![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয় হায় এইটা কেমন কথা পুরোপুরি সেইম বাংলাদেশের রিজার্ভ চুরির মতো করেই এবং একই কায়দায় আবার একটি বাণিজ্যক ব্যাংক হ্যাকারদের ম্যালওয়্যার হামলার শিকার হয়েছে বলে সতর্ক করেছেন ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন সুইফট। বিশ্বজুড়ে ১১ হাজার ব্যাংককে যুক্ত করা সুইফটের মুখপাত্র নাতাশা টেরানের বর্ত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছেন। সাইবার হামলার শিকার এবারের ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক বলে জানালেও কোনো নাম এখনো জানাননি নাতাশা।
সেই ব্যাংক থেকে কোনো টাকা খোয়া গেছে কি না গেলে তার পরিমাণ কতো এসব প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর পযন্ত এখনো মেলেনি ।
গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সে সরিয়ে নেয়া হয়।বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা ওই ঘটনাকে এই যাবৎকালের অন্যতম বড় সাইবার চুরি বলা হচ্ছে। ওই ঘটনার পর সদস্য ব্যংকগুলোকে সতর্ক করে সুইফট এর আগে বলেছিলেন বাংলাদেশের বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা নয়। তবে আন্তঃব্যাংক লেনদেনে মূল যেই মেসেজিং সিস্টেম ব্যবহার করা হয়েছে তা ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়নি বলেও সুইফটের পক্ষ থেকে সে সময় দাবি করেন।
১৫ ই মে, ২০১৬ রাত ১:৪৭
ঝালমুড়ি আলা বলেছেন: তাইতো দেখছি ।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
পবন সরকার বলেছেন: বিপদের কথা।