঝালমুড়ি আলা বলেছেন: দেখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.