![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির অভ্যাসটা আমার সেই ছোট বেলা থেকেই। তবে লেখক বলতে যা বুঝায় আমি তা নই। লিখে লিখে এ পর্যন্ত কলমের কালিই ফুরিয়েছি কেবল, সৃষ্টিশীল কোন কিছু হয়নি আমাকে দিয়ে।
ধরা যাবে
ছোঁয়া যাবে
হাতে যাবে নেওয়া।
দেখে শুনে
রেখে দিবে
যাবে না তো খাওয়া!
অফিসের সামনে গাছটা দীর্ঘদিন যাবত দেখে আসছি। ভাবলাম একটা ছবি কেন শেয়ার করি না সবার সাথে?
বলতে পারেন ছোট জাতের অরেঞ্জ বা কমলা লেবু। তবে এই লেবু সেই লেবু নয় যেটা আমরা খাই। চাইনিজ কালচারে এটা নববর্ষের আগে ব্যবহৃত হয় বাসাবাড়ি বা অফিস রেস্তোরাঁয় শোভা বর্ধনের কাজে। নিউ ইয়ারের পরেও এটা রেখে দেয় ওরা, ফেলে দেয়না। কৃত্রিম উপায়ে উৎপাদন ও বিপণন হয় বলে এটা খাওয়া যায়না বা লোকেরা খায়না। এর জন্যই হেডিং দিয়েছি- সত্যি লোভনীয়। যা শুধু লোভ জাগায়, তৃপ্তি দেয়না।
২৮ শে মে, ২০১৫ রাত ৯:৩৯
জামাল হোসেন (সেলিম) বলেছেন: কি?
২| ২৯ শে মে, ২০১৫ দুপুর ১:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: এইটা আবার কি রকমের ফল, ধরা যায়, ছোঁয়া যায় খাওয়া যায় না!!!
ছেলেবেলায় এমন ধাঁধা ধরতাম, তার জবাব ছিল "পরীক্ষার ফল!"
২৯ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৬
জামাল হোসেন (সেলিম) বলেছেন: কেহ যদি খেতে চায় তো খেতে পারবে আপা, মারা যাবে না।
তবে এদেশের লোকেরা যথেষ্ট স্বাস্থ্য সচেতন বলে সার আর কেমিক্যাল দিয়ে পাকানো এ ফল ওরা খায়না।
ওরা বলে কয়েক বারের ফলন ঝরে যাবার পরে ওগুলো খেলে কোন সমস্যা হবে না। কিন্তু কথা হলো ততদিনে ঐ গাছ চলে যাবে ডাস্টবিনে। নতুন বছরে আবার ঝকঝকে নতুন আরেকটা ফলন্ত গাছ চলে আসবে।
ফ্লিকারের এই লিঙ্কটিতে গিয়ে পুরো গাছের ছবিটা দেখতে পারেন।
৩| ২৯ শে মে, ২০১৫ দুপুর ১:৩৬
কামরুন নাহার বীথি বলেছেন: মালয়েশীয়ান কাঠাল নয়তো
সেলিম ভাই, আপনাকে ফেসবুকে পেলাম না কেন?
সব বন্ধুরাই আমার ফেসবুক ফ্রেন্ড, শুধু আপনি ছাড়া।
২৯ শে মে, ২০১৫ বিকাল ৫:১৩
জামাল হোসেন (সেলিম) বলেছেন: কি যে বলেন না! মালয়েশিয়ান কাঁঠাল হতে যাবে কেন? সে তো কাঁটা ওয়ালা ডুরিয়ান! আপনাকে না দেখিয়েছি আগে। ছবি দিব একটা?
আর ফেসবুকের কথা যদি বলেন, একটা FR পাঠিয়ে দিন, একসেপ্ট করে নিব।
আমার নামটা একটা ইউনিক নাম। সার্চ দিলে সহজেই পেয়ে যাবেন।
৪| ২৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার ইউনিক নামটাই সার্চ দিয়ে খুঁজে পাই নাই, সেজন্যই এখানে লেখা।
নইলে , আমি কি রিকোয়েষ্ট পাঠাতে পারতাম না ?
দয়া করে আপনিই সার্চ দিয়ে আমাকে বের করুন।
২৯ শে মে, ২০১৫ রাত ৯:৩৭
জামাল হোসেন (সেলিম) বলেছেন: টর্চ লাইট হারিকেন সবকিছু দিয়া সার্চ কইরাও তো পাইলাম না আপা! এখন কি করা যায় বলেন? আপনার নামের স্পেলিং কি এটাই, এখানে যেভাবে লিখেছেন, নাকি অন্য কিছু?
৫| ৩০ শে মে, ২০১৫ রাত ১২:৩৭
কামরুন নাহার বীথি বলেছেন: আমার এই প্রোফাইল ছবিটাই ফেসবুকে।। আর নামের spelling Kamrun Nahar।
স্ক্রিনশট ঃ-
আমার এই প্রোফাইল ছবিটাই ফেসবুকে।। আর নামের spelling Kamrun Nahar।
স্ক্রিনশট ঃ-
৬| ৩০ শে মে, ২০১৫ রাত ৩:০৯
কামরুন নাহার বীথি বলেছেন:
৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
জামাল হোসেন (সেলিম) বলেছেন: বলেছেন: আপনাকে যদিও খুঁজে পাইনি তবে অনেক সাধনার পরে অবশেষে ঘুড়ি'তে রেজিস্ট্রেশন করে এলাম। ওখানেও ভোগান্তি! এত চেষ্টা করেও নামটা বাংলায় দিতে পারিনি।
৭| ৩০ শে মে, ২০১৫ রাত ৯:০০
কামরুন নাহার বীথি বলেছেন: আমি সার্চ দিয়ে না পেয়ে অনেকের ফ্রেন্ড লিষ্ট সার্চ করেছি! প্রথম আলোর আমাদের সার্কেলের সবাই আমার ফেসবুক ফ্রেন্ড। জানি না আর কিভাবে পাব! আমার প্রাইভেসী সেটিংস থাকতে পারে, কিন্তু আপনার?
৩১ শে মে, ২০১৫ রাত ১০:১১
জামাল হোসেন (সেলিম) বলেছেন: আচ্ছা এত সমস্যার দরকার নাই এই লিংকে চলে আসেন। মামলা খালাস!
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৫ রাত ৯:৩২
শেষের কবিতার বলেছেন: অসাধারণ