![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির অভ্যাসটা আমার সেই ছোট বেলা থেকেই। তবে লেখক বলতে যা বুঝায় আমি তা নই। লিখে লিখে এ পর্যন্ত কলমের কালিই ফুরিয়েছি কেবল, সৃষ্টিশীল কোন কিছু হয়নি আমাকে দিয়ে।
তুমি আমি মজা করি,
ওরা ভাসে সাগরে।
সুখের আশায় বিদেশ গিয়ে
কষ্ট কত আহারে!
ভাত নেই তার পেট খালি,
একে মারে অপরে।
লাশ হতে চায় না কেহ,
পানি বানায় মুতেরে!
এত কষ্টের পরে যখন
তীরের দেখা মিলেরে,
এদেশ ঠেলে ওদেশ পানে
চায় না কেহ ওদেরে।
দয়া মায়া নাই যে কোথাও
সবাই দোষে তাদেরে।
দালাল ধরে বিদেশ যেতে
ভাসলে কেন সাগরে?
নিজের দেশের কাজ ফেলে
বিদেশ কেন যাবে রে?
আরো কত বড় বড়
কথা ওরা বলে রে!
আমি বলি দোহাই লাগে
তর্ক বড় ল্যাঠারে!
বাচাও! ওরা মানুষ বটে।
দাঁড়াও ওদের কাতারে।
১৮ ই মে, ২০১৫ রাত ১০:৩৪
জামাল হোসেন (সেলিম) বলেছেন: থাবাইমিমা! থাইল্যান্ড, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, মালয়েশিয়া সবার প্রতি আমার এই অনুরোধ, প্লীজ একটু সিরিয়াসলি ভাবুন ওদের কথা। ওরা আমার আপনার মতই মানব জাতির অন্তর্গত, কিছু মানুষ। জাতিগত বিভেদের দেয়াল তুলে পিংপং বলের মত এক দেশ আরেক দেশের দিকে ঠেলে দিবেন না। আগে ওদের তীরে ভিড়তে দিন, বাঁচতে দিন। তার পর যত খুশি যেভাবে খুশি সাজা দিবেন। প্রতিবাদ করবো না।
২| ১৮ ই মে, ২০১৫ রাত ১১:০৮
চাঁদগাজী বলেছেন:
আমাদের থেকে পুর্ব দিকে যারা বসবাস করে, ওরা ভয়ংকর নির্দয়
১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০০
জামাল হোসেন (সেলিম) বলেছেন: ঢালাও ভাবে বলা বোধহয় ঠিক না। পূর্ব পশ্চিমে যাওয়ার প্রয়োজন পরে না, দেশেই আমরা প্রতিনিয়তঃ কিছু হৃদপিন্ড হীন পরিবেষ্ঠিত অবস্থায় আছি।
তবে পর্য্যবেক্ষন খুব একটা বেঠিকও না। লোকে বলে যাদের সম্পদ বেশি তাদের দয়া মায়া একটু কমই থাকে।
৩| ১৯ শে মে, ২০১৫ সকাল ১০:৪৩
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০২
জামাল হোসেন (সেলিম) বলেছেন: ধন্যবাদ সুমন কর। মানবতার জয় হোক!
৪| ১৯ শে মে, ২০১৫ রাত ৯:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক সুন্দর ছড়া। সমকালীন বিষয়কে ধরে রাখার কার্যকর পথ হলো সাহিত্যে রূপান্তর করা।
শুভেচ্ছা জানবেন, সেলিম ভাই
২০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
জামাল হোসেন (সেলিম) বলেছেন: আজ নিজেকে অনেক সুখী সুখী লাগছে। মনের মধ্যে কেমন একটা প্রশান্তির ভাব! তার প্রথম কারন, ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার সুমতি হয়েছে। ওরা রাজী হয়েছে অভিবাসীদের টেম্পোরারি আশ্রয় দিতে। যদিও থাইল্যান্ড এখনো পর্যন্ত কোন কথা বলেনি। তার পরও আশা করা যায় অচিরেই ওরাও কিছু না কিছু পদক্ষেপ নিবে। মিয়ানমার নেতিবাচক মন্তব্য থেকে বেরিয়ে এসেছে। এটাও একটা ভালো খবর। বেশ ভালো লাগছে আজ।
আর দ্বিতীয় কারন? সেটা অবশ্যই আপনাকে আমার আঙ্গিনায় পেয়ে।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৫ রাত ৮:৩৬
ফয়সল নোই বলেছেন: বাচাও! ওরা মানুষ বটে।
দাঁড়াও ওদের কাতারে।