![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরীরের ঘাম থেকে উৎপন্ন হবে বিদ্যুৎ আর সেই বিদ্যুতে হবে মোবাইল ফোন চার্জ। আর তার জন্য মার্কিন রসায়নবিদ এবং গবেষকরা বিশেষ ধরনের একটি ট্যাটু তৈরি করেছে।সেই ট্যাটু দিয়ে শারীরিক পরিশ্রম বা ট্রেনিংয়ের মাত্রা পরিমাপ করা যায়। শুধু তাই না তার পাশাপাশি তৈরি করা যায় বিদ্যুৎও। আর ইচ্ছে করলেই সেই বিদ্যুৎ দিয়ে চার্জ দেয়া যাবে মোবাইল ফোন।
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোর একদল গবেষক এই মজার আইডিয়াটা বাস্তবায়িত করেছেন। তারা এর নাম দিয়েছেন ট্যাটু বায়োব্যাটারি ৷ ঘামের মতো শরীর থেকে নির্গত তরল পদার্থ দ্বারা যে শক্তি উৎপাদন করা যায় তার একটা দৃষ্টান্ত ট্যাটু।
এই ট্যাটু এনজাইম বা এক ধরনের প্রোটিন যা ল্যাকটেটকে পাইরুভিক বা পিরুভিক অ্যাসিড এ রূপান্তর করে। তার ফলে দুটি ইলেকট্রন উন্মুক্ত হয়। ইলেকট্রন অর্থ চার্জ যা থেকে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয়। আর এটা ঘামে যত বেশি ল্যাকটেট থাকে তত বেশি বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয়। একটি যন্ত্রের সাহায্যে এই বিদ্যুৎ মাপা যায়। তা থেকে ঘামে ল্যাকটেট এর ঘনত্বও বোঝা যায়। পাতলা সেন্সরটি স্টিকারে ঢুকিয়ে ত্বকের ওপরে লাগিয়ে দেওয়া যায়। ল্যাকটেট থেকে পাওয়া বিদ্যুৎ দিয়ে ছোট ছোট ইলেকট্রনিক যন্ত্রও চালানো যায়। যেমন হার্টরেট মনিটর স্মার্টফোন ইত্যাদি।তবে সেন্সরটি খুব ছোট বলে চার মাইক্রোওয়াটের বেশি বিদ্যুৎ পাওয়া যায় না। একটি ঘড়ি চালাতে কমপক্ষে ১০ মাইক্রোওয়াট বিদ্যুৎ লাগে।
ছবি ইন্টারনেট ।
©somewhere in net ltd.