![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের ২১টি অঞ্চলের তিন লাখেরও বেশি অফশোর কোম্পানির তথ্যের একটি ডেটা বেইস দি ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে) গেছে গত কাল সোমবার প্রকাশ করেছেন । আর তাদের তথ্য অনুযায়ী অর্থ পাচার করতে কিংবা কর ফাঁকি দিতে আইনের ফাঁক ফোঁকর খুঁজেছেন এইসব ব্যক্তি। আইসিআইজে বলছেন জনস্বার্থে এই তালিকা প্রকাশ করেছেন তারা।আইসিআইজের প্রকাশ করা ডেটা বেইসের তালিকায় থাকা প্রায় অর্ধশতাধিক বাংলাদেশির নাম উঠে এসেছে। তালিকায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাফরউল্যাহ এবং নীলুফারের নামও এসেছে।
জাফরউল্যাহ এবং নীলুফারকে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডে নিবন্ধিত পাথফাইন্ডার ফিন্যান্স এবং হ্যানসিটিক লিমিটেডের পরিচালক বা অংশীদার হিসেবে দেখানো হয়েছে। তাছাড়া নাম এসেছে সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরীর, যিনি আগে গ্রামীণফোনেও কাজ করেছেন। আরও আছেন আইজিডাব্লিউ অপারেটর সেল টেলিকমের কফিল এইচ এস মুয়ীদ, এক্সেসটেলের মালিক জাইন ওমর, কিউবির অংশীদার আফজালুর রহমান, টেকনোমিডিয়ার মালিক সরকার জীবন কুমার, বাংলাট্রাকের মালিক আমিনুল হক, তার ছেলে নাজিম আসাদুল হক, তারিক একরামুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের শ্যালক এবং সিটিসেলের সাবেক চেয়ারম্যান আজমাত মঈন, আব্দুল মোনেম গ্রুপের এ এস এম মহিউদ্দিন মোনেম এবং আসমা মোনেম।
বিশেষভাবে পরিচিত নয় এমন বাংলাদেশি ব্যক্তি হিসেবে নাম এসেছে যাদের তারা হলেন, দিলীপ কুমার মোদি, মল্লিক সুধীর, কাজী রায়হান জাফর, মো. ইউসুফ রায়হান রেজা, মাহতাবউদ্দিন চৌধুরী, বেনজির আহমেদ, ইসরাক আহমেদ, ফরহাদ গনি মোহাম্মদ, মো. আবুল বাশার, নিজাম এম সেলিম, মোহাম্মদ মোকসেদুল ইসলাম, মো. মোতাজ্জারুল ইসলাম, মো. মোতাজ্জারুল ইসলাম, মো. সেলিমুজ্জামান, সৈয়দ সেরাজুল হক, এফ এম জুবাইদুল হক,ক্যাপ্টেন এম এম জাউল, মোহাম্মদ শহীদ মাসুদ, খাজা শাহাদত উল্লাহ, মোহাম্মদ ফয়সাল করিম খান, মোহাম্মদ শহীদ মাসুদ, জুলফিকার হায়দার, মির্জা এম ইয়াহিয়া, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, এফ এম জুবাইদুল হক, এ এফ এম রহমাতুল বারী, খাজা শাহাদাত উল্লাহ, নোভা চৌধুরী, সৈয়দা সামিনা মির্জা, উম্মে রুবানা, বিলকিস ফাতিমা এবং সালমা হক। গত মাসে পানামার ল’ ফার্ম মোস্যাক ফনসেকার বিপুল সংখ্যক নথি ফাঁস হয়। এরপর বিশ্বজুড়ে তা তুমুল আলোচনার জন্ম দেয়।
তথ্যঃ ইন্টারনেট
১১ ই মে, ২০১৬ সকাল ১০:৫৬
ঝালমুড়ি আলা বলেছেন: আপনি আমার পোস্ট থেকে কিছ জেনেছেন শুনে ভালো লাগল ।
২| ১০ ই মে, ২০১৬ সকাল ১১:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: " ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনানশিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) সম্প্রতি প্রকাশিত তথ্যে দেখা যায়, বাংলাদেশ থেকে শুধু ২০১৩ সালেই ৯৬৬ কোটি ৬০ লাখ ডলার পাচার হয়েছে। টাকার অঙ্কে যা ৭৬ হাজার ৩৬১ কোটি ৪০ লাখ টাকা। !!!!!!!!!!
২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত আট বছরে দেশ থেকে বিভিন্ন প্রক্রিয়ায় লুট হয়েছে ১০ লাখ ৫০ হাজার কোটি টাকা। এর মধ্যে বিদেশে পাচার হয়েছে ৫ লাখ ৩০ হাজার ৪২৪ কোটি টাকা।
অর্থনীতিবিদরা ভাল বলতে পারবেন এর তাত্ত্বিক এবং অর্থনৈতিক ক্ষতি কতটুকু! কিন্তু মোটা দাগে আমজনতা শুধু এইটুকুই বুঝি এই টাকাগুলৌ আর ফেরত আসবে না! অর্থের এই শূন্যতা কিভাবে পূরণ হবে?
আর আমাদের মিডিয়ার চলমান দেশ এবং জনতার স্বার্ত বিরোধী ভুমিকা ইতিহাসে ঘৃনিত হয়েই থাকবে।
শুধু টিকে থাকার নামে তেলাপোকার মতো, কিংবা বিবেকের দায়হীন ভয়ের অজুহাতে দেশ জনতা বিরোধী ভূমিকা ক্ষমা পাবার নয়!
১১ ই মে, ২০১৬ সকাল ১১:০৩
ঝালমুড়ি আলা বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত জানাচ্ছি প্রিয় লেখক । তার সাথে কৃতজ্ঞতা ও ধন্যবাদ নিবেন ।
৩| ১০ ই মে, ২০১৬ দুপুর ১২:১৮
নতুন গেম বলেছেন: সুন্দর উপস্থাপন । ধন্যবাদ শেয়ার করার জন্য ।
বিদ্রোহী ভৃগু @ সাথে সম্পূর্ণ সহমত ।
১১ ই মে, ২০১৬ সকাল ১১:০৪
ঝালমুড়ি আলা বলেছেন: ধন্যবাদ আমিও ।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৬ সকাল ১১:৪৫
বাঁধ ভাঙার নতুন আওয়াজ বলেছেন: ধন্যবাদ আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছু জানলাম ।